পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন , তারিখ ১৩ ডিসেম্বর ২০২২- স্মারক নং-৫৮,০০.০০০০,০৪৩.৩২.০০৭১৭ (অংশ)১৫৮

বিষয়ঃ পাসপোর্টে প্রদন্ত তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যু এর আবেদনসমুহ নিস্পত্তিকরণ।

১। তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যু এর আবেদনসমুহ নিস্পত্তি সংক্রান্ত নির্দেশনা নিমরূপঃ

বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে,অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে; প্রয়োজনে জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/কারিগরি/উন্মুক্ত ‘বিশ্বিদ্যালয় ও সমমান-এর যে কোন একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে।আবেদনপত্রের সাথে অধিদপ্তরের ওয়েবসাইটসংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অন্দীকারনামাযথাযথভাবে পুরণ ও স্বাক্ষরপূর্বক দাখিল করতে হবে।

০২। সুরক্ষা সেবা বিভাগ হতে ২৮/০৪/২০২১, ০৯/১২/২০২১ এবং ০৩/১১/২০২২  তারিখে জারীকৃত এতদসংক্রানত’ পরিপত্রসমুহ এতদ্বারা বাতিল করা হলো।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২৪

তারিখ ০৪ ফেব্রুয়ারি ২০২৪-

বিষয়ঃ ই-পাসপোর্ট থেকে স্বামী/স্ত্রীর নাম অপসারণ, দন্তক সন্তানের ক্ষেত্রে LEGAL GOURDIAN এর নাম অন্তর্ভুক্তকরণ ও QR CODE’ অপসারণ প্রসঙ্গে।

সুত্রঃ ক) সুরক্ষা সেবা বিভাগ, স্বর মন্রণালয়ের স্মারক নং-৫৮,০০,০০০০.০৪৩.৯৯.০০১.২৩.৬২; তারিখঃ ০৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ
খ) ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন বাবস্থাপনা শীর্ষক প্রকল্পের স্মারক নং- ই-পাসপোর্ট/প্রকল্প/সফটওয়্যার/২০২৪/৫০; তারিখ: ১৮/০১/২০২৪ খ্রিঃ

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের আলোকে জানানো যাচ্ছে যে, ই-পাসপোর্টের Personal Data and Emergency Contact page -4 Spouse শব্দটিকে Legal Guardian শব্দ দ্বারা প্রতিস্থাপন, QR Code অপসারণ এবং Address অংশে
দুই লাইনের পরিবর্তে তিন লাইন সংযোজনের (প্রতি লাইনে ৪৮ ক্যারেক্টার) প্রযোজ্য সংশোধনীর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে; যা
০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর হবে।

০২। ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দের পূর্বে এনরোলমেন্ট সম্পন্নকারী আবেদনকারীগণের Delivery Skip এ SPOUSE NAME
উল্লেখ থাকলেও ০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে পার্সোনালাইজেশনকৃত ই-পাসপোর্টের Personal Data and Emergency Contact Page এ Spouse Name এর পরিবর্তে Legal Guardian’s Name অপশনটি থাকবে।

০৩। ই-পাসপোর্টে Legal Guardian অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে নিয়ে উল্লিখিত কাগজপত্রাদি গ্রহণপূর্বক আবশ্যিকভাবে
স্ক্যান করতে হবে।
ক) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে Legal Guardian – এর অনাপত্তি সনদ (NOC)
খ) Legal Guardian এর জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের কপি।

Similar Posts

2 Comments

  1. আসসালামু আলাইকুম
    আমি আমার পাসপোর্ট এ ভুল করে আমার wife এর ডাক নাম দিয়ে দিসি।এখন নাম টা পরিবতন করতে চাই। এখন আমার কি কি কাগজ লাগবে?

    1. যদি আবেদনটি পাসপোর্ট অফিসে জমা না দিয়ে থাকেন তাহলে আবেদনটি বাতিল করে পুনরায় সঠিক তথ্য দিয়ে আবেদন করুন.
      যদি আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে থাকে এবং হাতে পেয়ে থাকেন তাহলে নতুন করে ইস্যু করতে পারেন, এজন্য পুনরায় পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে এবং অঙ্গীকার নামায় সংশোধিত তথ্য উল্লেখ করতে হবে, পাসপোর্ট ইস্যু করার জন্য পুনরায় ফি প্রযোজ্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।