এনআইডির সঙ্গে তথ্য মিল না থাকলে পাসপোর্ট করা যাবে না

অনেকেই প্রশ্ন করে থাকেন পাসপোর্ট আবেদন করার সময় আবেদন কপির সাথে এনআইডির তথ্য ভুল করে অমিল রয়ে গেছে, অথবা পিতা-মাতার এনআইডির নামের সাথে নিজের এনআইডির নামের মিল নেই এমন অবস্থায় পাসপোর্ট আবেদন করা যাবে কিনা, বা পাসপোর্ট আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা।

ই-পাসপোর্ট আবেদন পত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামসহ অন্যান্য তথ্য না মিললে পাসপোর্ট প্রক্রিয়া হয় না। এরপরও অনেকে পাসপোর্ট আবেদনে দিচ্ছেন এক তথ্য আর জাতীয় পরিচয়পত্রে তার আরেক তথ্য। এই তথ্যের গরমিল থাকায় পাসপোর্ট পেতে সমস্যা হচ্ছে অনেকের। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে পাসপোর্ট আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে এনআইডির তথ্য মিল থাকতে হবে, নইলে পাসপোর্ট আবেদন পুনরায় কাজ করার জন্য নির্ধারিত পাসপোর্ট অফিসে পাঠানো হবে অথবা আবেদনটি বাতিল করা হবে।

এই জটিলতা নিরসনে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বলছে, পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার যুক্ত। যদি পাসপোর্ট আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানা এনআইডির সঙ্গে মিল না থাকে, তাহলে পাসপোর্ট আর ইস্যু হয় না।

এছাড়া অনেক মনে করেন নিজের এনআইডি কার্ডের বাবা মায়ের যে নাম রয়েছে তাতে দেখা যায় বাবা মায়ের আইডিতে তাদের নামের অমিল রয়েছে, যেমন আবেদনকারীর এনআইডিতে তার পিতা-মাতার নাম একেকরকম এবং তাদের পিতা-মাতার এনআইডিতে তাদের নামের বানান আরেকরকম, তবে এটা কোন জটিল সমস্যা না। পাসপোর্ট আবেদন হবে সম্পূর্ণ আপনার এন আইডি কার্ডের তথ্য অনুযায়ী।

দেশ থেকে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের দেওয়া তথ্যের সঙ্গে আইডি কার্ডে নাম, বাবা-মায়ের নাম ও বয়স মিল থাকতে হবে। যদি তথ্যে গরমিল থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের তথ্যই গ্রহণ করা হবে।

পাসপোর্ট আবেদনকারীর এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে তার নামের বানানসহ সব তথ্যের মিল থাকতে হবে। তা না হলে পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। যদি কারো এনআইডির তথ্যের সমস্যা থাকে, তাহলে আগে সেটি সংশোধন করতে হবে। তারপর নির্বাচন কমিশনের সার্ভার থেকে সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

Similar Posts

2 Comments

  1. আমার বাবার আইডি কার্ডে মিয়া। আর আমার আইডিতে কাডে মোল্লা। এখন আমি আইডি কাড সহ পাসপোর্ট করেছি মোল্লা দিয়ে,, আমার ও মোল্লা বাবার নামের পড়ে মোল্লা দিয়ে করেছি। ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না পরামর্শ চাই। ধন্যবাদ

    1. কোন সমস্যা হবে না আশা করি৷ তবে ভবীষ্যত সুরক্ষায় আপনার বাবার আইডি কার্ড সংশোধন করতে পারেন, পরামর্শ থাকলো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।