পাসপোর্ট সংশোধন করার নিয়ম

পাসপোর্ট হাতে পাওয়ার পরে যদি দেখেন পাসপোর্টে ভূল তথ্য আসছে তাহলে সেটি অবশ্যই সংশোধন করতে হবে, কেননা ভূল পাসপোর্ট নিয়ে আপনি কখনো ইমিগ্রেশন পার করতে পারবেন না, এছাড়া ভবিষ্যতে নানান সমস্যার মূখে পড়তে পারেন, আবেদনের সময় ভুল তথ্য প্রদানের কারণে অনেক সময় আমাদের সংশোধনের প্রয়োজন হতে পারে। আমরা আপনাকে ধাপে ধাপে পাসপোর্ট সংশোধন করার নিয়ম প্রদান করব যাতে আপনি সহজেই আপনার ই-পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করতে পারেন।

সর্বশেষ ০৪/০২/২০২৪ ও এর পূর্বে ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট সংশোধন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশের মাধ্যমে দেশে ও বিদেশে পাসপোর্ট সংশোধনের নিয়মকানুন স্পষ্ট করা হয়েছে।

আপনি যদি পাসপোর্ট সংশোধন বা রিনিউ করতে চান, তাহলে এই নোটিশ এবং পাসপোর্ট সংশোধনের সর্বশেষ নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন

পাসপোর্ট সংশোধন করার নিয়ম

পাসপোর্ট সংশোধন করতে অবশ্যই লিখিত আবেদন ফরম পূরন করে www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করার আবেদন করতে হবে, ঠিক যেমন নতুন করে একটি পাসপোর্ট আবেদন করবেন ঠিক একইভাবে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এবং আপনার এনআইডি এর তথ্য অনুযায়ী নতুন করে একটা আবেদন করবেন। আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে আপনাকে একটি অঙ্গীকার নামা ফরম পূরণ করে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে, এজন্য আপনার বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল, আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট তৈরি করে নেবেন এবং লগইন করবেন। এরপরে Apply for New Passport অপশনে গিয়ে passport type + personal details + address দিয়ে ID Document স্টেপে যাবেন।

এই স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এমআরপি হয়ে থাকলে Yes, i have a machine readable passport (MRP) , এবং পূর্ববর্তী পাসপোর্ট যদি ই পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে Yes, I have Electronic Passport (ePP) অপশনটি বাছাই করতে হবে। পরবর্তী ধাপে আপনাকে জানতে চাওয়া হবে কি জন্য আপনি পাসপোর্টটি রি ইস্যু করতে চান এখানে অবশ্যই DATA CHANGE সিলেক্ট করতে হবে। এর পরে ধাপে ধাপে বাকি কার্যক্রম গুলো সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় অবশ্যই পাসপোর্ট ডেলিভারি অপশন থেকে পাসপোর্ট ফি অফলাইন সিলেক্ট করবেন। আবেদন সম্পন্ন হয়ে গেলে ই পাসপোর্ট ইস্যু ফি অফলাইনে এ চালান কিংবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে চালানের কপি সংগ্রহ করবেন। এরপর অনলাইন আবেদন এবং আবেদনের সারাংশ ডাউনলোড করে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। প্রবাসীরা হলে দূতাবাসে যেতে হবে।

পাসপোর্ট সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

  • লিখিত ই-পাসপোর্ট সংশোধন আবেদনপত্র
  • অঙ্গিকারনামা
  • বর্তমান ই-পাসপোর্টের মূল কপি
  • অনলাইন আবেদন কপি
  • আবেদন সারাংশ
  • ভুল তথ্যের প্রমাণ (যেমন, জন্ম সনদ, বিবাহের সনদ, নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি)
  • আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি
  • আবেদনকারীর সাম্প্রতিক 3R সাইজের ছবি (২ কপি) – বাচ্চাদের ক্ষেত্রে
  • আবেদন ফি
  • বিদেশে দূতাবাসে আবেদন করলে, Permanent Resident Card/ Student ID Card/ Job ID Card/ Driving License  দরকার হবে।
  • বিবাহিত হলে কাবিন নামার কপি
  • চাকুরিজিবি হলে GO/NOC

পাসপোর্ট সংশোধন ফি, রিনিউ ফি , নতুন আবেদন ফি , সব কিছুর জন্য একই ফি ধার্য করা আছে। বিস্তারিত পাসপোর্ট ফি পেইজে দেখতে পারেন।

37 Comments

  1. আমার স্ত্রীর পাসপোর্টের মধ্য সেক্স এ ফিমেইল এর জায়গায় মেইল দেওয়া হয়েছে তাহলে এটা কি করবো

    1. আপনার স্ত্রীর পাসপোর্ট এর সংশোধনের আবেদন করতে হবে, এজন্য পুনরায় নতুন করে যেভাবে পাসপোর্ট আবেদন করেছেন সেভাবে পাসপোর্ট আবেদন করতে হবে, পাসপোর্ট সংশোধন করার নিয়ম দেখুন

  2. ভাই আমি মাস দেড়েক আগে পাসপোর্ট এর জন্য আবেদন করেছি।এখন ডেলিভারী সময় পুলিশ আমাকে জিজ্ঞাসা করল আপনার থানা কোথায়? আমি বললাম মতলব এ। কিন্তু আমি ফরম পূরণ করার সময় পুলিশ স্টেশন দিছি চাঁদপুর সদর। কিন্তু আমার স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা ঠিক আছে। এখন পুলিশ বললো সংশোধন করা লাগবে। এখন কিভাবে সংশোধন করবো?

    1. আপনার থানা যদি হয় মতলব । তাহলে আপনি চাঁদপুর সদর কেন দিয়েছেন? তাহলে আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানা কিভাবে সঠিক হল? পাসপোর্ট এর জন্য আবেদিত কাগজপত্র সংশোধন করার জন্য একটি অঙ্গীকার নামা তৈরি করে সেখানে পূর্ববর্তী ভুল এবং পরবর্তী সংশোধিত তথ্য তালিকা বন্ধ করে পাসপোর্ট অফিস বরাবর আবেদন করতে হবে

  3. আসসালামুআলাইকুম ভাই।
    আমার ভাই গত কালকে পাসপোর্ট এর আবেদন করে আসছে। আবেদন করার পরে অফিস থেকে দেওয়া পেপার টি ভালো ভাবে চেক করেনি। কিন্তু ভাসায় এসে চেক করে দেখে বাবার আর মায়ের নামে ভুল দেওয়া হইছে। পরে আজকে সকালে পাসপোর্ট অফিসে গেলে তারা বলে পেপার জমা দিয়ে পেলেছে। এখন সংশোদনের করতে। আমাদের করনীয় সম্পর্কে একটু যদি বলতেন তাহলে উপকার হতো।

    1. জনাব, প্রথমে কম্পিউটার দোকান থেকে অনলাইন আবেদন করার সময় বার বার তথ্য গুলো পূনরায় যাচাই করে দেখা উচিৎ যে কোন ভূল হয়েছে কিনা, এর পরে আসে আবেদন কপি নিয়ে যখন পাসপোর্ট অফিসে যাবেন, আবেদন প্রিন্ট করেও মানুষ দু একবার তথ্য গুলো পড়ে, আপনি তো তাও করেননি, পাসপোর্ট অফিসে কমপক্ষে ৩০ মিনিট তো বসে ছিলেন, তখন ও খেয়াল করেন নাই, এমন বেখেয়ালি মানুষ হয় কিভাবে? যাইহোক পাসপোর্ট অফিসে যখন কাগজ জমা দিয়ে ফেলেছে এখন এই আবেদন sent for rework /suspended এ আসবে পুনরায় তথ্য সংশোধন করে জমা দেয়ার জন্য, তখন AD এর সাথে যোগাযোগ করে সংশোধিত তথ্য সংযোজিত করতে পারবেন, ভয়ের কিছু নেই।

  4. আসসালামু আলাইকুম।
    ভাই আমার পাসপোর্টের জন্মতারিখ এবং আমার বাবার নাম ভুল আছে। আর আমি এখন বিদেশে অবস্থানরত আছি।
    এগুলোর কি সমাধান একটু জানালে উপকৃতি হবো।
    ধন্যবাদ

    1. পাসপোর্টে জন্ম তারিখ এবং বাবার নামে ভুল আগে খেয়াল করেননি কেন? যদি সংশোধনের কারণে আপনার ভিসা কোন জটিলতা সৃষ্টি না হয় তাহলে দূতাবাসে গিয়ে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারেন

  5. প্রীয় ভাই ভাল আছেন আমি ২০২১ সালে ই পাসপোর্ট করি আমার তখন এনআইডি ঠিক ছিলো পাসপোর্ট অনুযায়ী তার পর আমি এনআইডি সাটিফেকেট অনুযায়ী ঠিক করারার জন্য অনলাইনে আবেদন করি তারপর আমার এনআইডি সংসোদন হয় যেমন- আমার পাসপোর্ট নাম রোমান আছে বর্তমান এনআইডি তে রোমান সরকার আছে বাবার নাম দেলোয়ার সরকার আছে পাসপোর্ট বর্তমান দেলোয়ার হোসেন আছে বয়স আছে ২২.০৬.১৯৮৯ পাসপোর্ট আর বর্তমান এনআইডি তে ২২.০৬.১৯৯৭ আছে বর্তমান এনআইডি আমার জন্মনিবন্দন আর সাটিফিকেট সাথে মিল রয়েছে এখন আমার পাসপোর্ট টা কী করনিও আমি সৌদি আরব বর্তমানে আছি পাসপোর্ট মেয়াদ প্রায় শেস এর দিকে ৫ বছর জন্য করছিলাম।

    1. প্রিয় ভাই, আপনার পাসপোর্টটি আপনার নতুন এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী রিনিউ করলে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন সৌদি আরবে, বর্তমান এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্যের গরমের সমাধান করতে হলে অবশ্যই আপনার বাংলাদেশী nid card অনুযায়ী পাসপোর্ট রি ইস্যু আবেদন করতে হবে, এবং এনআইডির কপি এবং আপনার পিতামাতার এনআইডি কপি জমা দিতে হবে। আপনি পাসপোর্ট তো সহজেই দূতাবাস থেকে রিনিউ করতে পারবেন কিন্তু আপনার পাসপোর্টের সাথে আপনার আকামার মিল না থাকলে ভবিষ্যতে ঝামেলায় পড়তে পারেন, প্রথমে পাসপোর্ট রিনিউ করুন নতুন তথ্য দিয়ে, এরপরে আকামা সংশোধন করা যায় কিনা সেটি নিয়ে ভাবুন।

  6. প্রিয় ভাইয়া!
    আসসালামু আলাইকুম।
    আমি আমার মেয়ের পাসপোর্ট গত বছর নভেম্বরে করিয়েছি, মেয়ের জন্মনিবন্ধনে মেয়ের নাম URJASWINEE UTPAL DAS ছিল। এখন আমরা মেয়ের নাম পরিবর্তন করে জন্মনিবন্ধনে ARNA DAS করিয়েছি। এখন আমরা মেয়ের পাসপোর্ট টা নতুন করে জন্মনিবন্ধন ARNA DAS নাম অনুযায়ী নতুন পাসপোর্ট করতে চাচ্ছি। আমি ইতিমধ্যে আপনার সমস্ত নিয়মাবলী পড়েছি। অনলাইনে আমি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবো এবং সমস্ত প্রয়োজনীয় সংশোধনী কাগজপত্রও জমা দিবো।
    আপনার কাছে আমার একটা বিষয় জানতে চাওয়া। যেহেতু আমার মেয়ের বর্তমান পাসপোর্ট নিয়ে কোথাও ভ্রমণ করা হয়নি বা ব্যবহার করা হয়নি, তাই আমরা এই পাসপোর্টটি পাসপোর্ট অফিস বরাবর সারেন্ডার করতে চাচ্ছি। যাতে করে নতুন পাসপোর্টের মাঝে এর কোন তথ্য না পাওয়া যায়। আশা করছি আপনি আমার প্রশ্ন টা বুঝেছেন। সহজ কথায় আমি বর্তমান পাসপোর্ট টি সারেন্ডার করে নতুন পাসপোর্ট করতে চাচ্ছি। এই রকম কোন নিয়ম বা নিরদেশনাবলি থাকলে প্লিজ জানাবেন।
    ধন্যবাদ
    উৎপল দাস।

    1. জনাব, পাসপোর্ট রি ইসু আবেদন করতে হলে অবশ্যই পুরনো পাসপোর্ট এর তথ্য উল্লেখ এবং পাসপোর্ট অফিসে পুরনো পাসপোর্ট প্রদর্শন করতে হবে। সংশোধনী করার সময় অবশ্যই একটি অঙ্গীকার নামায় পূর্ববর্তী পাসপোর্ট এর তথ্য এবং সংশোধিত চালিত তথ্য উল্লেখ করতে হবে তাহলে পুরনো পাসপোর্ট এর কোন তথ্য নতুন পাসপোর্টে প্রকাশ পাবে না। এবং চাহিত তথ্য অনুযায়ী নতুন পাসপোর্ট ইস্যু হবে। আপনার মেয়ের যদি এনআইডি না থাকে এবং ২০ বছরের নিচে হয় বয়স তাহলে জন্ম নিবন্ধন সংশোধন করে আবেদন করতে পারবেন, ২০ বছর অতিক্রম করলে অবশ্যই জাতীয় পরিচয় পত্র দিয়ে আবেদন করতে হবে।

  7. ভাই আপনি কেমন আছেন। আমি ১৩ জুন কম্পিউটার দোকানে ফরম পূরন করে পাসপোর্ট অফিসে সাবমিট করে অনলাইনে টাকাও জমা দিয়ে ফেলছি। আমার স্থায়ী ঠিকানা চাঁদপুর আর বর্তমান টিকানা চাঁদপুর দিয়ে ফেলছে। কিন্তু প্রিন্ট করার পর দেখি আমার চাঁদপুর পাসপোর্ট জমা দিতে হবে। কৃষি মন্ত্রণালয়ের বিএডিতে ঢাকায় কর্মরত আছি। এনও সি তে এডডৃরেস করেছে উপ পরিচালক আফতাবনগর যেহেতু আমার বর্তমান ঠিকানা বাসাবো, সবুজবাগ আমি আমার আবেদনে উল্লেখ করেছি। এখন আমার করনীয় কি। আমি অনেক টেনশনে আছি।

    1. আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সেম দিয়ে থাকলে সেটা সমস্যা না , সমস্যা হলো NOC তে বর্তমান ঠিকানা আলাদা দেয়ায় ঝামেলা হতে পারে ভেরিফিকেশনে, আপনি আগে কাগজপত্র জমা দিয়ে দেখুন আপনার আবেদনটি পাসপোর্ট অফিস থেকে ফেরত দেয়া হয় কিনা, অথবা সংশোধন করতে বলা হয় কিনা, এক্ষেত্রে যেটা বলা হবে সেই প্রক্রিয়া অনুসরণ করুন, যেহেতু স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা চাঁদপুর দিয়েছেন সেহেতু আপনাকে চাঁদপুরে পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন দাখিল করতে হবে। আর পাসপোর্ট ফি যদি অফলাইনে করে থাকেন তাহলে চালান সংগ্রহ করে রাখুন যদি কোন ভাবে আবেদন বাতিল করতে চান তাহলে উক্ত চালান ব্যবহার করে নতুন আবেদনের সাথে ব্যবহার করতে পারবেন।

  8. স্যার, আমি অনলাইন পাসপোর্ট আবেদন করে অনলাইন পেমেন্ট করে ফেলি কিন্তু আবেদন ফর্মে নাম ভুল ফুল নেম,সার নেম ভুল আছে পরে দেখলাম ইমারজেন্সি কনট্যাক্ট ভুল আছে —প্রথম দিন পাসপোর্ট অফিস থেকে জানায় ekpay নাম সংশোধন করলে আমার আবেদন রিসিভ করবেন —আমার আবেদন নাম PREANKA RANI ছিল – ekpay কারেকশন করে PREANKA RANI DAS দেয়, আমি সব ডকুমেন্অটস+ নতুন পেমেন্ট স্লিপ+অঙ্গিকারনামায় আমার ভুলের লিস্ট করে আবেদন জমা করতে গেলে বলে AD স্যারের সিগন্যাচার হলে আবেদন গ্রহন করবেন তো AD স্যার পারমিট করেন ছবি তোলার সময় আবেদন নাম ও টাকা পেমেন্ট নাম মিল না থাকায় আমাকে জানানো হয় এটা সংশোধন করা যাবে না আবেদন বাতিল করে আবার আবেদন করতে হবে তো এক্ষেত্রে আমার টাকাটা সেভ করা যাচ্ছে না-.জানি এটা অনেক বড় ভুল😒 টাইপিং মিসটেক+ তথ্যের ভিত্তিতে ভুল হয়েই গেছে……এই আবেদন কি সংশোধন করা সম্ভব নয়? যদি সম্ভব হয় তো এর সমাধান কি—দয়া করে জানাবেন🙏

    1. অনলাইন পেমেন্ট এর আবেদন গুলো বাতিল হলে সেটার পেমেন্ট গুলো রিফান্ড হয়না , এজন্য সকলকে বলা হয় এ চালানের মাধ্যমে পেমেন্ট করতে। আপনার জন্য করনীয় হলো নতুন করে আবেদন করা এবং আপনাকে নতুন করে পেমেন্ট করতে হবে।

  9. আচ্ছালামুয়ালাইকুম আমি বিগত ৬ বছর ধরে বিদেশে বসবাস করতেছি..।আমার পাসপোর্ট আর জাতীয় পরিচয়পত্র অমিল প্রায় অনেক বয়স নাম মাতার নাম এগুলো।এখন আমি যদি এগুলো বিদেশ থেকে সংশোধন করি তাহলে আমার ভিসা রিনিউ করার সময় কোন সমস্যার সমূক্ষিন হতে হবে দয়া করে যদি আমাকে জানাতেন.।.

  10. ভাই আমার একটা এমআরপি পাসপোর্ট আছে পাসপোর্ট এর মোহাম্মদ পুরো লেখা আছে এনআইডি কার্ড মোঃ আছে জন্ম নিবন্ধনের মোঃ আছে আমার আবুধাবির ভিসা লাগানো আছে আমার হাতে পাঁচ মাস পাসপোর্ট মেয়াদ আছে আমি এটা ই পাসপোর্ট করতে চাচ্ছি এখন কোন নামে পাসপোর্ট হবে

  11. সৌদি আরবে ৬ বছর কর্মরত থাকার পরে ফাইনাল এক্সিট নিয়ে দেশে আসছি।এখন নতুন করে যেতে চাই।কিন্তু পাসপোর্ট এর মেয়াদ শেষ। রিনিউ করতে চাই পাসপোর্ট।তবে আমার পাসপোর্ট তখন জন্ম নিবন্ধন দিয়ে করা।সেখানে নাম মো:ওমর ফারুক তুষার। কিন্তু এন আইডি কার্ড এর মধ্যে ওমর ফারুক।
    সেক্ষেত্রে আমি আমার আগের পাসপোর্ট এর মতো রিনিউ করতে পারবো কিনা?

    1. আগের পাসপোর্ট এর মতন করার সুযোগ নেই। এনআইডিতে যেমন আছে তেমন ই আবেদন করতে হবে৷ এস সাথে একটি অঙ্গিকার নামা জমা দিতে হবে৷ রিনিউ করার সময় উল্লেখ করতে হবে যে আপনার একটি পুরনো পাসপোর্ট ছিলো যার মেয়াদ উত্তির্ন হয়েছে৷

  12. ভাইয়া পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছি। সব একই থাকবে। শুধু স্পাউস নতুন যুক্ত হবে।
    ১। এক্ষেত্রে কি শুধু কাবিননামাই যথেষ্ট? স্পাউসের এনআইডি লাগবে?
    ২। যেহেতু রিনিউ, পাসপোর্ট জমা দেয়ার সময় কি বিলের কপি/নাগরিকতা সনদ এসব লাগবে?
    ৩। এবং রিনিউ করার সময় কি পুলিশ ভেরিফিকেশন হবে?

    1. অনলাইন আবেদনে পূরনে স্পাউসের এনআইডি নম্বর লিখার অপশন থাকবে এবং আবেদন জমা দেয়ার সময় কাবিন নামা সাথে দিতে হবে। অন্যান্য সব কাগজ লাগবে। পুলিশ ভেরিফিকেশন হতে পারে নাও হতে পারে এটা নির্ভর করবে আপনার ডকুমেন্টস এর উপর

      1. ধন্যবাদ ভাই। আমার পূর্ববর্তী পাসপোর্ট এর সাথে সব মিল। আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানাও একই। এক্ষেত্রে কোন বিলের কপি যদি না থাকে, তাহলে জমির খতিয়ান এবং হোল্ডিং ট্যাক্স রিসিপ্ট দিলে হবে?

    2. আমি ভোটার দয়ারামপুর, আর আমার বাবা মা ভোটার নওদাছয়খাদা,পাসপোর্ট করা সময় আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী করেছি, পুলিশ ভেরিফাই সময় বলছে বাবা মা ঠিকানা অনুযায়ী পাসপোর্ট করতে হবে,আমার কি নতুন করে করে আবেদন করতে হবে

  13. আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন?
    ভাই একটা জিনিস জানার জন্য
    আমার পূর্ববর্তী ডিজিটাল পাসপোর্ট এর সব কিছুই ঠিক আছে কিন্তু ই পাসপোর্ট বানাইতে গেলে আবার নাম উল্টোপাল্টা হয়ে গেছে
    যেমন আমার নাম কবির। সেখানে আসছে মোহাম্মদ
    আর বংশগত নাম মোঃ সেখানে গেছে কবি
    এক কথা মোহাম্মদের জায়গায় কবির লেখছে
    আর কবিরের জাগায় মোঃ
    এটা আমি এখন সংশোধন করতে চাই
    এখন আমি কি করতে পারি একটু উপদেশ দিলে আমি উপকৃত হতাম?

    1. আপনার প্রশ্নটি বিস্তারিত বুঝিনি! পাসপোর্টে নামের দুটি অংশ দেয়া থাকে, প্রথম প্রদত্ত নাম, পরে বংশীয় নাম৷ কোথায় কোনটা আসছে বিস্তারিত বলেন, অথবা পাসপোর্ট অফিসের এডি স্যারের সাথে কথা বলুন

  14. আমার পাসপোর্ট আবদনে ইমেল ভুল দেওয়া হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেতে কি সমস্যা হতে পারে?
    এটা পরিবর্ত করার কোন সুযোগ আছে, ১২ তারিখ আবেদন করা হয়েছে এখনো হাতে পাইনি পুলিশ ভেরিফাই হয়নি..

  15. আসসালামু আলাইকুম ভাই
    আমার নাম মোহাম্মদ জামাল হোসেন
    আমার ই পাসপোর্ট টা আমার নাম মোহাম্মদ জামাল হোসেন ইরেজী বানান ভুল, আমার পিতার নামের ইংরেজী একটি অক্ষর ভুল, তেমনি আমার মায়ের নামে ইংরেজি একটি অক্ষর ভুল, এখন আমার পাসপোর্ট সংশোধন করতে হবে তাই আপনার সুপরামর্শ কামনা করছি।

    1. পাসপোর্ট রি ইস্যু আবেদন করুন৷ আবেদনের ধরন হিসেবে সংশোধন সিলেক্ট করুন। অবশ্যই আবেদন করার জন্য অঙ্গীকারনামা দিতে হবে। আর নামের সঠিক ডকুমেন্টস প্রদান করতে হবে। যেমন সার্টিফিকেট৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।