পাসপোর্টে পেশা কি দিব? প্রশ্নের উত্তর জানুন

পাসপোর্টে পেশা কি দিব এই বিষয়টা নিয়ে অনেক নতুন পাসপোর্ট আবেদনকারী বেশ চিন্তায় পড়ে যান। যেহেতু পাসপোর্ট আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে একটি পেশা উল্লেখ করতে হবে তাই সাধারণ একজন ব্যক্তির ক্ষেত্রে কোন পেশা দেওয়া উত্তম এটি জানা বেশ মুশকিল।

পাসপোর্ট আবেদন করতে হলে অবশ্যই পেশা উল্লেখ করতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টে পেশা দেয়ার কারণে অতিরিক্ত ডকুমেন্ট আবেদন এর সাথে লাগতে পারে। কোন ক্ষেত্রে আপনার কোন পেশায় কি কি ডকুমেন্ট লাগবে চলুন জানা যাক।

অনেকে বেকার রয়েছে , তারা যখন পাসপোর্ট আবেদন করবে তারা নিজেও জানে না তারা কি পেশা দিবে পাসপোর্টে। আবার অনেকেই স্টুডেন্ট রয়েছে। এক্ষেত্রে স্টুডেন্ট হয়েও ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট আবেদন করতে পাসপোর্টে কি পেশা দিবে সেটা নিয়ে বেশ চিন্তা করেন।

আবার অনেকে তাদের বাচ্চাদের পাসপোর্ট আবেদন করতে যান। এ ক্ষেত্রে বাচ্চাদের পাসপোর্ট আবেদনে বাচ্চাদের পেশা কি দিবেন এটা নিয়েও বেশ কৌতূহল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্য গুলো আপনার জেনে নেওয়া।

পাসপোর্ট করার সময় কী পেশা দেওয়া উত্তম?

পাসপোর্টে আবেদনে পেশা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে আপনি যে পেজের সাথে সম্পৃক্ত। সেই পেশা দিলেই ভালো হবে। কিছু কিছু পেশার ক্ষেত্রে বিপরীতে প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট দাখিল করতে হয়। অর্থাৎ আপনি আবেদন করার সময় এমন একটি পেশা উল্লেখ করলেন কিন্তু আপনি আদৌ সেই পেশাদারী নন। তখন আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। না বুঝে পেশা দেওয়ার কারণে আপনাকে পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা পোহাতে হতে পারে।

আপনি যদি শিক্ষার্থী এবং বেকার হয়ে থাকেন তাহলে পেশা হিসেবে Bachelor/ Unemployed অথবা Student দিতে পারেন। এক্ষেত্রে স্টুডেন্ট দিলে আপনার কাছে যদি পূর্বের কোন সার্টিফিকেট থাকে তাহলে সেটির কপি পাসপোর্ট আবেদন করার সময় জমা দিতে হবে।

অন্যদিকে আপনি যদি কোন রকম ভাবেই পড়াশোনার সাথে সম্পৃক্ত না হয়ে থাকেন তাহলে শুধু (Bachelor) , (Unemployed/ বেকার) অথবা (Labour/ শ্রমিক) দিতে পারেন।

বয়স্ক কিংবা রিটায়ার্ড ব্যক্তিদের পাসপোর্ট এর জন্য Unknown অথবা Unemployed দিতে পারেন।

চাকুরিজীবীদের পেশা হিসেবে অবশ্যই চাকরির ধরন অনুযায়ী পেশা দিতে হবে। প্রাইভেট কোম্পানি হলে Private Service দিতে পারেন। সরকারি চাকরিজীবী হলে কাজের ধরন উল্লেখ করতে হবে। তবে জেনে রাখা ভালো সরকারি/ বেসরকারি চাকরিজীবীদের জন্য অবশ্যই তাদের GO /NOC প্রত্যয়নপত্র দরকার হবে।

অথবা আপনি আদৌ যদি কোন পেশার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে উক্ত পেশা দিতে পারেন। পাসপোর্ট এর পেশা দেওয়া না দেওয়ায় ভিসার ক্ষেত্রে কোন জটিলতা সৃষ্টি হয় না। তবে আপনি যদি কোন নির্দিষ্ট পেশার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে সেই পেশাটি দেওয়াই উত্তম, এক্ষেত্রে আপনার ভিসা সংক্রান্ত কাজ সহজ হয়ে যাবে।

তবে আপনি যেই পেশার সাথে সম্পৃক্ত নন সেই পেশা কখনোই দিতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন। পুলিশ যখন আপনাকে প্রমাণ স্বরূপ আপনার পেশার বিভিন্ন ডকুমেন্ট চাইবে তখন আপনি দিতে পারবেন না।

বাচ্চাদের পাসপোর্ট এর পেশা কি দিব?

বাচ্চাদের পাসপোর্ট আবেদনে পেশা কোন প্রভাব ফেলে না। আবেদনের সময় পেশা হিসেবে OTHERS নামক একটি অপশন দেখতে পাবেন। বাচ্চাদের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনে এই পেশাটি দিতে হবে। এক্ষেত্রে পাসপোর্ট আবেদনে কোন ঝামেলা হবে না।

পাসপোর্ট আবেদনের পিতা-মাতার পেশা কি দেওয়া উচিত?

আপনার পিতা-মাতা জীবিত অবস্থা থাকলে যদি তারা কোন পেশার সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেটি দিতে পারেন। এক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হবে না। মায়েদের ক্ষেত্রে Housewife এবং বাবার ক্ষেত্রে বাবার বর্তমান বা অতীত পেশা উল্লেখ করে দিতে পারেন। পিতা মাতা যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে পেশা হিসেবে Others দিতে হবে।

Similar Posts

62 Comments

  1. ভাই, আমি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছি।
    আমি ২০২১ সালে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং শেষ করেছি। বর্তমানে জব কোচিং-এ ভর্তি হয়ে চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং কম্পিউটার কোর্স করছি।

    এখন পাসপোটের আবেদনে আমার পেশাটা কি দিবো, ছাত্র নাকি অন্যান্য? পরামর্শ
    চাই।

    1. আবেদনকারী কখনো Others পেশা দিতে পারবে না, এটা দিলে আবেদন বাতিল করা হয়৷ আপনার জন্য Student শ্রেয়

  2. 12 years 8 months এর বাচ্চাদের জন্য কী পেশা Others দিবো নাকী Student দিতে হবে ? Student হলে প্রমাণ হিসেবে কী দিবো ? কারণ বাচ্চার PSC পরীক্ষা হয়েছিলো না। তেমন valid কোনো bord এর paper নেই।

  3. আমি কোন কাজ করিনা বেকার বাহিরের দেশে যাবো আমি কি privet servise পেশা দিতে পারবো? privet servise দিলে কি কোন প্রকার কাগজ পত্র লাগবে কিনা । পেশা নিয়ে আমি কনফিশনে আছি ।

    1. প্রাইভেট সার্ভিস এটা তো বেসরকারি চাকুরিজীবীগন দেয় অনেকে, পেশা যদি বেসরকারি চাকুরিজীবী হয় তাহলে NOC লাগবে, আপনার জন্য ভালো হবে Bachelors দেয়া

  4. ভাই পেশা শিক্ষক দিয়েছি কিন্তু আমি কওমি মাদ্রাসার শিক্ষক কোন আইডি কার্ড নেই, সে ক্ষেত্রে কি কোন সমস্যা হইবে?

  5. আমি সৌদি আরব যেতে চাচ্ছি। আমি ইন্টার পাশ।আপাতত টিউশনি করাই। পাসপোর্টে কোন পেশা দেব?? পেশার সাথে সৌদির ভিসা সম্পর্ক আছে কি??

  6. পূর্বে আমার এমআরপি পাসপোর্ট ছিল এবং সেখানে পুরাতন এনআইডি দেওয়া ছিল। এখন আমি পাসপোর্ট রিনিউ করতে চাই এবং তাতে যদি স্মার্ট কার্ডের নম্বর দিয়ে সাবমিট করি তাহলে কোন জটিলতায় পড়বো?? উল্লেখ্য আমি একটি কলেজের শিক্ষক।

    1. কোন সমস্যা নাই, তবে এনআইডির কোন তথ্য যদি পরিবর্তিত হয়ে থাকে এবং আপনি যদি পরিবর্তিত তথ্য নতুন ই পাসপোর্টে উল্লেখ করতে চান তাহলে আবেদনের সাথে একটি অঙ্গীকার নামা জমা দিতে হবে।

  7. আমি সরকারি হাইস্কুলের শিক্ষক। বিভিন্ন দেশে ভ্রমন করার জন্য পাসপোর্ট করতে চাই। সেক্ষেত্রে পেশা যদি চাকুরীজীবী দিই,তাহলে ভিসার সময় বার বার এনওসি নিতে হবে৷ যা পারা যাবে না। সেক্ষেত্রে আমি কি পেশা দিলে কোন সমস্যা হবেনা? পুলিশকে যদি ম্যানেজ করা যায়, পরবর্তীতে চাকুরীজীবনে বা ভিসা পেতে কোন সমস্যা হতে পারে? ধন্যবাদ

    1. অফিসিয়াল পাসপোর্ট আবেদনের জন্য নন অবজেকশন লেটার নিতে হবে, এবং প্রত্যেকটা দেশে ভ্রমণ করার পূর্বে সরকারি বিধি নিষেধ আরোপ করা থাকে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। আপনি যদি অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন তাহলে ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় নাও পড়তে পারেন। তবে এই ক্ষেত্রেও এন ও সি দিয়ে পাসপোর্ট এর আবেদন করতে হবে

  8. আচ্ছালামুয়ালাইকুম ভাই।
    আমার পাসপোর্ট আবেদন কপিতে Private Service দিয়েছি।কিন্তু পাসপোর্ট অফিস কর্মকর্তা Private Service কেটে দিয়ে Others পেশা দিয়েছেন সেক্ষেত্রে কি কোনো সমস্যা। জানতে পারলে উপকৃত হবো। ধন্যবাদ

  9. ভাই আমি আগের যখন পাসপোর্ট করেছিলাম,তখন আমি ছাত্র + একটা দোকানে কাজ করতাম,পার্সপোর্টে পেশা হিসাবে ছাত্র দিয়েছিলাম,এখন পড়াশোনা বাদ দিয়ে ওই দোকানে কাজ করছি,এখন আবার পার্সপোর্ট ইস্যু করতে হবে,এখন পেশা কি ছাত্র দিবো, নাকি প্রাইভেট সার্ভিস দিবো,জানলে উপকৃত হতাম ভাই

  10. আমি পোস্ট গ্রাজুয়েটেড ২০১৩ সালে। বর্তমানে আমার ইলেকট্রনিক পন্যের দোকান আছে এবং পাশাপাশি আইন বিষয়ে পড়ছি। আমার ২০১৫ সালে পাসপোর্ট করা ছিলো, যার
    মেয়াদ শেষ হয় ২০২০ সালে।
    আমার পাসপোর্টটি রিনিউ করতে চাচ্ছি। সেক্ষেত্রে পেশা কি ব্যবসায় দিবো।
    আর বর্তমানে আমার বাব-মা উভয়ই পরলোকগত। সেক্ষেত্রে তাদের তথ্য কিভাবে পূরণ করবো?
    জানালে উপকৃত হবো।

    1. পেশা ব্যবসায় দিতে পারেন৷ এটা তেমন কোন বিষয়না। আর রিইস্যুর ক্ষেত্রে যদি পিতা মাতার নামের পূর্বে মৃত শব্দটা দিতে চান তাহলে আবেদন করার সময় নামের বানানের পূর্বে LATE লাগায়ে দিবেন৷ এবং একটি সংশোধিত অঙ্গিকার নামা জমা দিতেন৷ তথ্য পরিবর্তন সংক্রান্ত

      1. আসসালামু আলাইকুম, আমি নতুন পাসপোর্ট এর অনলাইন আবেদনে, পেশা ব্যাবসা দিয়েছি এবং ব্যাবসার ডকুমেন্টস আমার মালিকের টা দিয়েছি সে ক্ষেত্রে পাসপোর্ট অফিসে / পুলিশ ক্লিয়ারেন্স এ কোনো সমস্যা হবে কিনা। এবং যদি সমস্যা হয় তাহলে পেসা পরিবর্তন করা যাবে কিনা দয়া করে আমাকে জানাবেন। পেসা যদি পরিবর্তন করতে হয়,এবং ফি যদি পরিবর্তন এর আগে জমা দেয়া হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে কিনা।

        1. সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয়ে থাকে তাহলে সংশোধন করতে বলা হবে, এবং এডি স্যারের সাথে কথা বলে পুনরায় সংশোধিত ডকুমেন্ট জমা দিতে পারবেন, এবং পুনরায় পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদন করতে পারবেন।

  11. আমি একটা ফোড বেকারি দোকানে কাজ করি, আমার পেশা কি হবে? আর এইখানে কোনো আইডি কার্ড নাই। যদি প্রাভেট সার্ভিস দেই আমার ডকুমেন্ট কি দিবো?

      1. আমি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ” সহকারী প্রধান শিক্ষক”। আমি পাসপোর্ট আবেদনে ভুল বসত Other পেশা দিয়েছি। এখন আমি এটা Cancel করে নুতন করে আবেদন করে,পেশা কৃষক দিতে চাই। কারন শিক্ষক পেশা দিলে কাগজ পএের ঝামেলা। বিষয় টি নিয়ে আমি বেশ চিন্তিত। কি করতে পারি।

        1. সাধারণত পেশা হিসেবে other দিলে আবেদনটি sent for local rework পাঠানো হয়, জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে other দেয়ার কোন দরকার নেই, sent for local rework আসলে পুনরায় পেশা পরিবর্তন করতে পারবেন, যদি আবেদনপত্র জমা না দিয়ে থাকেন তবে অনলাইন আবেদনটি বাতিল করার জন্য AD স্যারের বরাবর একটি দরখাস্ত লিখতে হবে

  12. ভাইয়া আমি একটা কম্পলায়েন্স ফ্যাক্টরিতে চাকরি করি সে ক্ষেত্রে পেশা কি দিতে পারি।
    আমি লেবার দিয়ে আবেদন করেছি।

  13. আমি চাকুরীর মধ্যবর্তী স্থানে আছি। যে প্রজেক্টে কাজ করতাম সরকার পতনের পর সেটি বন্ধ করে দেয়া হয়। সেটি আবার জানুয়ারি ২০২৫ এ শুরু হবে। এবং তখন আমি আবার কর্মে ফিরে যাব। এক্ষেত্রে পেশা কি দিব? উল্লেখ্য বর্তমানে কন্ট্রাক্ট নেই বা বেকার। পাসপোর্ট করাটাও জরুরি। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না।

      1. বর্তমান কাজের কাগজ চাইলে সেটি দিতে পারবনা যেহেতু কাজ নেই (বেকার)। এক্ষেত্রে প্রাইভেট সার্ভিস দিলে কোন সমস্যা হবে কি? উল্লেখ্য আমার MRP আছে, মেয়াদ শেষ। MRP তে প্রাইভেট সার্ভিস দেয়া ছিল। এখন যেহেতু MRP রিনিউ করা যায়না তাই ই-পাসপোর্ট করতে হবে। সাজেশন দিয়ে জানাবেন। ধন্যবাদ।

  14. আমি ২০২০ সালে স্নাতকোত্তর শেষ করেছি,বর্তমানে বেকার, র্পাসপোর্টে বেকার বা Unemployment লেখা থাকলে ভিসা প্রসেসিংয়ে কোনো সমস্যা হতে পারে কি ?

  15. আমার জন্মস্থান ও স্হায়ী ঠিকানা এক যায়গা আর এনআইডি কার্ড এর বর্তমান ও স্হায়ী ঠিকানা অন্য জেলায় এখন আমি পাসপোর্ট এর জন্য কোন ঠিকানা দিব,ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট এর জন্য আপ্লাই করবো নাকি পরিবর্তন ছাড়াই পাসপোর্ট করে এনআইডি কার্ড এর তথ্য পরিবর্তন করবো।

    1. প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করুন তারপরে পাসপোর্ট করার জন্য আবেদন করুন

  16. আমি একজন ফ্রীলেন্সার। আমার বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত ফ্রীলেন্সার আইডি কার্ড আছে। আমি মূলত অস্ট্রেলিয়ান একটা কোম্পানীতে একজন ওয়েভ ডেভেলপার হিসেবে কাজ করি। এটাকে রিমোট জব ও বলা হয়। আমি পাসপোর্ট করার সময় পেশা হিসেবে কি দিতে পারি??

  17. আমার বাবা মারা গেছে হজ্জ মা র জন‍্য পাসপোর্ট করতে গেছি দালাল ছাড়া তিনবার ফেরত দিছে
    পেশা house wife দিছি
    বৈবাহিক অবস্থা married দিছি
    এখন বলে widow দিতে কিন্তু অনলাইনে এমন কোন অপশন কি আছে জানতে চাই?

    1. বৈবাহিক অবস্থা অবশ্যই Widow দিতে হবে কেননা আপনার পিতা বেঁচে নেই সেহেতু আপনার মা বিধবা, আর পাসপোর্ট আবেদন করতে গেলে Widow অপশনটি খুঁজে পাওয়া যাবে,

  18. ভাই আমি student পাসপোর্ট আবেদন পেশা private service দিয়েছিলাম পরে সেটা বাতিল করে sir unemployed দিয়ে সংসদন করতে বলে আমি সেখানে student লিখে আবেদন জমা দেই,কিন্তু ছবি ফিঙ্গার দেওয়ার পর স্লিপে দেখি unemployed দিয়েছে, এখন আমি কি করব???জানালে ভালো হত

    1. এটা তেমন কোন সমস্যা নয়, পুলিশ ভেরিফিকেশনে আপনার কোন সমস্যা হবে না. তবে আপনি চাইলে আবেদনটি বাতিল করতে পারবেন যতক্ষণ পর্যন্ত পাসপোর্টটি প্রিন্টে না যায়, অথবা পুলিশ ভেরিফিকেশন আসলে নেগেটিভ রিপোর্ট করে নিবেন, তারপর আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে পারেন

  19. ই-পাসপোর্টে নাম ভুল আছে। জাতীয় পরিচয়পত্রে ও একই ছিলো। জাতীয় পরিচয়পত্র সংশোধন করিয়েছি। এখন পাসপোর্ট কারেকশনে যাবো। আগেরটা যখন করিয়েছিলাম তখন একটা প্রাইভেট কোম্পানীতে ছিলাম। এখন আপাতত কোনো চাকরী করছি না। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে কাজের জন্য। সেক্ষেত্রে জিজ্ঞাসা হলো,
    -> আমি এম্পলয়মেন্ট স্ট্যাটাস যদি “আনএমপ্লয়েড” দেই কোনো প্রবলেম আছে কিনা?
    -> আনএমপ্লয়েড দিলে আগের কোম্পানির রিলিজ লেটার লাগবে কিনা?
    -> অঙ্গীকারনামায় এই পরিবর্তন উল্লেখ করতে হবে কিনা?
    দয়া করে উত্তরটা পেলে খুব উপকৃত হতাম।
    ধন্যবাদ।।

    1. হ্যা জাতীয় পরিচয়পত্র সংশোধিত তথ্য দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন, সংশোধিত তথ্যগুলো অঙ্গীকার নামায় উল্লেখ করতে হবে, আর পেশা ক্ষেত্রে আন আনএমপ্লয়ি দিলে কোন অসুবিধা নেই

  20. ভাই আমার একটা পাসপোর্ট আছে আবার রিনিউ করতে দিবো কিন্তু পেশা কি দিবো যেহেতু আমি সৌদিতে টাইলস মিস্ত্রির কাজ করি। সেক্ষেত্রে লেবার দিয়ে ইকামা আইডি ফটোকপি দিলেই হবে না কি দিলে ভালো হয়??

  21. ভাইয়া আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি কিন্তু এখন আর পড়তেছিনা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি এখন আমি একটা এই ই-পাসপোর্ট বানাতে চাইছিলাম তো আমার পেশা যদি আন ইমপ্লয়েড দেই তাহলে কি কোন ডকুমেন্ট দেওয়া লাগবে? বা কোনো সমস্যা হবে নাকি জানাবেন প্লিজ!

  22. আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন পাসপোর্ট করতে চাই।আমি মাস্টার্স কমপ্লিট করেছি ২০২০ সালে। প্রাইভেট চাকরি করেছি বর্তমানে বেকার।আমি ইউরোপে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে আমার পাসপোর্টে পেশার জায়গায় স্টুডেন্ট দিবো নাকি আনএমপ্লয়েড দিলে ভালো হবে।আর কোনটা দিলে কি কি ডকুমেন্টস লাগবে,জানালে উপকৃত হবো।

    1. পাসপোর্ট এর পেশা প্রমাণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট প্রোভাইড করতে হয় যেমন প্রাইভেট সার্ভিস অথবা সরকারি চাকরি ক্ষেত্রে. আপনার ক্ষেত্রে পেশা হিসেবে আন এমপ্লয়েড দিতে পারেন

  23. Hello ভাই,

    Online এ ঘাটাঘাটি করে আপনার ব্লগ টি পেলাম। আমি নতুন e-passport apply করেছি এবং off-line এ sonali bank এ গিয়ে pay করে এসেছি। আমি ৬ তারিখে passport office যাবো।

    আমার কিছু প্রশ্ন আছেঃ

    ১। আমি পেশা দিয়েছি Bachelor। আমি এখন বেকার কিছুই করছি না তাই Bachelor দিয়েছি। শুনেছি Unemployed দিলে নাকি বেকারত্বের সনদ লাগে। তাই bachelor দিয়েছি।

    ২। আমার মা বাবার NID card এর সাথে আমার NID card সম্পুর্ন মিল। শুধু আমার academic certificate এর সাথে মা বাবার nid card মিল নেই (আমার নাম আর বয়স মিল)। সুতরাং আমার NID card + Birth certificate এবং মা বাবার NID card + birth certificate সব কিছুই ঠিক আছে। এখন কি আমি আমার certificate show করাতে পারবো?

    আমি ২০১৮ সালে HSC শেষ করে আর পড়াশোনা করি নাই সুতরাং এখন Bachelor select করা টি কি সঠিক হয়েছে?

    আশা করি উত্তর টি দিবেন।

    ধন্যবাদ
    সঞ্জয় মন্ডল

  24. Hello ভাইয়া আমার প্রশ্নের উত্তর টি দিন প্লিজঃ

    আমি ২০১৮ সালের HSC পাশ এখন আপাতত কিছুই করছি না। বেকার বলতে পারেন। আমি passport এর পেশা selection এ bachelor দিয়েছি। আমার সব ডকুমেন্ট ঠিক আছে এবং মা বাবার NID card এর সাথেও মিলছে। কিন্তু আমার certificate এর সাথে শুধু মা বাবার nid card এর সাথে নামের মিল নাই এখন কি আমি certificate show করাতে পারবো?

    আর পেশা bachelor দেওয়া কি ঠিক হয়েছে? অনেকে বলছে এটা দিলে নাকি সমস্যা করে?

    1. নির্দিষ্ট ব্যক্তি পেশা ব্যতীত অন্য কোন পেশা পাসপোর্ট ইস্যুতে তেমন কোন কার্যকর ভূমিকা পালন করে না. আপনার পাসপোর্ট হবে আপনার এনআইডি অনুযায়ী, আপনার এন আইডিতে আপনার পিতা মাতার নাম যা রয়েছে তা যদি আপনার পিতা মাতার এন আইডি তে থেকে থাকে তাহলে কোন সমস্যা হবে না

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।