কাতার ভিসা চেক করুন

বাংলাদেশ থেকে কাতার প্রবেশ করার জন্য ভিসার আবেদন করতে হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের নাগরিকদেরকেও কাতার ইমিগ্রেশন ভিসা অ্যাপ্রভাল দিয়ে থাকে, শ্রমিক ,টুরিস্ট কিংবা অনন্য ভিসায় বাংলাদেশি নাগরিক কাতার যেতে পারবে। আপনি যদি কাতারের ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার ভিসা আবেদনের বর্তমান অবস্থা। আর অলরেডি যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ভিসাটি বৈধ কিনা এটি আপনি যাচাই করে দেখতে পারেন। এই ব্লগে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরব। আশা করি বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।

ভিসা সংক্রান্ত জালিয়াতি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ভিসাটি চেক করে দেখতে হবে অনলাইনে রয়েছে কিনা, কেননা দালালের খপ্পরে পড়ে অনেক সময় অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে মানুষ তার জীবনের সর্বস্ব হারাচ্ছে। আপনি যদি কাতার যেতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিবেন। তাছাড়া নতুন ভিসা আবেদন করে থাকলে সেই আবেদনের বর্তমান অবস্থা কি সেটি যাচাই করে নিবেন, নিচে বিস্তারিত প্রক্রিয়া দেওয়া হল।

কাতার ভিসা চেক করার জন্য যা যা লাগবে –

  • আবেদনকারীর পাসপোর্ট নাম্বার
  • আবেদনকারীর ভিসা নাম্বার
  • জাতীয়তার তথ্য

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

  • প্রথমে ভিজিট করতে হবে portal.moi.gov.qa এরপরে Inquiries অপশনে যান
  • দ্বিতীয়ত মেনু থেকে Visa Service লিংকে যান
  • তৃতীয়ত Visa Inquiry & Printing অপশনে যান
  • এরপর আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার টাইপ করতে হবে
  • সবশেষে জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করে ক্যাপচা পূরণ করতে হবে
  • ভিসা চেক করার জন্য সাবমিট বাটনে ক্লিক করলে ওই ব্যক্তির ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

আপনার দেয়া সকল তথ্য সঠিক হলে কাতার ভিসার সকল তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে আপনি আপনার ভিসার পেপার প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন।

কাতার নতুন ভিসা আবেদন স্ট্যাটাস চেক

কাতার যাওয়ার জন্য নতুন ভিসার আবেদন করেছেন? চিন্তা নেই! এখন পাসপোর্ট নাম্বার দিয়েই আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

  • কাতার ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য ভিজিট করুন www.qatarvisacenter.com/home
  • এরপরে TRACK APPLICATION ট্যাবে ক্লিক করুন,
  • অতঃপর আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার ও ক্যাপচা কোড বসিয়ে দিন
  • সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন
  • এখানে কাতারের জন্য ভিসা আবেদনের মেডিকেল স্ট্যাটাসহ যাবতীয় তথ্য দেখতে পাবেন।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।