ইতালি ভিসা খরচ 2024 | ইতালি যেতে কত টাকা লাগে?

আপনি যদি বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি যেতে চান তাহলে ইতালি ভিসা আবেদন নিয়ম জানার পাশাপাশি আপনাকে জানতে হবে ইতালি ভিসা খরচ 2024 সম্পর্কে। বর্তমানে ইতালি যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে ভিসার ধরন অনুযায়ী। ঠিক আনুমানিক কত টাকা হলে আপনি ইতালি পাড়ি দিতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই ব্লগে।

প্রতিবছর সারা বিশ্ব থেকে ইতালিতে দক্ষ কর্মী নিয়োগ হয় সেই লক্ষ্যে বাংলাদেশ থেকেও বৈধকর্মী নেওয়া হয়। বর্তমানে ইতালিতে দুই ভাবে যাওয়া যায়, সমসাময়িক (seasonal) এবং দীর্ঘ সাময়িক (non-seasonal)। এখানে সমসাময়িক বলতে ট্যুরিজম, স্পন্সর, শিক্ষার উদ্দেশ্যে, কিংবা ব্যবসা বা চাকরির বিভিন্ন কাজের ভিসা কে বোঝানো হয়।

অন্যদিকে দীর্ঘ সাময়িক ভিসা যেখানে একজন ব্যক্তি দীর্ঘদিনের জন্য ইতালিতে অবস্থান করবে। এটা হতে পারে কোন ওয়ার্ক পারমিট ভিসা, যেমনটি বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজ করে অর্থ উপার্জন এর মাধ্যমে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ইতালি যাচ্ছে। তো এই ধরনের ভিসার ক্ষেত্রে ভিসা খরচ ভিন্নরকম হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশীদের জন্য ইতালিতে যে সমস্ত ভিসা চলমান রয়েছে

  • টুরিস্ট
  • বিজনেস
  • ফ্যামিলি
  • দক্ষ কর্মী / তিরোচিনিও / ওয়ার্ক পারমিট
  • স্টুডেন্ট
  • লাভোরো অটোনোমো (আত্মকর্মসংস্থান)
  • রি এন্ট্রি

ইতালি ভিসা খরচ নির্ভর করবে আপনি যদি কারো মাধ্যমে ইতালি ভিসা আবেদন করেন। যেমন অনেকের পরিচিত ইতালি প্রবাসী থাকলে তাদের মাধ্যমে ইতালি ভিসা আবেদন করা যাবে তবে খরচ করতে হবে সেটি নির্ভর করবে সেই ব্যক্তির উপর। কিন্তু শিক্ষা, খেলাধুলা, কিংবা বাণিজ্যিক কোন কাজে ইতালি ভিসা নিতে হলে একটি নিয়মমাফিক খরচ প্রদান করতে হয়।

ইতালিতে কত টাকা লাগে এই বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোন তথ্য ইতালি এম্বাসি ঢাকা থেকে দেওয়া হয়নি। তবে সরকারিভাবে যদি ইতালিতে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সে ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে খরচ সম্পর্কিত কিছু তথ্য উল্লেখ হতে পারে।

ইতালি ভিসা খরচ 2024

বিভিন্ন সূত্র থেকে জানা যায় বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালি যেতে দীর্ঘমেয়াদী যে কোন ধরনের ভিসা খরচ হিসেবে আনুমানিক ৮ থেকে ১৪ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে। অবশ্যই কোন ভিসা নিয়ে ইতালি প্রবেশ করবেন এটার উপর নির্ভর করবে ইতালি যাওয়ার খরচ। ক্যাটাগরী ও ব্যক্তি বিশেষ অনুযায়ী ইতালি যাওয়ার খরচ কম বা বৃদ্ধি হতে পারে।

বর্তমানে এগ্রিকালচার বা কৃষি ভিসা নিয়ে ইতালি যায় তাছাড়া কোম্পানি ভিসা বা অন্যান্য ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমেও ইতালি যাওয়া যায়, আবার বর্তমানে উচ্চ শিক্ষার জন্য অনেকে ইতালি যাচ্ছে, সর্বশেষ খবর অনুযায়ী সরকারিভাবে যদি ইতালিতে দক্ষ কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সে ক্ষেত্রে আনুমানিক খরচ হিসেবে ৬ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

কিন্তু বেসরকারি কিংবা যে কোন দালাল এর মাধ্যমে ইতালি যেতে হলে আপনাকে গড়ে ১০ লক্ষ টাকার উপরে খরচ করতে হবে। তবে আপনি এত টাকা খরচ করবেন কিনা এটির জন্য আপনাকে বিশেষভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সঠিকভাবে ইতালি প্রবেশ করতে পারবেন কিনা, কিংবা ইতালি গিয়ে কি কাজ করবেন, কোথায় থাকবেন এগুলা জানা শোনার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

পরিচিত কোন ব্যক্তিবর্গ না থাকলে অন্য কোন দালাল কিংবা তৃতীয় পক্ষের সায় নিয়ে ইতালি ভিসার জন্য টাকা খরচ করা থেকে বিরত থাকুন।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।