পাসপোর্ট করতে কি কি লাগে জানুন
বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট এর জন্য আবেদন করবেন অথচ জানেন না বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে কি কি কাগজ লাগে? জেনে নিন নতুন ৫ বা ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট করতে কি কি লাগে তাও ২০২৪ সালে।
বর্তমানে পুরনো MRP পাসপোর্ট এর পরিবর্তে ই পাসপোর্ট ইস্যু করা হয়। আর আপনি চাইলেও এখন আর এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন না, পাসপোর্ট রিনিউ কিংবা নতুন করে ইস্যু করার ক্ষেত্রে আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে।
এশিয়ার প্রথম দেশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হয়। বর্তমানে দালাল ছাড়া অনলাইন এর মাধ্যমে আপনারা পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। ভোটার আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন সনদ দিয়ে সহজেই পাসপোর্ট আবেদন করা সম্ভব। সাধারণত পাসপোর্টের ধরন অনুযায়ী ডকুমেন্ট ভিন্ন হয়। তাই বিভিন্ন ধরনের পাসপোর্ট করতে আলাদা আলাদা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা জানানো হবে এই লেখাটির মাধ্যমে।
পাসপোর্ট এর ধরন সমূহ
- শিশুদের পাসপোর্ট।
- প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট।
- সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট।
আবেদনকারীর বয়স হিসেবে পাসপোর্ট এর ধরন ভিন্ন হয়। তাছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টস হিসেবে NOC এবং GO প্রয়োজন হয়। এই ধরনের পাসপোর্টকে Government Order পাসপোর্ট বলা হয়।
পাসপোর্ট করতে কি কি লাগে
ই পাসপোর্ট করতে হলে প্রথমত আপনাকে আবেদন করতে হবে, ৫ বছর কিংবা ১০ বছর মেয়াদী ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। এবং যাদের বয়স ২০ বছরের নিচে, তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। এছাড়াও পিতা মাতার আইডি কার্ড সহ নাগরিক সনদপত্র প্রয়োজন হবে।
পেশা প্রমান এর জন্য স্টুডেন্ট হলে শিক্ষাকার্ড এবং চাকরিজীবী হলে চাকরির কার্ড প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের জন্য NOC এবং GO প্রয়োজন। অনলাইনে পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করে, চালান রশিদ ও 3R Size এর ছবি প্রয়োজন হবে।
সাধারণত আমরা পাসপোর্ট আবেদনের ভিত্তিকে ৩ ভাগে ভাগ করতে পারি। শিশুদের পাসপোর্ট, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট ও সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট। বয়স ভেদে পাসপোর্ট এর আবেদনের ক্ষেত্রে আলাদা ডকুমেন্টস প্রয়োজন হয়। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
১.শিশুদের পাসপোর্ট এর আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- শিশুর অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- গার্ডিয়ান হিসেবে পিতা-মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি ( বাধ্যতামুলক)
- অনলাইন আবেদন সারাংশ
- অনলাইন আবেদনের কপি
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে এ চালানের কপি
- টিকা কার্ড (প্রয়োজনের ক্ষেত্রে)
- 3R Size Photo ( Must Have)
শিশুদের পাসপোর্ট আবেদন করতে অবশ্যই পিতা-মাতার ভোটার আইডি কার্ডের কপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র প্রয়োজন হবে। যেহেতু শিশুর (২০ বছরের নিচে) ভোটার আইডি কার্ড নেই, সেহেতু অবশ্যই গার্ডিয়ানের ডকুমেন্টস প্রয়োজন।
তবে ১৮ বছরের উপরে যাদের ভোটার আইডি কার্ড আছে, তারা গার্ডিয়ানের ডকুমেন্টস ব্যতীত পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে। সাধারণত তাদেরকে প্রাপ্তবয়স্ক ক্যাটাগরির মধ্যে বিবেচনা করা হয়।
২.প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস
- জাতীয় পরিচয় পত্র তথা NID কার্ডের কপি
- ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র
- ইউটিলিটি বিলের কাগজ
- অনলাইন আবেদন সারাংশ ( summary)
- অনলাইন আবেদনের কপি ( 3 pages copy)
- আবেদন ফি ব্যাংক ড্রাফ্ট করে এ চালানের কপি
- আবেদনকারী স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট কার্ড। অথবা সার্টিফিকেট
- পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ( অপশনাল)
- বিবাহিত হলে নিকাহনামা
সাধারণত যাদের ভোটার আইডি কার্ড আছে তাদেরকে প্রাপ্তবয়স্কদের তালিকায় ধরা হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে। তাছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গার্ডিয়ানের ডকুমেন্টস প্রয়োজন নেই।
৩.সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি
- নাগরিক সনদপত্র
- ইউটিলিটি বিলের কাগজ
- অনলাইনে আবেদন সারাংশ (Summary)
- আবেদনের পরে অনলাইন আবেদনের কপি
- বিবাহিত হলে নিকাহনামা
- পিতা মাতার এনআইডি ( অপশনাল)
- NOC (No Objection Certificate)
- বা GO (Government Order)
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণ নাগরিকের থেকে (NOC ও GO) এই ২টি ডকুমেন্ট বেশি প্রয়োজন হবে। যারা রাষ্ট্রীয় কাজে সরকারি আদেশে দ্রুত দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট এর আবেদন করবে, তাদের ক্ষেত্রে GO (Government Order) প্রয়োজন।
এবং সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট এর আবেদন করলে, তার মন্ত্রণালয় কিংবা অভিদপ্তর থেকে NOC (No Objection Certificate) ডকুমেন্ট সংগ্রহ করে জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলো ব্যতীত সরকারি চাকরিজীবীদের অন্য কোন ডকুমেন্টস প্রয়োজন নেই।
বিশেষ দ্রষ্টব্যঃ সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট এবং প্রাপ্তবয়স্কদের পাসপোর্টে Spouse Name যুক্ত করতে চাইলে অবশ্যই স্বামী/ স্ত্রীর NID কার্ড ও কাবিন নামা প্রয়োজন হবে।
সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি পাসপোর্ট করতে কি কি লাগে এবং পাসপোর্ট আবেদন ফি সম্পর্কে জানতে পেরেছে। অনলাইনে পাসপোর্ট এর আবেদন করার পূর্বে অবশ্যই উক্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিবেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি।
আমার আইডি কার্ডে নুরুল ইসলাম এবং আমার বাবার আইডি কার্ডের নূর মোহাম্মদ সেক্ষেত্রে পাসপোর্ট করতে পারবো কিনা
আপনার আবেদন হতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী
এ ক্ষেত্রে্ পিতা মাতার এনআইডির সম্পর্ক নেই, এটা অপশনাল ডকুমেন্টস, আবেদন করতে পারবেন, তবে পুলিশ ভেরিফিকেশনে ঝামেলায় পড়বেন , দুজনের এনআইডি কার্ডে ভিন্ন ভিন্ন তথ্য থাকলে আপনার ভেরিফিকেশন নেগেটিভ হতে পারে
প্রাপ্ত বয়স্কদের জন্য ভোটার আইডি কার্ড ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায় না..?
না
আমার কোন শিক্ষা সনদ নেই।
আমি কি পাসপোর্ট এর আবেদন করতে পারবো????
শিক্ষা সনদ অপশনাল একটি ডকুমেন্ট- আপনার না থাকলেও চলবে অন্যান্য ডকুমেন্ট দিয়েই পাসপোর্ট করতে পারবেন
আমার শ্বাশুড়ি আম্মার জন্ম ভারতের বাত্রীগাছ ছিটমহল পরবর্তীতে সেটি ভারতের অধীন।
আমার শ্বাশুড়ি আম্মার বাবা মা ভারতীয় নাগরিক হিসেবে মূতবরন করেন। আমার শ্বাশুড়ি আম্মার পার্সপোট করতে তার বাবা মার আইডি কার্ডের কি হবে। এক্ষেত্রে তিনি কি ভাবে পার্সপোট করবেন?
আপনার শাশুড়ি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয়ে থাকলে পাসপোর্ট আবেদন করার সময় বাবা মায়ের জাতীয়তা ভারতীয় দিতে হবে। আর পাসপোর্ট করতে পিতামাতার জাতীয় পরিচয় পত্র লাগেনা
আমার নাম সোহেল রানা পিতা মোঃ ফজলুল হক জমাদার মাতা মোছাঃ শানতি বেগম আমি কি পাসপোর্ট করতে পারবো
কেন করতে পারবেন না?
আমার মায়ের নামের বানান আমার জাতীয় পরিচয় পত্রে একরকম এসেছে এবং আমার অন্যান্য শিক্ষা সনদে আরেক রকম এসেছে। সেক্ষেত্রে কি সমস্যা হবে কিনা?!
জনাব আপনার আবেদনটি হবে আপনার আইডি কার্ড অনুযায়ী, এ ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সময় বাবা মায়ের আইডি কার্ড নম্বর লিখবেন না। বাবা মায়ের আইডি কার্ড অপশনাল, এটা শুধু পুলিশ ভেরিফিকেশনে প্রযোজ্য।পুলিশ যদি দেখে আপনার এনআইডির সাথে আপনার মায়ের এনআইডির নামের অমিল আছে, তাহলো ভেরিফিকেশন ঝামেলায় পরতে হতে পারে
আমার কয়েকটি প্রশ্ন আছে।
১. সরকারি চাকরিজীবি (NOC) এর ক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ লাগবে কিনা?
২. কর্মকর্তার স্বামী /স্ত্রীর/শিশুর পাসপোর্ট কি অফিসিয়াল হবে নাকি সাধারণ হবে? (NOC তে স্বামী /স্ত্রী/শিশুর র নাম রয়েছে।)
৩. কর্মকর্তার স্বামী /স্ত্রীর/শিশুর জন্য চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ লাগবে কিনা?
৪. কর্মকর্তার স্বামী /স্ত্রী/শিশুর পাসপোর্ট কত মেয়াদে করতে পারবে?
৫. কর্মকর্তার স্বামী /স্ত্রী/শিশুর পুলিশ ভেরিফিকেশন হবে কিনা?
১/ NOC থাকলে অন্য নাগরিক সনদের দরকার নেই
২/ কর্মকর্তাদের পাসপোর্ট কখনো অফিসিয়াল হবে না, এখানে অফিসিয়াল পাসপোর্ট বলতে কূটনীতিক পাসপোর্ট কে বোঝানো হয়েছে।
৩/ কর্মকর্তার স্ত্রী কিংবা শিশুর জন্য অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট দরকার হবে
৪/ সাধারণ মানুষের পাসপোর্ট এর মেয়াদ যেমন, ঠিক তেমনি পাসপোর্ট এর মেয়াদ হবে সরকারি কর্মকর্তাদের
৫/ অবশ্যই কর্মকর্তার স্বামী-স্ত্রীর বা শিশুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য
আমার আইডি কার্ড আছে। আমি কি পিতা মাতার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট বানাতে পারবো?
বিঃদ্রঃ আমাকে একজন বলেছে, নিজের আইডি কার্ড, পিতা মাতার আইডি কার্ড এবং বিদ্যুৎ বিলের কাগজ লাগবে।
তাই আমি জানতে চাচ্ছি আমি কি এইসব ডকুমেন্টস ছাড়া শুধু আমার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানাতে পারবো কিনা?
আর আমি গ্রাজুয়েশন শেষ করেছি বর্তমানে কিছুই করি না,আমি পেশা হিসেবে কি দিব? এবং আমি বিবাহিত, এই ক্ষেত্রে বিবাহের কোনো কাগজ পত্র লাগবে কিনা?
জনাব, পাসপোর্ট অফিসে পিতা মাতার আইডি কার্ড জমা দেয়া বাধ্যতামুলক নয়, তবে পুলিশ ভেরিফিকেশনে আইডি কার্ড জমা দিতে হবে। । আর পেশা কিছু একটা দিলেই হবে। বিবাহিত হলে কাবিন নামার কপি জমা দিতে হবে
আমি বিবাহিত, এই ক্ষেত্রে বিবাহের কোনো কাগজ পত্র লাগবে কিনা,পাসপোর্ট বানাতে কোন বাধ্যতামূলক ডকুমেন্ট দেয়া লাগে বিবাহিতদের জন্য
বিবাহিত হলে কাবিন নামার কপি জমা দিতে হবে।
আসসালামু আলাইকুম। আমার যেহেতু আইডি কার্ড আছে, সেই ক্ষেত্রে কী পাসপোর্ট করার সময় জন্ম নিবন্ধন লাগবে? নাকি শুধু আইডি কার্ড আর বাকি ডকুমেন্ট দিলেই হবে?
আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে করাটা বাধ্যতামুলক।
আমি বর্তমানে কিছু করছিনা, আগে চাকরি করতাম।আর আগের পাসপোর্টে অবিবাহিত। এখন বিবাহিত তাই বর্তমানে পাসপোর্ট করতে গেলে করনিয় কি?
একজন সাধারণ মানুষের যে কাগজ লাগে আপনারও তাই লাগবে
আমার মায়ের nid card এ নাম গোল নাহার বেগম, আমার nid তে নাহার বেগম, আমার বয়স ১৮ হয়নি।আমি কি পাসপোর্ট করতে পারবো?
প্রাথমিকভাবে আপনার এনআইডি কার্ডে আপনার মায়ের নামটি সংশোধন করুন, অথবা আপনার ভাই বোনের এনআইডি কার্ডেও যদি নাহার বেগম না থাকে তাহলে আপনার মায়ের এনআইডি কার্ডটি সংশোধন করুন। যেহেতু আপনার বয়স ২০ হয়নি সেহেতু আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করতে পারেন। তবে যেহেতু আপনার আইডি কার্ড আছে, সেটি দিয়ে আবেদন করা ভালো।
আমার স্ত্রীর আইডি কার্ডে তার বাবার বাড়ির ঠিকানা দেওয়া আছে এখন পাসপোর্টে বানানোর ক্ষেত্রে তার ঠিকানার জায়গায় আমি আমার ঠিকানা দিতে চাচ্ছি সেক্ষেত্রে কি আইডি কার্ড সংশোধন করতে হবে নাকি আইডি কার্ড সংশোধন না করে পাসপোর্ট ফর্মে আমার ঠিকানা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে?
এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট এর আবেদনের মিল থাকতে হবে, না হলে আবেদন বাতিল করা হবে। এজন্য প্রথমত আপনার স্ত্রীর এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধন করুন। পাসপোর্ট আবেদনের বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইভাবে দেওয়া যায়। দুই জায়গায় দুই ঠিকানা দিলে আলাদা আলাদা ভাবে পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হবে।
আমার দাদুর জন্য পাসপোর্ট বানাতে চাচ্চি,,এখন তার তো বাবা মায়ের nid নাই,,তাহলে কিভাবে আবেদন করবো?
ওমরা করানোর জন্য
পাসপোর্ট করতে বাবা-মায়ের এনআইডি কার্ড জরুরি নয়। পিতা-মাতার আইডি কার্ড অপশনাল,
জনাব, আমি আমার পাসপোর্ট টি নিজে নিজে ঘরে বসে অনলাইনে আবেদন করতে চাই! জনাব, আমার ভিসা খুবি কাঁচাকাঁচি অবস্থায় আছে! কিন্তু জনাব, আমি শুনতে পেরেছি, পাসপোর্ট দালাল এর মাধ্যমে না করালে নাকি অনেক হেনস্থার শিকার হতে হয়!
→ এখন খুবই চিন্তায় আছি, কি করতে কি করবো ভেবে পাচ্ছিনা!!
আপনার আবেদনের জন্য কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনাকে কোন দালালের পাল্লায় পড়তে হবে না. আপনি ঘরে বসে আবেদন করবেন, এরপরে আবেদন সারাংশ, আবেদনের অনলাইন কপি, ব্যাংক ড্রাফটের কপি, এবং আপনার ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এর ফটোকপি নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে জমা দিবেন, এরপরে ছবি এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করলেই আপনার কাজ শেষ
আমার পিতা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি এবং আমার মা একজন গৃহিণী। আমার বাবার বয়স প্রায় ৭০ বছর। আমাদের বাবা মায়ের নিকাহ নামা আমার জানামতে তাদের নিকট নেই। একখ তাদের পাসপোর্ট করার ক্ষেত্রে নিকাহনামা কোথায় পাবো?
কাবিননামা না থাকলে সংগ্রহ করেন দিবেন যতটা সম্ভব, এ ছাড়া স্বামী-স্ত্রীর দুজনের এনআইডি কার্ড প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট হটলাইন সেবা ১৬৪৪৫ নাম্বারে কল করুন
আমার বাবা ২৯বছর বিদেশ ছিল। তাই তার NID কার্ড করা হয় নি। কিন্তু বাবার পাসপোর্ট এর নাম আর আমাদের NID নাম ভিন্ন। কিন্তু বাবা জন্ম নিবন্দনে আমাদের NID এর নাম একি। আমি কি পাসপোর্ট বানাতে পারবো?
আপনার এনআইডি কার্ড এর তথ্য অনুযায়ী আপনাকে পাসপোর্ট আবেদন করতে হবে, অর্থাৎ আপনার এন আইডি কার্ডে যদি আপনার বাবার নাম ঠিক থাকে তাহলে আবেদন করতে পারেন। আর পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার বাবার এনআইডি কার্ড যাওয়া হবে এজন্যই ভালো আপনার বাবাকে আগে এনআইডি কার্ডের আবেদন করতে বলুন, এনআইডি কার্ড আবেদনে আপনার ভাই বোনদের এন আইডি কার্ডের তথ্য অনুযায়ী আবেদন করতে বলুন যাতে আপনার আইডি এবং আপনার বাবার এন আইডির তথ্য মিল থাকে।
আমার মার NID কার্ডের নাম আমাদের NID এর সাথে মিল আছে।আমার পাসপোর্ট কি মার ডকুমেন্টস দিয়ে হবে না?
আমি আপনার প্রশ্নটিই ক্লিয়ার ভাবে বুঝিনি, তবে যতটুকু বুঝেছি তাতে বলতে পারা যায় পাসপোর্ট এর আবেদন প্রাপ্তবয়স্ক হলে শুধুমাত্র এনআইডি অনুযায়ী হতে হবে। এবং এনআইডিতে যদি আপনার পিতা-মাতা তথ্য সঠিক থাকে তাহলে আবেদন করতে পারেন না হলে এনআইডি সংশোধন করে আবেদন করুন
ভাই আমি পাসপোর্ট করতে চাচ্ছি কিন্তু একটা সমস্যা হলো এন আইডি তে বয়স ১৯৮৬ এবং কাবিন নামাতে বয়স ১৯৯০ সে ক্ষেত্রে আমি পাসপোর্ট বানাতে গেলে কোন বয়সটা দিব। অথবা আমি যদি এনআইডি কার্ডের বয়সটা উল্লেখ করি সে ক্ষেত্রে পরবর্তীতে পাসপোর্ট অফিসে কি কোন সমস্যা হবে কাবিননামা সাথে নেওয়ার পর।
হ্যা ঝামেলা হবে৷ কাবিন নামা বাধ্যতামুলক ভাবে জমা দিতে হবে, তখন আপনার বয়ষ থাকায় আবেদন খারিজ করে দেয়া হবে পূনরায় তথ্য সংশোধন করে জমা দেয়ার জন্য।
আমার Nid আইডিতে আমার নাম হচ্ছে Tanjina Akhter,, আর আমার হাসবেন্ড এর পাসপোর্ট এ ইমারঞ্জেসি কন্টাক্ট এ spuons name হচ্চে Tanzina akter,, এক্ষনকি আমি পাসপোর্ট বানাতে পারব,,নাকি কোন প্রবলেম হবে,, আমরা ফেমেলি ভিসার জন্য পাসপোর্ট বানাতে চাই,,
আপনার পাসপোর্ট করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, এন আইডি কার্ডের তথ্য ঠিক থাকলে পাসপোর্ট হবে সেই তথ্য অনুযায়ী।
আমার ভাই পাসপোর্ট করাতে চাচ্ছে, ওর জন্ম ০৭-০৩-২০০৬ সালে। NID কার্ড না থাকায় Birth Certificate দিয়ে করাবে। পেশাগত/শিক্ষাগত কোন সনদ নেই (বেকার)। কিন্তু আমার প্রশ্ন হলো: পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে Occupation কোনটা Select করবে এবং পাসপোর্ট অফিসে এর জন্য কি জমা দিতে হবে?
অপ্রাপ্তবয়স্কদের পেশা student দেয়া ভালো, তবে পেশার জন্য অতিরিক্ত কোন কাগজ জমা দেওয়ার দরকার নাই
আমি বিদেশে যেতে চাই আমি কি ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট করতে পারবো।
যে আপনি চাইলে বর্তমানের ই পাসপোর্টগুলো ১০ বছর মেয়াদী করতে পারবেন অথবা ৫ বছরও করতে পারবেন
আমার আম্মার নামে পাসপোর্ট করবো, উনার কাবিননামা নাই, সেক্ষেত্রে কি কোন সমস্যা হবে?
বয়স ৫০+।
বয়স ১৮ বছর ৪ মাস…শুধু জন্ম নিবন্ধন আছে..শিক্ষাগত কোন যোগ্যতা নেই এবং বেকার। এমতাবস্থায় পাসপোর্ট আবেদনে পেশা কোন টা সিলেক্টে করলে ভালো হবে?
STUDENT দিলেও কোন সমস্যা হবে না, অথবা Unknown দেয়া যেতে পারে
বিয়ে হলে কি কাবিন নামা বাধ্যতামূলক। আমি যদি কাবিন নামা না দিয়ে অবিবাহিত দেই তাহলে কি প্রবলেম হবে?
পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসবে
আমি নতুন পাসপোর্টের জন্যে আবেদন করতে চাচ্ছি। আবেদনের জন্যে প্রয়োজনীয় সব কাগজ-পএ এবং ইনফরমেশন রেডি শুধু একটা বিষয়ে দিদাদন্ডে আছি বিষয়টা হচ্ছে আমার ২০২২ সালে অনলাইন(ডিজিটাল) ইউনিয়ন অথবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র নেওয়া আছে এখন এইটা দিয়া কি কাজ হবে? নাকি নতুন করে আবার নাগরিক সনদপত্র নিতে হবে?
আপনার একান্ত পরামর্শের আশা করছি।
অগ্রিম ধন্যবাদ
সদ্য নতুন তারিখের নাগরিক সনদ লাগবে
আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, এবং বর্তমানে অবসর হয়েছেন। চাকরির ক্ষেত্রে আমার বাবা তিনি নিজ জেলায় অবস্থান করেন না, এবং আমাদের বাড়ি সরকারি খাস জায়গা হওয়ায় প্রপার ডকুমেন্ট নেই। শুধু খাজনা কপি আছে, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রদান করিলে পাসপোর্ট পাওয়া সম্ভব হইবে। বিষয়টি জানিয়ে সাহায্য করুন।
এ ক্ষেত্রে ভূমিহিন সনদ নিতে হবে চেয়ারম্যান/ মেয়র থেকে, তাহলে পাসপোর্ট আবেদন করা যাবে।
ভাই,আমি গত বছর স্টুডেন্ট ছিলাম,বর্তমানে স্টুডেন্ট না,
এখন আমি পাসপোর্ট করবো, পাসপোর্টে পেশা কি স্টুডেন্ট দিতে পারবো?
স্টুডেন্ট পেশা বাদেও অনেক পেশা দেওয়া যায়, যেমন unemployed, bachelor ইত্যাদি
আমার এনআইডি এবং জন্মনিবন্ধন কার্ডে বাবার নাম : মো.আমজাদ হোসেন।বাবার পাসপোর্ট এবং জন্মনিবন্ধন এ নাম :আমজাদ হোসেন। এখন পাসপোর্ট করতে গেলে কী সমস্যা হবে?
পাসপোর্ট হবে আপনার এনআইডি এর তথ্য অনুযায়ী। এক্ষেত্রে আপনার এনআইডির তথ্য আপনার বাবা এনআইডির সাথে কিছুটা অমিল থাকলে সমস্যা নেই
আমার মা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি। নতুন পাসপোর্ট করতে গেলে উনার পেশা কি গৃহিণী হবে নাকি অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি হবে। আর যদি অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবি হয় তাহলে এখন উনার কি কি কাগজপত্র সাথে সংযুক্ত করতে হবে।
অবসরপ্রাপ্ত হয়ে থাকলে গৃহিণী দেওয়াই ভালো
আমার খালু পাসপোর্ট করতে চায়,, ওনি আবেদন করেন বৈবাহিক অবস্থা :বিবাহিত
কিন্তু ওনাদের কাবিননামার কাগজ নাই।
পাসপোর্ট করতে কি কাবিন নামা আবশ্যিক?
বিবাহিত হলে কাবিননামা বাধ্যতামূল
Amr poralekha ses passport Korte profession e ki student dibo na others?
Work permit visay jauar khetre?
পেশা others দেয়া যাবে না৷ Bachelor দিতে পারেন।
আমার বয়স ২১ NID কার্ডের হিসেবে
বাবা মা এর NID ছাড়া কি Passport করা সম্ভব?
অনেকে বলে বাবা মা এর NID Card ছাড়া নাকি কাগজ পত্র জমা নেয় না।
পাসপোর্ট অফিসে বাবা মায়ের আইডি কার্ড লাগেনা। এগুলা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র নিলেই আবেদন জমা নিবে
আমার পূর্বের পাসপোর্ট গুলাতে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছিলো,কিন্তু বর্তমানে এটা পরিবর্তন করতে হচ্ছে নতুন পাসপোর্টে,কিন্তু নিকাহনামাতে আমার স্ত্রীর নামটা পুরোপুরি আসেনি জাতীয় পরিচয় পত্রে যেভাবে আছে।
সেই ক্ষেত্রে করনীয় কি?
আপনি বিবাহিত এটার প্রমানপত্র হলো নিকাহনামা, Spouse নামের ক্ষেত্রে তার এনআইডিতে য়ে নাম দেয়া সেটা দিতে হবে
ami sosor barite thaki amar an id akankar bettot bill amar somndir name ami ki pasport korte parbo
আপনার স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী ঠিক থাকলে বিদ্যুৎ বিল ওখানের নামে হলেই হবে
জনাব, আমার বাবার ঘর নেই ভাড়া বাসায় থাকি। আমার ভাড়া বাসা থাকার সময় বাবা NID তৈরি করছে। ঠিকানা ওই ভাড়া বাসার দেওয়া আছে।এখন আমি পাসপোর্ট করতে চাই কিন্তু সমস্যা হলো বিদ্যুৎ বিল লাগবে সেটার কি করবো বুঝতাছি না।
আমার দাদার বাড়িতে বিদ্যুৎ মিটার আছে ওটা দাদার নামে।
আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়ির বিদ্যুৎ বিল হলেই হবে। আপনার নামে হতে হবেনা
আমার নাম সাজিম হাসান । বয়স ২৪। আমার জাতীয় পরিচয় পত্র আছে। তবে একটা সমস্যা আছে আমার NID কার্ড এ বাবার নাম কামরুল হাসান উজ্জ্বল এবং বাবার NID কার্ড এ মোঃ কামরুল হাসান উজ্জ্বল। আমার সার্টিফিকেট আছে এইচ এস সি এর। ওইটাতে আবার আমার NID কার্ডের মত নাম। আমি পাসপোর্ট করতে পারব??
জি, পাসপোর্ট করতে কোন অসুবিধা হবেনা৷ আপনার এনআইডি + সার্টিফিকেট অনুযায়ী নাম ঠিক থাকলেই হবে৷ পাসপোর্টে পিতা মাতার এনআইডি কার্ডের প্রয়োজন হয়না
আমার বয়স ১৭ বছর ৫ মাস । আমি HSC 24 এর পরীক্ষার্থী। আমার NID card নেই। এখন আমি পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে ? আর শিক্ষার্থী উল্লেখ করলে কোন ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে ?
১৮ বছরের নিচে সকলে অপ্রাপ্তবয়ষ্ক, তাই আপনার ক্ষেত্রে প্রথম ধাপের কাগজগুলোর দরকার হবে। অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট এর ডকুমেন্টস গুলো দেখুন উপরে
বিদ্যুৎ বিল এবং নাগরিকত্ব সনদপত্রের প্রয়োজন হবে কি?
আসসালামু আলাইকুম
আমি জানতে চাচ্ছি আইডি কার্ড এর অনলাইন কপি দিয়ে কি পাসপোর্ট করা যাবে।
আমি এখনও আইডি কার্ড পায় নি।
জি করা যাবে
স্যার, আমার জন্ম ১৭-০৭-২০০৫ আমার বয়স ১৯ বছর । এখনো আইডি কার্ড পাইনি কিন্তু আইডি কার্ড অনলাইন কপি আছে আর
আমি একজন স্টুডেন্ট। আমি কি পাসপোর্ট করতে পারবো??
জি অনলাইন কপি দিয়ে করতে পারবেন। তথ্য অনুযায়ী আপনি প্রাপ্ত বয়ষ্ক
স্যার আমার আব্বু আম্মুর এনআইডি কার্ডে ডাকঘর পোস্ট অফিস বিপিনগর দেওয়া আর আমি এন আইডি কার্ড যখন আবেদন করছি তখন অনলাইনে বিপিননগর পোস্ট অফিস আসে নাই বিপিন নগর পোস্ট অফিসের কোড ৭৩৫০ নলডাঙ্গা পোস্ট অফিসের কোড ও ৭৩৫০ নলডাঙ্গা পোস্ট অফিস আমাদের পাশে আর অনলাইনে আবেদন করার সময় বিপিন নগর আসে নাই এজন্য নলডাঙ্গা দিয়েছি সে ক্ষেত্রে কি আমার পাসপোর্ট করতে গেলে কোন সমস্যা হবে আর আমি কি পাসপোর্ট করতে পারবো নাকি এনআইডি কার্ডের ঠিকানা ওইটা আবার সংশোধন করে বিপিন নগর ডাকঘর বিপিন নগর দিতে হবে পোস্ট অফিস ঠিক করে নিতে হবে এনআইডি কার্ডে-??
এনআইডি অনুযায়ী তথ্য ঠিক থাকলে কোন সমস্যা হবেনা
স্যার আমার আব্বু আম্মুর এনআইডি কার্ডে আমাদের ডাকঘর বিপিন নগর দেওয়া আর আমি যখন অনলাইনে আবেদন করছি কিছুদিন আগে তখন ডাকঘর বিপিন নগরে অনলাইনে আসে নাই এজন্য পাশের ডাকঘর নলডাঙ্গা ওর পোস্ট কোড ৭৩৫০ বিপিন নগরের পোস্ট কোড ৭৩৫০ এজন্য নলডাঙ্গা গিয়েছিলাম এটার জন্য কি পাসপোর্ট করতে গেলে কোন সমস্যা হবে উপজেলার কল দিয়ে শুনলাম বলল সংশোধন করা লাগবে এটার জন্য পাসপোর্ট করতে গেলে কোন সমস্যা হবে নাকি এটা সংশোধন করে পাসপোর্ট করা লাগবে অনলাইনে আবেদনের সময় বিপন্নগর নামক পোস্ট অফিস আর আসে নাই নলডাঙ্গা আসছিল নলডাঙ্গা আমাদের পাশের পোস্ট অফিস এই জন্য ওইটা দিয়েছিলাম এখন আমার কি করনীয় আর আমি কি পাসপোর্ট করতে পারবো
পাসপোর্ট করতে হলে কি প্রয়োজনীয় কাগজ পত্রের সাথে ছবি লাগবে। আর লাগলে কোন সাইজের ছবি লাগবে।
ছবি লাগবে শুধু মাত্র বাচ্চাদের ক্ষেত্রে৷ 3R সাইজের
আমি ডাচ্ বাংলা ব্যাংক থেকে টাকা পরিশোধ করছি। এখন আমার আবেদন ফরমে কি ব্যাংকের তথ্য হাতে লিখে দিবো নাকি কম্পিউটারে টাইপ করে দিবো আর ব্যাংক তথ্য বাংলাতে না কি ইংরেজিতে লিখবো।
আবেদন ফরমে ব্যাংকের কোন তথ্য লিখতে হবেনা। এ চালান কপি জমা দিলেই হবে
আমি আবেদন করার সময় Md এর পরে . ডট দিয়েছি এখন অনেকে বলছে যে এই ডট এর জন্য ভিসা পেতে সমস্যা হবে এখন আমাকে কি করতে হবে
আবেদন করার সময় পাসপোর্ট এর ডট ব্যবহার করলে কোন সমস্যা নেই। কারণ পাসপোর্ট এর উপরে নামের পাশে কোন ডট আসে না
আমার কাছে ইউটিলিটি বিলের কাগজ মুল কপি টা নেয়। ফটো কপি দিলে কি হবে
জি
আমার বাবা মৃত এখন কি nid/id ফটোকপি দিতে হবে?
পিতা মাতার এনআইডি শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে প্রযোজ্য হয়