ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা
ইতালি প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট নবায়ন, হারিয়ে ফেলা বা নষ্ট হওয়ার কারণে নতুন পাসপোর্ট না পেরে ভোগান্তিতে পড়ছেন। কারণ ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু না থাকায় তাদেরকে দেশে ফিরে যেতে হয়। আর এই সমস্যা সমাধানের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর ইতালিতে ই পাসপোর্ট সেবা চালু করেছে। এখন থেকে খুব সহজেই ইতালি এম্বাসী বসে নাগরিকরা ই পাসপোর্ট এর যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
ই-পাসপোর্ট হলো একটি ডিজিটাল পাসপোর্ট। এটিতে একটি ইলেকট্রনিক চিপ থাকে যাতে পাসপোর্টধারীর ছবি, ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য তথ্য সংরক্ষিত থাকে। ই-পাসপোর্ট ব্যবহার করে দ্রুত এবং সহজেই পাসপোর্ট চেক করা যায়।
ইতালিতে দুই লাখ বিশ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। ইউরোপের অনেক দেশে ই-পাসপোর্ট সেবা চালু থাকলেও ইতালিতে নেই। অথচ ইতালিতে ই-পাসপোর্ট বহনকারীর সংখ্যা হাজার হাজার। এতে করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ভোগান্তিতে পড়ছেন।
ইউরোপে প্রবেশ করার পর অনেক বাংলাদেশি ইতালিতে বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে ইতালিতে আসেন। এদের মধ্যে অনেকের ই-পাসপোর্ট হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা নবায়ন করতে হয়। কিন্তু ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু না থাকায় তারা নতুন পাসপোর্ট করতে পারেন না। এতে করে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন।
গত ১৭ জুন সময় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিদের এই সমস্যা তুলে ধরা হয়। সংবাদে ভুক্তভোগীদের বক্তব্যও তুলে ধরা হয়। এরপর ইতালি প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে সময় টেলিভিশনের মাধ্যমে আবেদন জানান।
এরই ধারাবাহিকতায় ইতালির রোম বাংলাদেশ দূতাবাস সোমবার (৩ জুলাই) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর ২০২৩ থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ।
ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালুর জন্য বাংলাদেশ সরকার ইতালির সরকারের সাথে কাজ করছে। রোমস্থ বাংলাদেশ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে।ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হলে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট নবায়ন, হারিয়ে ফেলা বা নষ্ট হওয়ার ক্ষেত্রে আর ভোগান্তি পোহাতে হবে না। তারা দেশে ফিরে যেতে হবে না। দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।