এনআইডির সঙ্গে তথ্য মিল না থাকলে পাসপোর্ট করা যাবে না

অনেকেই প্রশ্ন করে থাকেন পাসপোর্ট আবেদন করার সময় আবেদন কপির সাথে এনআইডির তথ্য ভুল করে অমিল রয়ে গেছে, অথবা পিতা-মাতার এনআইডির নামের সাথে নিজের এনআইডির নামের মিল নেই এমন অবস্থায় পাসপোর্ট আবেদন করা যাবে কিনা, বা পাসপোর্ট আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা।

ই-পাসপোর্ট আবেদন পত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের নামসহ অন্যান্য তথ্য না মিললে পাসপোর্ট প্রক্রিয়া হয় না। এরপরও অনেকে পাসপোর্ট আবেদনে দিচ্ছেন এক তথ্য আর জাতীয় পরিচয়পত্রে তার আরেক তথ্য। এই তথ্যের গরমিল থাকায় পাসপোর্ট পেতে সমস্যা হচ্ছে অনেকের। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে পাসপোর্ট আবেদনে দেওয়া তথ্যের সঙ্গে এনআইডির তথ্য মিল থাকতে হবে, নইলে পাসপোর্ট আবেদন পুনরায় কাজ করার জন্য নির্ধারিত পাসপোর্ট অফিসে পাঠানো হবে অথবা আবেদনটি বাতিল করা হবে।

এই জটিলতা নিরসনে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বলছে, পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার যুক্ত। যদি পাসপোর্ট আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানা এনআইডির সঙ্গে মিল না থাকে, তাহলে পাসপোর্ট আর ইস্যু হয় না।

এছাড়া অনেক মনে করেন নিজের এনআইডি কার্ডের বাবা মায়ের যে নাম রয়েছে তাতে দেখা যায় বাবা মায়ের আইডিতে তাদের নামের অমিল রয়েছে, যেমন আবেদনকারীর এনআইডিতে তার পিতা-মাতার নাম একেকরকম এবং তাদের পিতা-মাতার এনআইডিতে তাদের নামের বানান আরেকরকম, তবে এটা কোন জটিল সমস্যা না। পাসপোর্ট আবেদন হবে সম্পূর্ণ আপনার এন আইডি কার্ডের তথ্য অনুযায়ী।

দেশ থেকে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের দেওয়া তথ্যের সঙ্গে আইডি কার্ডে নাম, বাবা-মায়ের নাম ও বয়স মিল থাকতে হবে। যদি তথ্যে গরমিল থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের তথ্যই গ্রহণ করা হবে।

পাসপোর্ট আবেদনকারীর এনআইডি বা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সঙ্গে তার নামের বানানসহ সব তথ্যের মিল থাকতে হবে। তা না হলে পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। যদি কারো এনআইডির তথ্যের সমস্যা থাকে, তাহলে আগে সেটি সংশোধন করতে হবে। তারপর নির্বাচন কমিশনের সার্ভার থেকে সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

Similar Posts

28 Comments

  1. আমার বাবার আইডি কার্ডে মিয়া। আর আমার আইডিতে কাডে মোল্লা। এখন আমি আইডি কাড সহ পাসপোর্ট করেছি মোল্লা দিয়ে,, আমার ও মোল্লা বাবার নামের পড়ে মোল্লা দিয়ে করেছি। ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না পরামর্শ চাই। ধন্যবাদ

    1. কোন সমস্যা হবে না আশা করি৷ তবে ভবীষ্যত সুরক্ষায় আপনার বাবার আইডি কার্ড সংশোধন করতে পারেন, পরামর্শ থাকলো

  2. আমার আব্বুর নাম ওনার আইডি কার্ডে আছে Mohammad Safikur Rahman কিন্তু আমার সার্টিফেকেটে আছে Mohammad Shafikur Rahman. এখানে একটা। Letter বেশি আছে(h). এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? প্লিজ জানাবেন👏

    1. আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুযায়ী যদি তথ্য সঠিক থাকে তাহলে আপনার সার্টিফিকেট এবং এনআইডি অনুসারে আবেদন করুন কোন সমস্যা হবে না

      1. আমার পাসপোর্টের সাথে জাতীয় পরিচয় পত্রের বয়স ৬ বছরের ব্যবধান।জাতীয় পরিচয়পত্রে ২০০২ আর পাসপোর্টে ১৯৯৬ এখন আমার পাসপোর্ট রিনিউ করতে কি প্রবলেম হবে? আর এটা কি সংশোধন করা যাবে? আমার এনআইডি কার্ড আমার সার্টিফিকেট দিয়ে করা ছিলো। এখন কি করতে পারি কেউ একটু পরামর্শ দেন প্লিজ।

        1. আপনি আপনার এনআইডি অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে নিবেন, এক্ষেত্রে পাসপোর্ট রি ইস্যু আবেদন করার সময় সংশোধন সংক্রান্ত একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে, যেখানে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এর বয়স এবং এনআইডি অনুযায়ী নতুন বয়স এর তথ্য উল্লেখ করতে হবে, আবেদনের অন্যান্য কাগজের সাথে এটিও জমা দিতে হবে

  3. ভাইয়া, আমার এনআইডি তে বাবার নাম “মোঃ আফসার উল্লাহ” দেয়া। এখন পাসপোর্ট এপ্লিকেশন ফিল আপ করার সময় ইংলিশে কি লিখব? MD AFSAR ULLAH? কোন ডট ছাড়া। নাকি শুধু AFSAR ULLAH লিখব?
    ২। আমি বিবাহিত। তাই স্বামীর ঠিকানা অনুযায়ী সব হবে। এক্ষেত্রে কি নিজের বাবা-মায়ের এনআইডি দিতে হবে? নাকি শুধু কাবিননামা এবং স্বামীর এনআইডি দিলেই হবে? ধন্যবাদ।

    1. MD AFSAR ULLAH দিতে হবে, আর বিবাহিত হলে কাবিননামা অবশ্যই দিতে হবে স্বামীর এনআইডি লাগবেনা , পাসপোর্টে ইমারজেন্সি কন্টাক্ট পেইজে আপনার স্বামীর নাম দেয়া থাকবে। আর পুলিশ ভেরিফিকেশনের সময় আপনার পিতামাতার এনআইডি কার্ড প্রযোজ্য হবে

      1. ধন্যবাদ। আমি আমার মা/বাবার পাসপোর্ট ও করছি। দুইজনেরই বয়স ৫৫+। এক্ষেত্রে উনাদের কাবিননামা তো নাই। সেটা সমস্যা হবে?

          1. ধন্যবাদ। মহিলাদের লাইনে ভিড় কি কম থাকে বায়োমেট্রিকের সময়? বাবা-মায়ের যেহেতু একসাথে করাচ্ছি, দুইজনের টা একই টাইমে করাতে পারলে একজনকে বসে থাকতে হত না তাহলে। মা এর সাথে বাবারটা দেয়া গেলে তাই উপকার হতো।

  4. আমার NID এর পিছনে ঠিকানা দেয়া চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার। NID পোর্টালে লগইন করে দেখলাম ওখানেও “Voter at this address” হিসেবে এই ঠিকানাই দেয়া।
    NID পোর্টালের Permanent Address হিসেবে যেই গ্রামের ঠিকানা দেয়া সেখানেই আমি এখন থাকি।
    তাই পাসপোর্ট করার সময় Present এবং Permanent Address দুইটাই সেইম দিলে কি প্রব্লেম হবে? (গ্রামের ঠিকানার বিদ্যুৎ বিল, হোল্ডিং ট্যাক্স, খতিয়ান আছে)।
    নাকি NID এর পিছনে দেয়া ঠিকানাতেই Present Address দিতে হবে?

    1. আপনার এনআইডি অনুযায়ী স্থায়ী ঠিকানা দিবেন। এবং বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই দিলে কোন সমস্যা হবে না, তবে যদি আপনি স্থায়ী ঠিকানায় না থেকে থাকেন এবং বর্তমান ঠিকানা চেয়ে আলাদা হয় তাহলে আলাদা আলাদা দিতে হবে, এবং আলাদা আলাদা জায়গার জন্য আলাদাভাবে ভেরিফিকেশন হবে

  5. পাসপোর্ট করতে নিজের নামে md এর পর ডট. দেওয়া যাবেনা এটা জানি, তবে বাবার md এর পর ডট আছে সেক্ষেত্রে কি ডট দেবো?

  6. আমার আইডি কার্ডে নাম সহিদ। এখন এনআইডি সংশোধন না করে মো:সহিদ দিয়ে কি পাসপোর্ট আবেদন করতে পারবো?আমি ইমার্জেন্সি পাসপোর্ট করতে চাই।এবং শুধু সহিদ দিলে কি ভিসা প্রসেসিং করতে কোনো ঝামেলা হবে?

    1. আপনার এনআইডি কার্ডে যে নাম দেয়া রয়েছে সেই নামেই পাসপোর্ট করতে হবে. অন্যথায় আবেদন বাতিল করা হবে

  7. ভাই আসালামু আলাইকুম।
    আমার একটি ই-পাসপোর্ট রয়েছে। আমার সব ডকুমেন্টস টিক রেখে ই-পাসপোর্ট তৈরি করেছি। কিন্তু এখন কোন এক কারণে আমার ই-পাসপোর্টের বয়স কমাতে চাই। এতে করে আমার কি করা উচিত।

  8. আমার সকল ডকুমেন্টস আর এনআইডি কাড এ বাবার নাম Md. Rezaul karim দেয়া। কিন্তু বাবার এনআইডি তে Md. Rejabul Huque দেয়া আছে। আমি পাসপোর্ট এর জন্যে আবেদন করছি, কিন্তু পুলিশ ফেরিফিকেশন এ নেগেটিভ দিয়েছে৷ বাবার আইডির সাথে না মিল থাকার জন্যে। এখন আমার করণীয় কি?

      1. জনাব,আমার আই কার্ড অনুযায়ী জন্ম নিবন্ধন করেছি,কিন্তু আমার পিতা মারা গেছেন অনেক আগে তাই এখন আমার পিতার আই ডি কার্ড নাই,তবে আমার মায়ের আইডি কার্ড আছে কিন্তু এটা দিয়ে কি পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সমস্যা হবে কি,আর আমার মায়ের আইডি কার্ডে মায়ের নাম রাশেদা খানম কিন্তু আমি আমার জন্ম আর আইডি কার্ডে একই দিলাম এখন আমার আইডি কার্ডে মায়ের নাম রাশেদ বেগম এতে কি কোনো সমস্যা হবে নাকি, এই ব্যাপারটা জানাবেন প্লিজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।