ভিসা ও ইকামার ফি বাড়ালো সৌদি
সম্প্রতি ভিসা ও ইকামার ফি বৃদ্ধি করেছে সৌদি আরব। ২০২৫ সাল থেকে এই নতুন ফি কার্যকর হবে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের (Absher) বিজনেস প্ল্যাটফর্ম জানিয়েছে।
আবশেরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি ১০৩.৫ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়নের ফি ৫১.৭৫ রিয়াল এবং স্থায়ীভাবে দেশত্যাগের ভিসার ফি ৭০ রিয়াল করা হয়েছে।
এছাড়াও, পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে ৬৯ রিয়াল এবং কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার জন্য ২৮.৭৫ রিয়াল ফি দিতে হবে। এই ফি বৃদ্ধির ফলে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের ওপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আবশের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য। নিয়োগকর্তারা কর্মীদের জন্য যে বার্ষিক প্যাকেজ প্রদান করে থাকেন, তার অন্তর্ভুক্ত নয়।
ভিজিট ভিসায় সৌদি আরব গিয়ে ‘গায়েব’ হওয়ার ঘটনা রোধে আবশের প্ল্যাটফর্মে নতুন একটি সেবা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে ভিজিট ভিসাধারী ‘গায়েব’ হলে তার স্পন্সর একটি রিপোর্ট দাখিল করতে পারবেন।
এই সেবার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে। একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।
আবশের কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন সেবা সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সৌদি আরবের এই পদক্ষেপ দেশটির অর্থনীতিতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে প্রবাসী কর্মীদের ওপর এর প্রভাব নেতিবাচক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র:
- আবশেরের ওয়েবসাইট
- আবশেরের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট
- সৌদি গেজেট
- গালফ নিউজ