পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন , তারিখ ১৩ ডিসেম্বর ২০২২- স্মারক নং-৫৮,০০.০০০০,০৪৩.৩২.০০৭১৭ (অংশ)১৫৮

বিষয়ঃ পাসপোর্টে প্রদন্ত তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যু এর আবেদনসমুহ নিস্পত্তিকরণ।

১। তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যু এর আবেদনসমুহ নিস্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিমরূপঃ

বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে,অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে; প্রয়োজনে জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/কারিগরি/উন্মুক্ত ‘বিশ্বিদ্যালয় ও সমমান-এর যে কোন একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে।আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইটসংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অন্দীকারনামাযথাযথভাবে পুরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে।

০২। সুরক্ষা সেবা বিভাগ হতে ২৮/০৪/২০২১, ০৯/১২/২০২১ এবং ০৩/১১/২০২২  তারিখে জারীকৃত এতদসংক্রানত’ পরিপত্রসমুহ এতদ্বারা বাতিল করা হলো।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২৪

তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৪-

বিষয়ঃ ই-পাসপোর্ট থেকে স্বামী/স্ত্রীর নাম অপসারণ, দন্তক সন্তানের ক্ষেত্রে LEGAL GOURDIAN এর নাম অন্তর্ভুক্তকরণ ও QR CODE’ অপসারণ প্রসঙ্গে।

সুত্রঃ ক) সুরক্ষা সেবা বিভাগ, স্বর মন্রণালয়ের স্মারক নং-৫৮,০০,০০০০.০৪৩.৯৯.০০১.২৩.৬২; তারিখঃ ০৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ
খ) ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন বাবস্থাপনা শীর্ষক প্রকল্পের স্মারক নং- ই-পাসপোর্ট/প্রকল্প/সফটওয়্যার/২০২৪/৫০; তারিখ: ১৮/০১/২০২৪ খ্রিঃ

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ই-পাসপোর্টের Personal Data and Emergency Contact page -4 Spouse শব্দটিকে Legal Guardian শব্দ দ্বারা প্রতিস্থাপন, QR Code অপসারণ এবং Address অংশে
দুই লাইনের পরিবর্তে তিন লাইন সংযোজনের (প্রতি লাইনে ৪৮ ক্যারেক্টার) প্রযোজ্য সংশোধনীর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে; যা
০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর হবে।

০২। ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দের পূর্বে এনরোলমেন্ট সম্পন্নকারী আবেদনকারীগণের Delivery Skip এ SPOUSE NAME
উল্লেখ থাকলেও ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে পার্সোনালাইজেশনকৃত ই-পাসপোর্টের Personal Data and Emergency Contact Page এ Spouse Name এর পরিবর্তে Legal Guardian’s Name অপশনটি থাকবে।

০৩। ই-পাসপোর্টে Legal Guardian অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে নিয়ে উল্লিখিত কাগজপত্রাদি গ্রহণপূর্বক আবশ্যিকভাবে
স্ক্যান করতে হবে।
ক) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে Legal Guardian – এর অনাপত্তি সনদ (NOC)
খ) Legal Guardian এর জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের কপি।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।