বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে?

কোন দেশে ভ্রমণ করার জন্য সবথেকে প্রথম যে কাজটি করতে হয় সেটা হল ভিসা অনুমোদন নেওয়া। তবে প্রত্যেক দেশের ভিসা অনুমোদন এর বিষয়টা নিয়ে বেশ বিধিনিষেধ রয়েছে। যেমন কয়েকটা দেশ আছে যারা অন্যান্য দেশে তাদের ভিসা প্রদান করে না কিংবা শর্তসাপেক্ষে প্রদান করে থাকে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে অবশ্যই জানা প্রয়োজন।

সচরাচর যারা ভ্রমণ প্রেমিক অর্থাৎ দেশ থেকে বিদেশে ভ্রমণ করার ইচ্ছা আকাঙ্খা অনেকটাই বেশি তাদের মনেই প্রশ্নটা অনেক বেশি যে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোন কোন দেশের ভিসা অনুমোদন পাওয়া যায়। কেননা বাংলাদেশ থেকে যদি আপনি সরাসরি কোন দেশের ভিসা অনুমোদন না পান সেক্ষেত্রে ভ্রমণ করাটা একটু জটিল হয়ে যায়। যদিও বাংলাদেশ থেকে সরাসরি কিছু দেশে না পেলে অন্য দেশ হয়ে সেই দেশের ভিসা অনুমোদন নেওয়া যায় তবে সেটা সময় সাপেক্ষ।

কোন কোন দেশের সহজেই ভিসা ছাড়া যাওয়া যায় এবং কোন কোন দেশে সহজে ভিসা অনুমোদন পাওয়া যায় এটি আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ভ্রমণ প্রেমিক হয়ে থাকেন। তা না হলে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতায় আপনার ভ্রমণের ইচ্ছাটাই মাটি হয়ে যেতে পারে। তাই বিদেশ ভ্রমণের পূর্বে অবশ্যই ভিসা সম্পর্কিত সঠিক তথ্য জেনে নেওয়া উচিত। একটি সুন্দর ভ্রমন ভিসা বা একটি ভালো ওয়ার্ক পারমিট ভিসার জন্য চাই সঠিক তথ্য ও দিকনির্দেশনা।

ভিসার শ্রেণীবিভাগ

ভিসা হলো একটি অনুমতি যা একজন বিদেশী নাগরিককে উক্ত দেশে প্রবেশ করতে দেয় কোন প্রকার বাধা ছাড়াই এবং নির্দিষ্ট সময়ের জন্য সেখানে থাকতে দেয়। সাধারণভাবে ভিসা পাসপোর্ট এর একটি পাতায় প্রিন্ট আকারে পাসপোর্ট ধারের ব্যক্তির তথ্য এবং উক্ত দেশের ইমিগ্রেশন এর তথ্য সম্বলিত সিল প্রদান করা হয়।

ভিসা কয় প্রকার? –

  • ভ্রমন ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • ব্যবসায় ভিসা
  • মেডিকেল ভিসা

সাধারণত ভিসার এই কয়েকটি ভাগ রয়েছে তবে সব দেশ থেকে বাংলাদেশের জন্য উক্ত ক্যাটাগরি গুলোতে ভিসা প্রদান করে না। আবার কিছু দেশ রয়েছে সংস্থা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা প্রদান করে থাকে। চলুন জেনে নেই বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা রয়েছে।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ২৪ দেশে প্রবেশ করতে পারবেন

  • বাহামাস
  • বার্বাডোজ
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
  • কুক দ্বীপপুঞ্জ
  • ডমিনিকা
  • ফিজি
  • গ্রেনাডা
  • হাইতি
  • জ্যামাইকা
  • কেনিয়া
  • কিরিবাতি
  • লেসোথো
  • মাইক্রোনেশিয়া
  • মন্টসেরাট
  • নিউ
  • পাকিস্তান
  • রুয়ান্ডা
  • সামোয়া
  • সেশেলস
  • সেন্ট কিটস ও নেভিস
  • সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ
  • গাম্বিয়া
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • ভানুয়াতু

তথ্য সুত্রঃ visaguide.world

বাংলাদেশ থেকে যেসব দেশে অন অ্যারাইভাল (VoA) ভিসায় যাওয়া যাবে

অন এ্যারাইভাল ভিসা হল এমন এক ধরনের ভিসা এটি আপনাকে কোন দেশে ভ্রমন করার পূর্বে আবেদন করতে হবে না এবং উক্ত দেশের ভিসা সংগ্রহ করার প্রয়োজন নেই , অর্থাৎ ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন এবং উক্ত দেশের প্রবেশ করে ভিসার জন্য নির্ধারিত ফি দিয়ে আপনি উক্ত দেশের ভিসা সংগ্রহ করতে পারবেন। এটি সাধারণত ট্যুরিজম, ব্যবসায় কিংবা ট্রানজিট ইত্যাদির জন্য প্রযোজ্য হয়। এই ভিসার মেয়াদ সাধারণত ১৫ থেকে ৩০ দিন এবং শর্ত অনুযায়ী হয়ে থাকে। বাংলাদেশ থেকে যেসব দেশে প্রবেশ করা যাবে-

  • বাহরাইন
  • ভুটান
  • বুরুন্ডি
  • কম্বোডিয়া
  • কাবো ভার্দে
  • কোমোরোস
  • গিনি-বিসাউ
  • মাদাগাস্কার
  • মালদ্বীপ
  • মৌরিতানিয়া
  • নেপাল
  • সিয়েরা লিওন
  • সোমালিয়া
  • শ্রীলংকা
  • তিমুর-লেস্তে
  • টুভালু

বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে যেসব দেশে প্রবেশ করতে পারবেন –

  • আলবেনিয়া
  • অ্যান্টিগুয়া ও বার্বুডা
  • বেনিন
  • বতসোয়ানা
  • বুর্কিনা ফাসো
  • ক্যামেরুন
  • গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
  • আইভরি কোস্ট
  • জিবুতি
  • নিরক্ষীয় গিনি
  • পাপুয়া নিউ গিনি
  • ইথিওপিয়া
  • গ্যাবন
  • গিনি
  • ইন্দোনেশিয়া
  • কাজাখস্তান
  • কিরগিজস্তান
  • মালাউই
  • মালয়েশিয়া
  • মোজাম্বিক
  • মায়ানমার
  • নাইজেরিয়া
  • কাতার
  • সাও টোমে এবং প্রিনসিপে
  • দক্ষিণ সুদান
  • সুরিনাম
  • তাজিকিস্তান
  • যাও
  • উগান্ডা
  • উজবেকিস্তান
  • ভিয়েতনাম
  • জাম্বিয়া
  • জিম্বাবুয়ে

বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে ভিসা নিয়ে প্রবেশ করতে হবে – বাংলাদেশের নাগরিকদের জন্য যেসব দেশ ভিসা অনুমোদন দেয়

ভিসা ফ্রি ও On Arrival ভিসা ছাড়া বাকি দেশগুলোর জন্য বাংলাদেশে ভিসা সংগ্রহ করতে হয়। আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে নিম্নের দেশগুলোতে ভ্রমণ করার জন্য অবশ্যই আপনার একটি সঠিক এবং ভ্যালিড ভিসা অনুমোদন নিতে হবে। কিছু দেশে ই-ভিসা চালু থাকলেও বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে এম্বাসি কিংবা ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে হবে। প্রায় ১৫১ টি দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে প্রবেশ করা যায়।

  • আফগানিস্তান
  • আলজেরিয়া
  • আমেরিকান সামোয়া
  • এন্ডোরা
  • অ্যাঙ্গোলা
  • অ্যাঙ্গুইলা
  • আর্জেন্টিনা
  • আর্মেনিয়া
  • আরুবা
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • আজারবাইজান
  • বেলারুশ
  • বেলজিয়াম
  • বেলিজ
  • বারমুডা
  • বলিভিয়া
  • ক্যারিবিয়ান নেদারল্যান্ডস
  • বসনিয়া ও হার্জেগোভিনা
  • ব্রাজিল
  • ব্রুনাই
  • বুলগেরিয়া
  • কানাডা
  • কেম্যান দ্বীপপুঞ্জ
  • মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  • চাদ
  • চিলি
  • চীন
  • কলম্বিয়া
  • কঙ্গো প্রজাতন্ত্র
  • কোস্টারিকা
  • ক্রোয়েশিয়া
  • কিউবা
  • কুরাকাও
  • সাইপ্রাস
  • চেকিয়া
  • ডেনমার্ক
  • ডোমিনিকান প্রজাতন্ত্র
  • ইকুয়েডর
  • মিশর
  • এল সালভাদর
  • ইরিত্রিয়া
  • এস্তোনিয়া
  • ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
  • ফারো দ্বীপপুঞ্জ
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • একটি দেশের নাম
  • ফরাসি পলিনেশিয়া
  • ফরাসি ওয়েস্ট ইন্ডিজ
  • জর্জিয়া
  • জার্মানি
  • ঘানা
  • জিব্রাল্টার
  • গ্রীস
  • গ্রীনল্যান্ড
  • গুয়াম
  • গুয়াতেমালা
  • গায়ানা
  • হন্ডুরাস
  • হংকং
  • হাঙ্গেরি
  • আইসল্যান্ড
  • ভারত
  • ইরান
  • ইরাক
  • আয়ারল্যান্ড
  • ইজরায়েল
  • ইতালি
  • জাপান
  • জর্ডান
  • কসোভো
  • কুয়েত
  • লাওস
  • লাটভিয়া
  • লেবানন
  • লাইবেরিয়া
  • লিচেনস্টাইন
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবার্গ
  • ম্যাকাও
  • মালি
  • মাল্টা
  • মার্শাল দ্বীপপুঞ্জ
  • মরিশাস
  • মায়োট
  • মেক্সিকো
  • মলদোভা
  • মোনাকো
  • মঙ্গোলিয়া
  • মন্টিনিগ্রো
  • মরক্কো
  • নামিবিয়া
  • নাউরু
  • নেদারল্যান্ডস
  • নতুন ক্যালেডোনিয়া
  • নিউজিল্যান্ড
  • নিকারাগুয়া
  • নাইজার
  • উত্তর কোরিয়া
  • উত্তর মেসিডোনিয়া
  • উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ
  • নরওয়ে
  • ওমান
  • পালাউ
  • প্যালেস্টাইন
  • পানামা
  • প্যারাগুয়ে
  • পেরু
  • ফিলিপাইন
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • পুয়ের্তো রিকো
  • রিইউনিয়ন
  • রোমানিয়া
  • রাশিয়া
  • সান মারিনো
  • সৌদি আরব
  • সেনেগাল
  • সার্বিয়া
  • সিঙ্গাপুর
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • সলোমান দ্বীপপুঞ্জ
  • দক্ষিন আফ্রিকা
  • দক্ষিণ কোরিয়া
  • স্পেন
  • সেন্ট হেলেনা
  • সেন্ট লুসিয়া
  • সেন্ট মার্টিন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • সিরিয়া
  • তাইওয়ান
  • তানজানিয়া
  • থাইল্যান্ড
  • টোঙ্গা
  • তিউনিসিয়া
  • তুর্কমেনিস্তান
  • টার্কস্ ও কেইকোস দ্বীপপুঞ্জ
  • তুর্কিয়ে
  • মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জ
  • ইউক্রেন
  • সংযুক্ত আরব আমিরাত
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
  • উরুগুয়ে
  • ভ্যাটিকান সিটি
  • ভেনেজুয়েলা
  • ইয়েমেন
  • এস্বাতিনী

তথ্য সুত্রঃ visaguide.world

কিভাবে বাংলাদেশ থেকে অন্য দেশের ভিসা পাবেন?

প্রথমত আপনাকে খুঁজে দেখতে হবে আপনার কাঙ্খিত দেশের এম্বাসি বাংলাদেশের রয়েছে কিনা, থাকলে আপনাকে প্রথমত এম্বাসিতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে এবং কাগজপত্র জমা দিতে হবে।

দ্বিতীয়ত হল যে সমস্ত দেশের এম্বাসি বাংলাদেশী নেই আপনাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে উক্ত দেশের এম্বাসিতে যেতে হবে, এবং এজেন্সির মাধ্যমে উক্ত দেশের এম্বাসিতে আবেদন করতে হবে ভিসার জন্য।

তৃতীয়ত হলো কিছু দেশে ই ভিসা কার্যক্রম চালু রয়েছে যেটি আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন, এজন্য উক্ত দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য এবং পাসপোর্ট এর ইনফরমেশন দিয়ে ই ভিসার জন্য আবেদন করতে পারেন।

সতর্কতাঃ কোন অভিজ্ঞ কারো সহায়তা নিয়ে ভিসার জন্য আবেদন করা শ্রেয়, এতে ভিসা জটিলতা থেকে বাঁচবেন, আপনার যদি কোন আত্মীয়-স্বজন থেকে থাকে তাহলে তার মাধ্যমে আপনার কাঙ্খিত দেশের ভিসার অনুমোদন সংক্রান্ত জটিলতা থেকে বাঁচতে পারেন। সব সময় ভিসা চেক করে নিবেন আপনার ভিসা কি বৈধ কিনা , দালাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন।

Similar Posts

6 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।