ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন: প্রক্রিয়া এবং করনীয়
একটি নতুন ই পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্টটি হাতে পাওয়ার মধ্যে কয়েকটি ধাপ অতিক্রম হয়. এর মধ্যে হল পুলিশ ভেরিফিকেশন অন্যতম। এই পুলিশ ভেরিফিকেশন যতটা দ্রুত সম্পন্ন হবে পাসপোর্ট এর অ্যাপ্রভাল ততো দ্রুত পাওয়া যাবে এবং হাতে পাওয়া যাবে পাসপোর্ট এর কপি। ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সাধারণত কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়াগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হবে এবং ভেরিফিকেশন এর সময় আপনাদের কি কি করণীয় , ভেরিফিকেশন করতে কোন টাকা লাগে কিনা এগুলো জানানোর চেষ্টা করব।
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কী?
পুলিশ ভেরিফিকেশন হলো একটি প্রক্রিয়া যেখানে পুলিশ একজন ব্যক্তির প্রদত্ত তথ্যাদির সত্যতা যাচাই করে। ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের সময় স্থানীয় থানার একজন এসআই প্রার্থীর নিচের কয়েকটি তথ্য যাচাই করে থাকে-
- আবেদনকারীর জাতীয়তা ( অর্থাৎ বাংলাদেশের নাগরিক কিনা)
- স্থায়ী ও অস্থায়ী ঠিকানা
- কর্মসংস্থান
- পারিবারিক অবস্থা
- আদালতে তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা আছে কি না ইত্যাদি তথ্য যাচাই করে।
- পূর্বে কোন মামলা থেকে থাকলে সেই মামলা খারিজ হয়েছে এই মর্মে তথ্যাদি যাচাই করে।
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হতে কত সময় লাগে?
পুলিশ ক্লিয়ারেন্সের প্রক্রিয়াটি দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। আবার অনেক অনেক ক্ষেত্রে কিছু জটিলতার কারণে এটি দীর্ঘদিন লেগে যেতে পারে। তবে সর্বোচ্চ ১৯ থেকে ২০ দিনের মধ্যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায়।
আপনার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স যদি দ্রুত হয়ে যায় এবং ক্লিয়ারেন্স রিপোর্ট যদি ঢাকা পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয় তাহলে খুবই দ্রুত পাসপোর্ট অফিসের একজন Assistant Director/ Deputy Director আপনার পাসপোর্টের কাগজপত্র পরীক্ষা করে চূড়ান্তভাবে পাসপোর্ট এর অনুমোদন প্রদান করবে।
পুলিশ ভেরিফিকেশনের জন্য সব কাগজপত্র জমা দেয়ার পরে অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যদি অনলাইন স্ট্যাটাস পরিবর্তন না হয় তাহলে Hello SB মোবাইল এপ ব্যবহার করে আপনার পাসপোর্ট রেফারেন্স নাম্বার ও বিস্তারিত লিখে অভিযোগ দায়ের করতে পারবেন।
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কি কি লাগে
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এখানে আবেদনকারীর এমন একটা ভূমিকা নেই বললে চলে। থানা থেকে একজন নির্ধারিত পুলিশ কর্মকর্তা আবেদনকারী ব্যাপারে সততা যাচাই করবে। এ ব্যাপার তার ব্যক্তিগত এবং আনুষঙ্গিক তথ্য অনুসন্ধান করার জন্য আবেদনকারী জাতীয় পরিচয় পত্র এবং নাগরিক সনদ চাওয়া হতে পারে।
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া
পাসপোর্ট আবেদনের পরে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় যখন আপনি পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করতে যাবেন তখন আপনাকে Enrolment Pending SB Police verification মেসেজটি দেখানো হবে ,
এর পরে ধরে নিতে হবে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এর জন্য অপেক্ষমান। এরপরে আপনার স্থায়ী ঠিকানার স্থানীয় থানার একজন এসআই পাসপোর্ট আবেদনের ২ থেকে ৪ কর্মদিবসের মধ্যে আপনার নাম্বারে কল দিবেন। এবং আপনার সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসা করতে পারেন, এছাড়াও সরাসরি আপনাকে দেখা করতে থানায় হাজির করতে বলা হতে পারে। এবং সাথে পাসপোর্ট এর জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যেমন
- পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি ( থাকলে)
- নাগরিক সনদ
- জাতীয় পরিচয়পত্র
- পূর্বে কোন মামলা থাকলে সেই মামলার খারিজ সম্পর্কিত নথি
এই সমস্ত ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন। সমস্ত তথ্যের মেইন কপি এবং ফটোকপি সাথে নেওয়া ভালো, কারণ ফটোকপি থানায় জমা দিয়ে রেখে আসতে হতে পারে।
ই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য করনীয় বিষয়গুলো নিম্নরূপ:
- সঠিক তথ্য প্রদান করা (পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে। কোনো ভুল তথ্য প্রদান করলে পাসপোর্ট প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বা বাতিল হতে পার)
- প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা (পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কাগজপত্রের অভাবে পাসপোর্ট প্রক্রিয়া বিলম্বিত হতে পারে)
- পুলিশ ভেরিফিকেশনের সময় সহযোগিতা করা ( পুলিশ ভেরিফিকেশনের সময় প্রার্থীকে পুলিশের সাথে সহযোগিতা করতে হবে। পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে)
- সাধারণভাবে পুলিশ ভেরিফিকেশন এর ক্ষেত্রে কোন টাকা পয়সা দেয়ার প্রয়োজন হয় না, আপনার কাছে যদি কোন কর্মকর্তা টাকা পয়সা দাবি করে থাকে তাহলে সেটি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে আপনি যদি চান আপনার পুলিশ ভেরিফিকেশনটি দ্রুত হবে তাহলে কিছু টাকা পয়সা খরচ করে যথাযথ দ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বের করে ফেলতে পারেন। তবে এটি রেকমেন্ডেট না।
পুলিশ ক্লিয়ারেন্স নেগেটিভ আসলে করণীয় কি? এবং নেগেটিভ আসার কারণ
বেশ কয়েকটি কারণে আপনার ই পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট আসতে পারে। প্রথমেই আপনাকে নিজেকে ধরে নিতে হবে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় আপনি আপনার করণীয়গুলো সম্পূর্ণরূপে করেছেন কিনা। যদি কোন ভাবে আপনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে সেটির বিপরীতে আবেদন করে বিষয়টি সমাধান করতে পারবেন। তবে প্রথমে জেনে নেওয়া যাক কি কি কারণে পুলিশ ক্লিয়ারেন্স নেগেটিভ আসেঃ
নেগেটিভ আসার কারণ
- ঠিকানা ভুল: যদি আপনার দেয়া ঠিকানা বাস্তব না হয় বা আপনার বাসায় কেউ আপনাকে চিনতে না পারে, তাহলে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে।
- বর্তমান ঠিকানা অনুযায়ী না পাওয়া যাওয়া: যদি আপনার দেয়া বর্তমান ঠিকানা অনুযায়ী পুলিশ আপনাকে না খুঁজে পায়, তাহলেও পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে।
- ফৌজদারী মামলা: আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারী মামলা থাকে, তাহলে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে।
- পূর্ববর্তী মামলার খারিজ হওয়ার তথ্য প্রদান না করাঃ আপনার বিরুদ্ধে যদি পূর্বেই কোন মামলা থেকে থাকে এবং সেই মামলা যদি খারিজ হয়ে থাকে তাহলে সেই খারিজ হওয়ার ডকুমেন্ট আপনাকে থানা জমা দিতে হবে, যদি না করেন তাহলে আপনার ভেরিফিকেশন নেগেটিভ হবে।
- ভুল তথ্য প্রদান: আপনার দেয়া যেকোনো তথ্য যদি ভুল হয়, তাহলেও পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার পেশা ভুল বলেন, তাহলে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসতে পারে।
পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ আসলে পাসপোর্ট স্টাটা যাচাই করলে Enrolment Pending SB Police verification এর বদলে Sent for Rework লেখা আসবে তাহলে ধরে নিতে হবে আপনার রিপোর্টটি নেগেটিভ।
নেগেটিভ আসলে করণীয়
পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসলে করণীয় কাজগুলি হলো:
- প্রথমে আপনাকে পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আদেশের কারণ জানতে হবে। আদেশটিতে কারণ উল্লেখ করা থাকে। কারণটি জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনে কী ধরনের ভুল আছে বা কী ধরনের কাগজপত্রের অভাব আছে।
- কারণটি জানার পর আপনাকে ভুল সংশোধন করতে হবে। যদি আপনার আবেদনপত্রে কোনো ভুল থাকে, তাহলে সেই ভুল সংশোধন করুন। যদি কোনো কাগজপত্রের অভাব থাকে, তাহলে সেই কাগজপত্র সংগ্রহ করুন।
- ভুল সংশোধন করার পর আপনি পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আবেদনপত্রে ভুল সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করুন।
আপনি যদি ভেরিফিকেশন এর জন্য পুনরায় আবেদন করেন তাহলে আপনাকে একটি দরখাস্ত লিখিত আকারে পাসপোর্টের সহকারী পরিচালক এর নিকট পাঠাতে হবে। এবং দরখাস্তে আপনার পাসপোর্ট এর রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার জন্ম তারিখ, এবং আপনার বিস্তারিত তথ্যগুলো উল্লেখ করুন। উদাহরণঃ
বরাবর
সহকারী পরিচালক
বিভাগীয় পাসপোর্ট অফিস, ঢাকা ।
বিষয়ঃ ভুল সংশোধন পূর্বক পূণঃ পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে।
জনাব
যথাযথ সম্মান এর সাহিত বিনীত নিবেদন এই যে; আমিঃ আব্দুল জব্বার হাওলাদার, পিতাঃ আঃ মতিন . মাতাঃ আলেয়া বেগম, গ্রামঃ মাধবপাশা, ডাকঘরঃ মাধবপাশা, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল। পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার 4001-0000…….. / OID: 1234xxxx….. জন্ম তারিখঃ ০২/০৮/১৯৯৮ ইং।
ই পাসপোর্ট আবেদনে আমার ………………..ভুল হওয়ার কারনে পুলিশ ক্লিয়ারেন্স নেগেটিভ আসে। নেগেটিভ আসার কারণগুলো আমি পর্যালোচনা করেছি এবং নিজের ভুল স্বীকার করে কারণগুলো সংশোধন করতে সক্ষম হয়েছি।
অতএব, এ প্রেক্ষিতে উক্ত আবেদনের………………. পূনঃ পুলিশ তদন্ত পাঠাতে অনুরোধ জানাচ্ছি।
বিনীত
নাম
মোবাইল নাম্বার:
আমি আমার মা এর জন্য পাসপোর্টের আবেদন করি। উনার পিতার NID কার্ড দিয়েছি কিন্তু মাতার NID কার্ড না পাওয়ায় মাতার NID কার্ড দেওয়া হয়নি। পাসপোর্ট অফিসেও এটা নিয়ে ঝামেলা করেনি, কিন্তু ঝামেলা করছে পুলিশ ভেরিফিকেশনে। উনার মা এর বয়স ৮০ বছরের বেশি এবং জন্ম নিবন্ধন ও নাই। তাহলে কি আমার মা এর পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসবে?
সাধারণত কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে কিংবা মামলার তারিখ থাকলে অথবা মামলার জামিন থাকলে ওই ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ হয়, এন আইডি কার্ড সংক্রান্ত তথ্যের ভেরিফিকেশন করার জন্য আপনার মায়ের বাবা বাড়ির ইউনিয়ন থেকে প্রত্যয়ন পত্র নিয়ে পুলিশের কাছে জমা দিলে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে
Na kotha jabe na phone call e sob vitrification hobe
ফোনের মাধ্যমে কোন ভেরিফিকেশন সম্পন্ন হয় না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ কর্মকর্তার সাথে দেখা করে সব কাগজ জমা দিতে হবে
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন চারদিন ধরে অপেক্ষা করছি কবে আসবে ফোন
ধৈর্য ধরুন অপেক্ষা করুন. ভেরিফিকেশন সংক্রান্ত সহায়তার জন্য Hello Sb তে অভিযোগ করুন
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিজ থানায় আসে নাকি নিজ জেলায় পুলিশ সুপার কাযালয়ে যেতে হবে আর কয়দিন পরে আসে
পাসপোর্ট আবেদন করার সময় আপনি যে ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানার উপজেলা থানায় যাবে
আমার পাসপোর্ট যে দিন হাতে পেয়েছি ওই দিন পুলিশ ভেরিফিকেশনের জন্যে এসবি অফিস থেকে কল করেন। এখন আমার করনীয় কি???
পুলিশ ভেরিফিকেশন ব্যতীত নতুন পাসপোর্ট কখনো সম্ভব না
ই পাসপোর্টের ভেরিফিকেশনের জন্যে পুলিশ কি শুধু আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানায়ই যাবেন? নাকি আমার বিশ্ববিদ্যালয়েও যেতে পারেন? আমি একজন শিক্ষার্থী ।
আপনার নামে কোন ফৌজদারি মামলা রয়েছে কিনা, আপনার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা যাচাই করবেন আর কিছুই না
কোন ব্যক্তির নামে মামলা থাকলেও সে পাসপোর্ট পাবে এই বিষয়ে কোন সার্কুলার কি দেওয়া যাবে। DB Robiul Islam এর ফেইজবুক পেইজে এই তথ্যটি শেয়ার করা হয়েছে।
এ বিষয়ে আমাদের নিকট কোন তথ্য নেই
আসসালামুয়ালাইকুম ভাই আমার ছেলের ভেরিফিকেশনে পুলিশ এসেছিলো সব কাগজ দিয়েছি জন্ম সনদ আমাদের ভোটার আইডি কার্ড কিন্তু বাচ্চার নাগরিক সনদ দিতে পারি নাই
কারণ খোঁজ করে বাসায় পাইনি
এখন কি কোন সমস্যা হবে
যদি পুলিশ মহদোয় না নিয়ে থাকে তাহলে আর কোন সমস্যা হবেনা৷ আর যদি সমস্যা হয় তাহলে পুনরায় ভেরিফিকেশন এর জন্য আবেদন করবেন৷ সাথে একটি নাগরিক সনদ নিবেন পরিষদ কার্যালয় থেকে
ফৌজদারি কোন মামলার কারনে নেগেটিভ আসলে পরবর্তী করনীয় কি???
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে,
আমার ভোটার আইডি কার্ডের সাথে সব কিছু মিল রেখে পাসপোর্ট করেছি।
আমার আইডি কার্ডে পিতার নাম আশরাফ খাঁন, কিন্তু বাবার আইডি কার্ডে আশরাফ খাঁন এর পর আসকির আছে,কিন্তু আমার আইডি কার্ডে আসকির নেই, এই ক্ষেত্রে কোন সমস্যা হবে কি বিদেশ যাওয়ার সময়।
আরেকটি কথা ভোটার আইডি কার্ডে যে পোস্টকোড এটি অনলাইন সার্ভারে নেই এর জন্য আমি পাশের ডাকঘরের পোস্টকোড দিয়েছি এই ক্ষেত্রে কি কোন সমস্যা হবে।
আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্ট সঠিক থাকলে কোন সমস্যা হবে না, আর পোস্ট কোড এর ক্ষেত্রে কোন সমস্যা নেই
আমার স্থায়ী ঠিকানায় আমাদের কোনো ভূসম্পত্তি নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। পাড়ার সকলেই আমাদেরকে চেনেন। আমার বাবার ভোটার ঐ ঠিকানায়,আমার ভোটার ঢাকায়। সে ক্ষেত্রে আমার পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে।
আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাই আপনার ভেরিফিকেশন হবে
আচ্ছা আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি আলাদা আলাদা হয় তাহলে আমার ভেরিফিকেশন কোন জায়গায় হবে আর যদি উভয় জায়গায় হয় তাহলে কি আমার দুই জায়গাতেই থাকতে হবে আর পুলিশ কখন ভেরিফিকেশন করতে আসবে তা আমি কিভাবে জানব ধরেন আমি যে কোন কাজে একটু বাইরে আছি আর সেই সময় যদি পুলিশ এসে পড়ে তাহলে আমি কি করবো দুই জায়গাতেই ভেরিফিকেশন এর আগে কি আমি কোন নোটিশ পাবো বা পুলিশের তরফ থেকে কোন কল পাব যে তারা আসবে এতে হলে আমি উভয়
জায়গাতেই উপস্থিত থাকতে পারি
উভয় স্থানেই আপনার পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হবে। প্রথমে থানা থেকে একজন এস আই ফোনের মাধ্যমে আপনার বিষয়ে নিশ্চিত হবেন, এরপরে কাগজপত্র নিয়ে তারা আপনাকে থানায় যেতে বলতে পারে।
ভাইয়া পাসপোর্ট করার জন্য পাসপোর্ট এর আবেদনপত্রের সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলে সর্বোচ্চ ১৫ দিনে পাসপোর্ট পাওয়ার একটা টার্ম দেখলাম সরকারি পাসপোর্ট এর ওয়েবসাইটে। এখন আবেদনপত্রের সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে পাবো?? পদ্ধতি কি যদি জানাতেন।
pcc.police.gov.bd ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে পারবেন
আমি আমার মেয়ের জন্য পাসপোর্ট এর আবেদন করা হয়েছে । তার জন্ম ও এনাইডি চট্টগ্রামে ভাড়া বাসায় থাকে । কিন্তু স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি নাটোর আমার মেয়ের কি সেখানে হাজির থাকতে হবে পুলিশ ভেরিফিকেশন এর জন্য ।বাড়িতে আমার ভাই বসবাস করে আমার জায়গা জমি দেখা শোনা করে তাঁর কাছে যা জানতে চাইলে তিনি বললে তা হবে কিনা
স্থায়ী ঠিকানায় ভেরিফিকেশন বাড়ি পর্যন্ত পৌছাবে, এ ক্ষেত্রে একজনের থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবে, সে ক্ষেত্রে আপনার ভাইয়ের মাধ্যমে পুলিশকে কাগজপত্র দিলেই হবে। প্রার্থী কে উপস্থিত থাকতে হবেনা
আমার এনআইডিতে স্হায়ী ঠিকানার উপজেলার নাম ভুল আসছে, বাকি সব ঠিক আছে।
এখন পাসপোর্টের জন্য আবেদন করলে পুলিশ ভেরিফিকেশনে কি ঝামেলা হবে?
পুলিশ কি পাসপোর্টে দেয়া ঠিকানায় ভেরিফিকেশন করে নাকি এনআইডির ঠিকানায় করে? জানালে উপকৃত হতাম।
পাসপোর্ট এর সাথে এনআইডির তথ্যের গরমিল থাকলে ব্যাকএন্ড ভেরিফিকেশন রিজেক্ট হবে, এর পরেরটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এজন্য প্রথমেই জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করে আবেদন করুন
Check application statusSent for Rework
Application sent for rework
Dear MD RIDOY MIA, Your e-Passport application is sent for rework/correction to the local passport office. Please contact with your regional passport office. আমার পুলিশ ভেরিফিকেশন কি নেগেটিভ এসেছে অনুগ্রহ করে জানাবেন প্লিজ।
এরকম স্ট্যাটাস দেওয়ার মানে হল আপনার আবেদনের কোন তথ্যে ভুল রয়েছে, অথবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনি পাসপোর্ট অফিসে গিয়ে এডি স্যারের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিবেন
পুলিশ ভেরিফিকেশন কি নিজ থানাতে হয়ে থাকে?
নাকি নিজ জেলার যেকোনো থানায় হয়ে থাকে।
আমার পুলিশ ভেরিফিকেশন নিজ থানা থেকে কল আসে নাই, সদরের এক থানা থেকে কল আসছে।যেটা আমার এলাকা থেকে অনেক দূরে।
এটার করণীয় কি?
আবদেন অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানার থানা থেকে ভেরিফাই হবে। স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আলাদা আলাদা হলে প্রত্যেক যায়গা আলাদা ভাবে ভেরিফাই হবে। আগে আবেদন দেখুন কোথাও ভূল আছে কিনা
এনআইডি অনুযায়ী পিতা ও মাতার নামের পূর্বে হাজী এবং মোসা: লেখা রয়েছে, পাসপোর্টে তাদের নামের পূর্বে হাজী এবং মোসা: দিতে হবে কিনা??
পিতা-মাতা অনেক বছর আগে ইন্তেকাল করেছেন এবং তাদের এনআইডি সংগ্রহে নেই
আপনার এনআইডি অনুযায়ী আবেদন করতে হবে। পিতা মাতা মৃত হলে সমস্য নেই। পাসপোর্টে পিতা মাতার তথ্য উল্লেখ থাকেনা।
২৩/৬/২৪ আমার ভাগ্নী এবং আপার পাসপোর্ট করার জন্য দিয়েছি। আপার পাসপোর্ট অফিসে আসছে
৭/৭/২৪। এদিকে ৪ দিন আগে ভাগ্নীর পুলিশ ভেরিফিকেশন অফিসারকে SB অফিসে খুজে বের করে কাগজপত্র এবং বকশিস হিসাবে টাকা দেই ৪/৭/২৪ এবং বলে আজকেই করে দিব। আবার ফোন করি ৬/৭/২৪ তারিখে এবং উনি সেইম বলে আজকে করে দিব। এখন আজকে ৭/৭/২৪ তারিখ দেখা করতে গেলে আমাকে দেখে উত্তেজিত হয়ে যায়, বলে সময় হলেই করে দিব। এক প্রকার খারাপ ব্যবহার করে। বলে আমার অনেক কাজ !!! তাহলে এইটা কি আমার কাজ না?? এখন করনীয় কি?
পুলিশ ভেরিফিকেশন একটা প্রক্রিয়ায় মধ্যে হয়ে থাকে, যেটা ২-১০ দিম পর্যন্ত লাগতে পারে, এর থেকে অধিকতর সময় লাগলে Hello SB app তে অভিযোগ দায়ের করতে পারেন
Assalamualaikum!
Amar permanent address and present address alada. Permanent address e keo thakina amra. Ekhon verification er jonno sei address e police gele amader koronio ki? Janaben pls? Sekhetre verification kivabe korte pari ami?
Thank you!
আপনার ওখানে কেউ না থাকলে সে ক্ষেত্রে ওই জায়গায় পার্মানেন্ট এড্রেস দেওয়াটাকে ভুল হয়েছে. এক্ষেত্রে আপনার ওই স্থানীয় ঠিকানার যেকোন মেম্বার বা লোকাল পরিচিত কারো মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে
Wifi na thakay police wifi ashar pore verfication report passport office e pathay, amar application e local rework uthe ache,
Akhon ki korte hobe?
সেন্ড ফর রিওয়ার্ক আসলে প্রথমে দেখতে হবে কি কারনে এটি আসছে, বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের এডি স্যারের সাথে কথা বলে দেখুন
পাসপোর্ট প্রিন্টে দেরি হলে কোথায় যোগাযোগ করবো। একটু জানাবেন। কোন ব্যবস্থা থাকলেও জানাবেন।
পাসপোর্ট প্রিন্ট হতে সর্বোচ্চ ১ থেকে ৩ দিন সময় লাগবে. দেরি হওয়ার কোন প্রশ্নই আসে না
ভাই,আমার তিনটি পাসপোর্টের অস্থায়ী ভ্যরিফাই পুলিশ করেছে কিন্তু দেশের এই পিরিস্থিথিতে এখন স্থায়ী পুলিশ ভ্যরিফাই হতে কতো দিন লাগতে পারে জানেন কি, ইতিমধ্য ১সপ্তাহ অতিবাহিত হয়েছে। খুবি টেনশনে রয়েছি।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে সব থানায় পুলিশ ইউনিট যোগ দিচ্ছে
Bhai ami 31 July 24 joma dchi rework msg ashche ami passport office jugajog korchi bolche apnar paper head office chole gache akhane apnar kuno kaj nai apni ashchen keno . Akhon ami ki korbo ?
লোকাল রিওয়ার্ক এ হেড অফিস থেকে পূনরায় পাসপোর্ট অফিসে ডকুমেন্টস প্রেরন করে, অপেক্ষা করুন৷
Apni bolar por ami abar jai passport office a , unader boli local rework then unara amar bole nid verification copy lagbe with ad sir sign sho pore ami joma dai pore unara bole sms asle tarpor asben
তাহলে অপেক্ষা করুন
amar Permanent address e amader kono jayga jomi nei .
ami choto thekei Dhaka thaki kintu nid te permanent address e gram er thikana ekhon ki vabe passport er
police verification korte pari jodi ektu bolten.
ভূমিহীন সনদ নিতে হবে আপনার পার্মানেন্ট ঠিকানার ইউনিয়ন পরিষদ থেকে, এরপরে আবেদও প্রক্রিয়া অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন করতে হবে নিজ এলাকার থানায় গিয়ে
আমাদের নিজস্ব কেনো ভূসম্পত্তি নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। এই বাসায় আমরা প্রায় ৩০ বছর। এই পাড়ার সকলেই আমাদেরকে চেনেন। আমার বাবার আইডি এবং আমার আইডি এই বাসার টিকানাতেই (স্থায়ী+ অনস্থায়ী) তৈরি। আমি ১২/০৮/২০২৪ (ছবি+ফিঙ্গারপ্রিন্ট) দিয়ে আসছি। আমাকে ১৫/০৮/২০২৪ পুলিশ ফোন করে থানায় যেতে বললেন। আমি গেলে তিনি আমাকে ভাড়াটিয়া নাকি জিজ্ঞাসা করুন, আমি উত্তরে হা বললে! ( তিনি আমাকে জানান যে স্থায়ী ঠিকানার জায়গা জমির দলিল এবং কারেন্টের বিল দেখাতে না পারলে ভেরিফিকেশন হবে না ) । স্থায়ী ঠিকানা ভুল বলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে বলেছেন। এখন আমার করনীয় কি??? Pls help
আপনি যেই এলাকায় থাকেন উক্ত এলাকার চেয়ারম্যান কতৃক ভূমিহীন সনদ বা প্রত্যয়ন পত্র৷ নিতে হবে। এরপরে পুনরায় পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবদেন করুন
প্রত্যায়ন পত্র দিয়েছি। তবুও নেগেটিভ দিলো।
ভূমিহিন সনদের জন্য চেয়ারম্যান ই নেই। তিনি পদত্যাগ করেছেন, নতুন এখনো আসনি, কখন আসবে তা ও কেউ জানেনা।
এ ক্ষেত্রে উপজেলা নির্বাহি কর্মকর্তার থেকে সনদ নিতে হবে
ভাই পাসপোর্ট পাইসেন
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আম্মুর এনআইডিতে ১৩ ডিজিট নাম্বার আছে যেমন (*************)। কিন্তু পাসপোর্টের আবেদন পত্রে জন্ম সাল সহ ১৭ ডিজিট নাম্বার দেওয়া হয়েছে যেমন (২০২৪*************)। এখন এটা কী কোনো সমস্যা হবে। সমস্যা হলে করনীয় কী দয়া করে জানাবেন।
কোন সমস্যা নেই
বাসা পাল্টানোর ফলে বর্তমান ঠিকানা চেইঞ্জ হয়ে গিয়েছে । বর্তমান ঠিকানার জন্য পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ দিয়েছে । এখন করণীয় কি? আবেদনের বর্তমান ঠিকানা কিভাবে সংশোধন করবো?
আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করুন
আমার যদি আগে পাসপোর্ট থাকে, তাহলে নতুন ই-পাসপোর্টের জন্য আমার কি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে?
পাসপোর্টের কোন তথ্য সংশোধন না করলে লাগবে না
আমার পাসপোর্টের আবেদন কোন পাসপোর্ট অফিসে জমা দিতে হবে? বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা? কারণ আমার স্থায়ী ঠিকানা নড়াইল এবং বর্তমান ঠিকানা গাজীপুর।
২ যায়গা থেকেই করতে পারবেন।
আমার এন আই ডি আমার আগের বর্তমান বাসার ঠিকানা দিয়ে করা। স্থায়ী ঠিকানা হিসেবেও ঐ ঠিকানায় ব্যবহার করেছি। কিন্তু আমরা ভাড়া থাকি তাই গতবছর অনিবার্য কারণে বাসা পালটানো হয়৷ এখন পাসপোর্টে আবেদন করলে কি পুলিশ ভেরিফিকেশনে কোন সমস্যা হবে?
জি সমস্যা হবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা না থাকে তাহলে বর্তমান ঠিকানার উপজেলা সরকারি কর্মকর্তার থেকে ভূমিহীন সনদ নিয়ে আবদেন করতে পারেন৷ অথবা এনআইডি সংশোধন করে আবেদন করতে পারেন
আমার হাসব্যান্ড এর জন্য পুলিশ ভেরিফিকেশনে এসে বলে তার NID কার্ড এ যেই ঠিকানা আছে সেটা না দিয়ে বর্তমানে যেখানে স্থায়ী আছে সেই ঠিকানা দেয়াটা ভুল। এটা বলে চলে যায়। এখন অফিস থেকে বলে এটা কোনো ভুল না। পুনরায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। এখন এই আবেদন কি অনলাইনে করতে হয়। অনলাইনে দোকান গুলো জানে না এর বিষয়ে। কি করতে পারি।
পুনরায় পুলিশ ভেরিফিকেশন করতে হলে পাসপোর্ট অফিসের এডি স্যারের সাথে কথা বলে আবেদন করতে হবে
১০/৯/২০২৪ আমার পাসপোর্ট পুলিশ ভেরিফাই করেছে, কিছু মানুষ নাকি বলছে আমাকে চিনে না।আমি একজন ছাত্র আমি থাকি শহরে পড়ালেখা করি বাড়িতে যাওয়া হয় না। ইদে অতবা কারো অসুস্থ হলে, দরকার পড়লে যায়। ১ জন নাকি নেগেটিভ বলছে আমাদের ব্যাপারে।
যখন বাসার কাছে গিয়েছে তখন সব তথ্য সঠিক পেয়েছে, পুলিশ আমার দাদার, খতিয়ান, ঠিকানা চাই, আমার দাদা মার গেছে ৫০ বছর আগে,যখন আব্বু ছেট্ট ছিল, দাদার খতিয়ান ঠিকানা দিতে পারি নাই, আমারNID ঠিকানা দিয়েছি, আমার ভূমিহীন দিয়েছি পৌরসভা থেকে নিয়ে,বিদ্যুৎ বিলের কাগজ দিয়েছি, পৌরসভা বছরে texদিযে এগুলা কাগজ দিয়েছি। আরেকটা কথা আমার নাম আমিনুল হক
পিতা শামসুল আলম বয়স ১৮ আরেকটা মানুষ নামে মামলা আছে, নাম আমিনুল ইসলাম পিতা শামসুল আলম বয়স ২৮। পুলিশ বলেছে আমার নাকি পাসপোর্ট দিবে না। কারণ আমার দাদার ঠিকানা পাই নাই, এবং আরেক জনে মামলা খাইছে যে তাকে নাকি খুজে দিতাম,। আমি দিতে পারি নাই, এখন পুলিশ কাছে ২০ পযন্ত আছে, পুলিশ কে কিছু হাত খরচের টাকা দিব বলছি, উল্টা আমার মামলা দিব বলছে, আমি আর কিছু বলি নাই, এখন আমার ফাইল পুলিশের কাছে রেখে দিসে। পাসপোর্ট অফিসে পাঠায় দিচ্ছে না, পজিটিভ দিচ্ছে না নেগেটিভ ও দেই না। ২০ পযন্ত পুলিশের কাছে দেখাচ্ছে অনলাইনে এখন আমার করনীয় কি দায়া করে একটু বলবেন,বুঝতেছি কি করব।
পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত সহযোগিতার জন্য আপনার স্থানীয় ব্রাঞ্চের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করতে পারেন
একজন পুলিশ চাইল পাসপোর্ট ফাইল সর্বোচ্চ কত দিন রেখে দিতে পারবে?
তাড়াতাড়ি করার জন্য পুলিশ কে কিছু টাকা দিব বলছি, পুলিশ উল্টো আমার বিরুদ্ধে মামলা দিব বলছে। তিনি চাইলে কি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে?
সাধারণভাবে পুলিশ ভেরিফিকেশনে কোন বৈধভাবে ফি প্রদান করতে হয় না। যদি কোন পুলিশ আপনার কাছে টাকা দাবি করে সেটা অবৈধ হিসেবে অভিহিত হবে। আবার না চাইতেই আপনি ইচ্ছা করে দ্রুত কাজ করার জন্য পুলিশকে টাকা দিলে সেটি ঘুষ হিসেবে অভিহিত হবে। আর ঘুষ দেওয়া অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনাকে পুলিশ মামলা দিতেই পারে
আমার ২ বাচ্চার পাসপোর্ট আবেদন এএ ফিংগার হয় এবং ডেলিভারি সিলিপ দিয়েছে। তারপর আমি বুঝতে পারি আমার Nid সাথে তাদের জন্ম নিবন্ধন একটা word বেশি আছে। আমি জন্ম নিবন্ধন ঠিক করে আবার আবেদন করতে চাই। আমার কি করনীয়।
প্রথমে অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখুন পাসপোর্ট আবেদনটি পুলিশ ভেরিফিকেশনে কিংবা ব্যাক এন্ড ভেরিফিকেশন রয়েছে কিনা, যদি এমনটা হয় তাহলে লিখিত দরখাস্ত করে পাসপোর্ট আবেদনকে বাতিল করতে হবে। এরপর পুনরায় আবেদন করতে পারবেন, আর যদি পাসপোর্ট প্রিন্টে চলে যায় তাহলে কিছু করার নেই।
আমার স্ত্রীর পুলিশ ভেরিফিকেশন আমার কোন আপত্তি নেই,কিভাবে দরখাস্ত লিখবো
ইপাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এ দরখাস্ত লেখার দরকার হয় বলে মনে হয় না
Vaia verification er jonno ki ki documents lage ektu bolben kindly
আপনার এনআইডির ফটোকপি, আপনার পিতা-মাতার এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলের কপি, চেয়ারম্যান সনদ, ( হোল্ডিং ট্যাক্স, খতিয়ানের কপি, সার্টিফিকেটের কপি – প্রয়োজন ক্ষেত্রে)
Bi bhumihin sonod diey police verification hobe ki
জি হবে
প্রাপ্তবয়স্ক দের ক্ষেত্রে কি বাবা মা এর এন আই ডি দিতে হয় পুলিশ ভেরিফিকেশন এর সময়? যদি দিতে না চাই তাহলে করণীয় কি?
যাদের পিতামাতার এন আইডি কার্ড রয়েছে তাদের তো অবশ্যই দিতে হবে, এটা বাধ্যতামূলক।
আমি আমার থানার নাম ভুল দিয়েছি।পুলিশ কল দিয়ে বলেছে তিনি রিপোর্ট পাঠায় দিচ্ছেন। আমাকে থানা সংশোধন করে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে।এখন থানার নাম পরিবর্তন করলে আমার পাসপোর্ট অফিস পরিবর্তন হয়ে যাবে।এক্ষেত্রে আমার করণীয় কী?
আবেদন কে বাতিল করে পুনরায় আবেদন করতে হবে. এক্ষেত্রে আপনার পেমেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা নেই যদি অফলাইন পেমেন্ট হয়ে থাকে
আমি গত নভেম্বরে আমার পাসপোর্ট আবেদন করেছি, পুলিশ ভেরিফিকেশন করতে আসলে, স্থায়ী কিছু লোকজন নেগেটিভ কমেন্ট করেন, আমি কাগজপত্র ছাড়া তদন্তকারী কর্মকর্তার অফিসে যায়, সে কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য বলেছিলো, কিন্তু আমি আর কোন কিছুই করিনি, আমি আমার পাসপোর্ট আবেদন চেক করলে সেন্ট ফর রিওয়ার্ক দেখায়, এখন আমি যদি আবার আবেদন করি সমস্যা হবে?
এখন আমার করনীয় কি?
আপনার আবেদন কৃত তথ্যের সাথে আপনার তথ্যের কোন মিল না থাকায় পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নেগেটিভ হয়েছে, দয়া করে পুনরায় পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন গুলো সংশোধন করুন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য পুনরায় আবেদন করুন
জেলা পুলিশ সুপার কার্যলয়ে কেনো ভেরিফিকেশন আসে?
ভেরিফিকেশন শুধুমাত্র থানায় যেয়ে থাকে
কিন্তু আমার টা জেলা পুলিশ সুপার কার্যলয়ে এসেছে কারণ কি?
যেহেতু এসেছে তাহলে সমস্যা নেই। ভেরিফিকেশন করে নিন।
আমি পাসপোর্ট আবেদন করেছি, কিন্তু আমার এনআইডি কার্ডে অস্থায়ী ঠিকানা অন্য জেলায়, এবং স্থায়ী ঠিকানা অন্য আরেক জায়গায়, আর আমার পাসপোর্ট স্থায়ী অস্থায়ী দুটো ঠিকানায় এক জাগায় দিয়েছি, তাতে করে আমার পুলিশ ভেরিফিকেশন কোন সমস্যা হবে, প্লিজ উত্তর দিবেন
এনআইডি অনুযায়ী স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা
পাসপোর্ট এর আবেদনের সঙ্গে ঠিক থাকলে কোন সমস্যা হবে না। তবে আপনার আবেদনটি বাতিল হওয়া সম্ভব না রয়েছে
আর আমি কি আমার আবেদন কৃত পাসপোর্টটি বাতিল করে আবার পুনরায় ফিঙ্গারছাপ দিয়ে আবেদন করতে পারবো?
জি পারবেন
Ami ki Amar abedon krito passport ekebare batil krte parbo
Kono issue dekhiye?
Abar ekebare notonvabe Abedon korbo.. Fingerprints soho abar dite parbo?
Kindly ekto bolben…. R batiler niyom ki.. Process ta bolben….!
পাসপোর্ট যদি প্রিন্টিং চলে না যায় তাহলে বাতিল করতে পারবেন বাতিল করার জন্য আবেদন আইডি সহ নাম ও বাবার নাম উল্লেক করে বাতিলের দরখাস্ত লিখে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
আমার মেয়ের পাসপোর্ট এর জন্য আবেদন করি গত০৯/১২/২০২৪ তারিখে স্লিপে ডেলিভারি ডেট ১৯/১২/২৪ইং বর্তমান ঠিকানা ঢাকায় এসে ভেরিফিকেশন করে গেছে কিন্তু আমার স্থায়ী ঠিকানা এখনো যায় নাই বা যোগাযোগ নাম্বারে এখনো কল আসে নাই,আনলাইনে লিখা SB police clearance pending এখন কোথায় আটকায় আছে বুঝতে পারছি না,এখন আমার করনীয় কি?
আলাদা আলাদা জায়গায় ভেরিফিকেশন হতে একটু টাইম লাগে, অতএব অপেক্ষা করুন, দীর্ঘ সময় অতিবাহিত হলে Hello SB তে অভিযোগ করুন
আমার পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর, পেন্ডিং ফর ফাইনাল এপ্রুভাল (এডি/ডিডি এপ্রুভাল) লেখা আসছে, পুলিশ ক্লিয়ারেন্স ঠিক হয়ে গেলে পরবর্তী কোনো ধরনের ঝামেলা হতে পারে? এবং কতদিন লাগবে পাসপোর্ট প্রিন্ট হতে যেতে?
সর্বোচ্চ ১ থেকে ২ দিন
police verification a documents shob deyar por maximum Koto din lagte pare verification status ok ashte?
সাত থেকে ১০ দিন লাগতে পারে
আমার নিজেদের কোন জায়গা নাই, তাই কি পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসবে
নিজেদের জায়গা না থাকলে ইউনিয়ন বা পৌরসভা থেকে ভূমিহীন সনদ দিতে হবে
আসসালামু আলাইকুম ভাই।
আমার এন আই ডি কার্ড এ বাবার নাম- মোঃ ইউনুছ শেখ কিন্তু বাবার এন আই ডি কার্ড এ ইউনুছ শেখ। ভেরিফিকেশন এর সময় পুলিশ আমাকে হয়রানি করছে , বলতেছে যে আপনার পাসপোর্ট এ মোঃ কিন্তু আপনার বাবার এখন আই ডি তে মোঃ নেই কেন? আপনি পাসপোর্ট পাবেন না। ইনডাইরেকলি বুঝাতে চাইছে যে কিছু টাকা দিলে দিয়ে দিবে কিন্তু আমি ঘুষ দিতে চায়না। আর পুলিশ ভেরিফিকেশন হয়ছে ১ সপ্তাহ হলো। এখন আমার করনীয় কি? আর ঐ পুলিশের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করতে পারি? বিস্তারিত বললে খুশি হতাম।
সাধারণত এটি কোন সমস্যা নয় বাবার নাম মিল থাকলে মোঃ থাকাটা জরুরী নয়। আপনি যদি চান তাহলে Hello SB অ্যাপের মাধ্যমে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বাহির করতে পারেন
আসসালামু আলাইকুম
পুলিশ ভেরিফিকেশনে আমি দেখেছি ইন্টারনেটে ৫০০ টাকা নেওয়ার আইন আছে।এখন আমার কাছে ২০০০ টাকা চাচ্ছে।এখন আমার করণীয় কি?
এমন অবস্থায় হ্যালো এস বি এপ এর মাধ্যমে আপনার তথ্য জানিয়ে কমপ্লেইন করতে পারেন