ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চাচ্ছেন , এবং ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেও ফেলেছেন কিন্তু ভিসা এসেছে কিনা কিংবা ভিসা আবেদনের সর্বশেষ স্টাটাস কি রয়েছে এটি জানেন না তাহলে এই ব্লগ পোষ্টটি আপনার জন্য। আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধরবো এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনি জানতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা।

ইন্ডিয়া থেকে বাংলাদেশে নাগরিকদের তিন থেকে চারটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হয়, যেমনঃ শিক্ষা, মেডিকেল, এবং ভ্রমণ। এছাড়াও ইউরোপ কিংবা অন্যান্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সরাসরি দূতাবাস না থাকায় ইন্ডিয়ায় গিয়ে অনেক নাগরিক আবেদন করেন সে ক্ষেত্রে প্রথমত ইন্ডিয়ার ভিসা অ্যাপ্রভাল নিতে হয়। অথবা আপনি যদি কোন কারনে ইন্ডিয়ান ভিসা আবেদন করে থাকেন তাহলে আপনার ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা কি এটি জানতে পারবেন অনলাইনের মাধ্যমে।

ভিসা চেক করতে যা যা দরকার হয়

আপনি যখন বিভিন্ন ivac থেকে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন তখন আবেদন শেষে একটি ডেলিভারি স্লিপ দেয়া হয়েছে যেটিতে একটি web file নাম্বার রয়েছে, এটি মূলত আপনার ইন্ডিয়ান ভিসা ট্রাকিং নাম্বার, অর্থাৎ আবেদনের পরবর্তী সময়ে এই ট্রাকিং নাম্বার ব্যবহার করে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। ইন্ডিয়ান ভিসা চেক করতে মূলত এই ফাইল নম্বরটি যথেষ্ট।

web file of indian visa application

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন ট্রাকিং ওয়েবসাইট ivac থেকে ইন্ডিয়ান ভিসা চেক করা যায়, এক্ষেত্রে আপনাকে www.passtrack.net ওয়েব সাইটে প্রবেশ করে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন ওয়েব ফাইল নাম্বার এবং একটি ক্যাপচা কোড প্রদান করে সাবমিট করতে হবে, আপনাকে সঠিক থাকলে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।

ইন্ডিয়ান ভিসা আবেদন ট্রাকিং

প্রথমে আপনাকে ভিজিট করতে হবে www.passtrack.net ওয়েবসাইটে। এখানে সাধারণত ভিসা আবেদন ট্রাকিং করার জন্য Regular Visa Application Number সিলেক্ট করতে হবে। এর পরে আপনাকে ভিসা ট্রাকিং এর নতুন পেইজে নিয়ে যাওয়া হবে।

ইন্ডিয়ান ভিসা চেক

এখানে আপনার ভিসা এপ্লিকেশন ট্রাকিং নাম্বার অর্থাৎ web file নম্বর টি টাইপ করে দিবেন, এবং সর্বশেষে নিচে দেখানো ছবিতে কোড গুলো বক্সে বসিয়ে দিবেন, এবং সাবমিট বাটনে প্রেস করবেন। সবশেষে আপনার ভিসা আবেদন ট্রাকিং এর সর্বশেষ অবস্থা দেখানো হবে।

ইন্ডিয়ান ভিসা আবেদন স্টাটাস

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যায়?

মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন যে পাসপোর্ট নাম্বার রয়েছে কিন্তু ফাইল নাম্বার কি সেটি বুঝিনা, কোন ভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে কিনা? মূলত পাসপোর্ট নাম্বার দিয়ে কখনোই আপনি ভিসা অ্যাপ্লিকেশন অর্থাৎ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন ট্রাকিং করতে পারবেন না, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ওয়েব ফাইল নাম্বার দিয়ে অনুসন্ধান করতে হবে।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।