Passport Status Meaning | পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে?
অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার শেষে পাসপোর্টটি তৈরি হতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। যেমন আবেদন সাবমিট থেকে শুরু করে পাসপোর্ট প্রিন্টিং এবং পাসপোর্ট সংগ্রহ কয়েকটি ধাপে শেষ হয়। আপনি যদি পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে আপনার পাসপোর্ট আবেদনটি ঠিক কোন পর্যায়ে রয়েছে একটি জানতে পারবেন অনলাইনে মাধ্যমে। তবে যখন পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস যাচাই করবেন তখন আপনাকে বিভিন্ন ইংরেজিতে বিভিন্ন তথ্য দেয়া হতে পারে। পাসপোর্টের কোন স্টাটাসের কি মানে? এবং কোন স্ট্যাটাসের সময় কি করনীয় চলন জেনে নেই।
Passport Status Meaning | পাসপোর্টের কোন স্ট্যাটাসের কি মানে?
পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গেলে নিম্নোক্ত কয়েকটি স্ট্যাটাস দেখানো হয় সচরাচর- স্ট্যাটাস গুলোর অর্থ দেখতে প্রত্যেকটা স্ট্যাটাসে Tap করুন
আমি পাসপোর্ট করতে দিয়েছি সাত মাস হয়েছে মাঝখানে কিছুদিন স্যান্ড ফর রি ওয়ার্কে ছিল তারপরে কাগজ পাতি দেওয়ার পর এখন পেন্ডিং ভেরিফিকেশন আসছে এখন আমার ভিসা এক্সপায়ার হয়েছে এক মাস আগে এইভাবে যদি প্রবাসীদের হয়রানি করে আর আর বলে দেশের রেমিডেন্স পাঠাও কিভাবে মানুষের মন ভালো থাকে কিভাবে মানুষ রেমিডিন্ট পাঠাবে আমাদের দেশের সরকারের উচিত প্রবাসীদের পাসপোর্ট এর থেকে দেড় মাসের ভিতরে দেওয়ার জন্য কারণ হেদের কোন সমস্যা থাকলে এরা তো আর বিদেশ যাইতে পারেনি এইটা ভেবেই তাদের পাসপোর্ট তাড়াতাড়ি দেওয়া উচিত প্রত্যেকটা প্রবাসী না হওয়ার দেশের লোকের কাছে ভোগান্তির শিকার না হয় বিদেশীদের কাছে
একটা দিক লক্ষ্য করলে দেখা যায় আজ থেকে ১৫-১৬ বছর আগে কোন জন্ম নিবন্ধন ছিল না কোন আইডি কার্ড ছিল না তো পাসপোর্ট তো ভুল হতেই পারে তাহলে তো সরকারের উচিত যারা প্রবাসে আছে তাদের পাসপোর্টে কোন সমস্যা না করে তাড়াতাড়ি পাসপোর্ট করে দেওয়া আমাদের মতো আমরা যারা বাংলাদেশের জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড জন্ম হওয়ার আগে প্রবাসে এসেছি আমাদেরকে সবকিছু মিলন হবে আজ আমি পাসপোর্ট না পেয়ে ভিসা এক্সপার হওয়া দেখতে মন্তব্য করলাম
স্যার আমি একটা পাসপোর্ট করেছি আজ এক বছর পাসপোর্টি সেনফর রিয়ার্ক হয়ে যায় তার পরে সেই পাসপোর্টের পুলিশ ভেরিভিশন ডিএজবি ভেরিভিশন এডি স্যার সকল তথ্য দেখে নিজে সকল কাগজ সই করে ঢাকাতে পাঠিয়েছেন আজ দেড় মাস আর কত দিন লাগতে পারে বা আদো পাসপোর্ট পাবো কিনা দয়া করে জানাবেন
স্যার আমি একটা পাসপোর্ট করেছি আজ দেড় বছর আগে একটু মিচ টেকের কারনে পাসপোর্টি সেন্ট ফর rewok হয়ে যায় সেটা জানার সাথে সাথে আমরা পাসপোর্ট আফিসের এডি স্যারের সাথে কথা বলি এডি স্যার বলেন পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে সেটা করি তার পর বলেন ডিএজবি ক্লিয়ারেন্স সেটা হলো তারপর NiD কাডের ভরিফাই কপি সেটা হলো এবং এডিস্যার নিজে সমস্ত কাগজ গুলো দেখে শই ছিল মেরে হাতে দিয়ে বল্লো ঢাকাতে জমা দাও দিলাম কিন্তু আজ দেড় মাষ কোন খবর নাই আর কত দিন লাগতে পারে একটু বুঝে ভেবে জানাবেন খুব উপকার হবে আল্লাহ আপনাকে ভাল রাখুন
আমার পাসপোর্ট এর জন্য সকল ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে।এমতাবস্থায় রি ওয়ার্ক / কারেকশন স্ট্যাটাস দেখাচ্ছে। এদিকে আবেদন ফরমের ডেট শেষ হওয়ার দিকে। এখন আমি যদি পাসপোর্ট অফিসে গিয়ে কাজ সংশোধন না করি এবং আবেদন ফরম এর ডেট শেষ হয়ে যায় তাহলে কি এই আবেদন বাতিল হয়ে যাবে? খুব দ্রুত জানাবেন প্লিজ!!!
অবশ্যই রিওয়ার্ক কারেকশন থাকলে আপনাকে আপনার ডকুমেন্টগুলো সংশোধন করে নিতে হবে এবং পুনরায় আবেদন করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আপনার আবেদনটি বাতিল করবে মন্ত্রণালয়
অনলাইন স্ট্যাটাসে “passport shipped” লেখা দেখাচ্ছে স্যার। এর মানে কি? যদি একটু বুঝিয়ে বলতেন খুবই উপকৃত হবো।
আপনার পাসপোর্ট নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে গেছে, এখন ডেলিভারির জন্য প্রস্তুত
স্যার আমি ১১/০৯/২০২৪ পাসপোর্ট করছি ০১/১০/২০২৪ একন পাসপোর্ট পাই নি স্যার। আমার নাম:সোলেমান মিয়া বাবার নাম:কদর আলি মায়ের নাম :আয়েশা বেগম
আপনার পাসপোর্ট স্ট্যাটাস কি বলে?
How to fill up Renewal application if applicant’s parmanent address has been changed.
In that case, is there required to submit any additional papers?
Also inform, in that case police verification required in parmanent address?
রিনিউ করার ক্ষেত্রে যদি পার্মানেন্ট এড্রেস পরিবর্তন করতে হয় তাহলে উক্ত ঠিকানার একটি বিদ্যুৎ বিলের কাগজ দরকার হবে, এবং পুনরায় স্থায়ী ঠিকানার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হতে পারে। নরমাল ভাবে রিনিওর ক্ষেত্রে ২য় বার পুলিশ ভেরিফিকেশন হয়না, তবে আপনার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন
আমার আইডি কার্ডে বাবার নামে মোঃ মিসিং। তাই পাসপোর্ট এর কার্যক্রম স্থগিত করা হয়েছে পাসপোর্ট অফিস থেকে। এখন আমার পাসপোর্ট স্টেটাস সাস্পেন্ড দেখাচ্ছে। তাই আইডি কার্ড কারেকশন এর জন্য এপ্লিকেশনে করেছি। উপজেলা নির্বাচন এর জন্য একটু দেরি হচ্ছে। আমি কতদিনের মধ্যে আইডি কার্ডের কারেকশন কপি জমা দিতে পারবো?
নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকেনা। sent for rework বর্তমানে suspended দেখাচ্ছে৷ ভয়ের কিছু নেই, সংশোধিত ডকুমেন্ট গুলো নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলেই হবে৷ প্রথমে Help Desk এ কথা বলে বিস্তারিত জেনে নিবেন
আমার টা এখন হয়েছে এখন সাসপ্রেন্ড দেখায়
আপনার আবেদনের সম্ভবত কোথাও ভুল রয়েছে, আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সে সমস্ত ডকুমেন্টের সাথে আপনার বিস্তারিত তথ্যের কোন মিল নেই, অথবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ এসেছে, বিস্তারিত তথ্যের জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন
আমার পাসপোর্ট রি ওয়ার্ক থেকে pending for variations এখন আবার রি ওয়ার্ক এখন কি করতে পারি ৩ মাস হতে চল
আপনার আবেদনের সময় জমা দেওয়া কোন কাগজের সাথে আপনার আবেদনের তথ্যে অমিল থাকায় এমন সমস্যা হচ্ছে। সঠিক করে সংশোধিত তথ্যগুলো সংযুক্ত করুন এবং প্রমাণস্বরূপ ডকুমেন্টগুলো দাখিল করুন। প্রথমত আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে হেল্প ডেস্কে কথা বলুন
আমারটাতে Local Rework আসছে। এখন আমি কি করবো ?
এডি স্যারের সাথে কথা বলুন, কি কারনে লোকাল রিইওয়ার্ক আসছে তারপর পদক্ষেপ গ্রহন করুন
আমি এই মাসের ১৯ তারিখ পাসপোর্ট করার জন্য বায়োমেট্রিক এবং ছবি দিয়েছি। পুলিশ ভেরিফিকেশন হয়নি কিন্তু পাসপোর্ট Enrolment In Process স্টেজে আছে।
এর অর্থ কি?
আপনার পাসপোর্ট আবেদন টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এনরোলমেন্ট পর্যায়ে আছে। একটি সর্বোচ্চ দুই দিনের মধ্যে পরিবর্তন হবে