পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
ডিজিটাল যুগে ভিসা নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এখন থেকে আপনারা ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। এই লেখাটিতে কিভাবে বিভিন্ন দেশের ভিসা চেক করবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো।
বিদেশ ভ্রমণের পূর্বে আপনার কাজের ভিসা সঠিক আছে কিনা এবং কোন কোম্পানির ভিসা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ঘরে বসেই। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে এখন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেই ঘরে বসে অনলাইনে শুধু মাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা যাচাই করতে পারবেন।
সাধারণত ভিসা জালিয়াতি কিংবা ভুল ভিসার ফলে অনেক বাংলাদেশীরা বিদেশে গিয়ে কিংবা বিদেশে যাওয়ার সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। তাই এই ধরনের জালিয়াতি কিংবা প্রতারণা থেকে সাবধানে থাকতে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন লেখাটির মূল আলোচনা শুরু করি।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে, আপনি যেই দেশে ভ্রমণ করবেন উক্ত দেশের নাম উল্লেখ করে Visa Check লিখে সার্চ করুন। যেমন “Dubai Visa Check, Qatar Visa Check” তারপরে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা যাচাই করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে আমরা কয়েকটি দেশের ভিসা চেক করার লিংক নিচে দিয়ে দিলাম। প্রায় সব দেশের ভিসা চেক করার পদ্ধতি একই। ভিসা চেক এর ওয়েবসাইটে প্রবেশ করে Passport No ও Nationality সিলেক্ট করে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন।
Country | visa check now |
---|---|
Dubai | পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক |
Soudi Arabia | পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক |
Qatar | পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক |
Oman | পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক |
USA | পাসপোর্ট নাম্বার দিয়ে আমেরিকার ভিসা চেক |
Malaysia | পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক |
Other All Country | সকল দেশের ভিসা চেক করার লিংক |
সকল দেশের ভিসা চেক করার নিয়ম
যেকোনো দেশের ভিসা চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনি যেই দেশে ভ্রমণ করতে চান উক্ত দেশের নাম, তারপরে Visa Check (Example: Qatar Visa Check) লিখে সার্চ করুন। সর্বপ্রথম উক্ত দেশের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে।
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলে, আপনাদের ভিসার স্ট্যাটাস ও যাবতীয় তথ্য দেখতে পারবেন। একই পদ্ধতিতে যে কোন দেশের ভিসা খুব সহজেই ঘরে বসে চেক করতে পারবেন।
লেবানন
আমরা খুব শীঘ্রই লেবাননের ভিসা চেক করার নিয়ম টি দেখিয়ে দেব
আমি জানিে চাই আমার পুলিশ কিলিয়ার লেন্স
পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম দেখুন
আলবেনিয়া ভিসা চেকিং করার নিয়ম টা কি কেউ জানে
আগ্রহের জন্য ধন্যবাদ, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে তথ্য প্রকাশ করব
Ami ki vhabe passport diye janbo je amr visa hoise ki hoini
আমাদের লেখা পদ্ধতি গুলো অনুসরন করুন
আসসালামু আলাইকুম স্যার।
সব দেশের যেকোন ধরণের ভিসা কি অনলাইনে চেক করা যায়? তথ্যটা দিলে খুব উপকৃত হইতাম।
ধন্যবাদ❤️
যে সমস্ত দেশের e visa কার্যক্রম চালু আছে সেই সমস্ত দেশের ভিসা গুলো অনলাইনে যাচাই করা যায়