পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানুন
যাদের হাতে ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট রয়েছে এবং পাসপোর্ট এর মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে কিংবা খুব শীঘ্রই সম্ভবত মেয়াদ উত্তীর্ণ হবে, তাদের অবশ্যই পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানতে হবে, এবং এই নিয়ম অনুযায়ী পাসপোর্ট রিনিউ করতে হবে।
বর্তমানে পূর্বের মতো আর অফলাইনে পাসপোর্ট নবায়ন করার আবেদন করা যাচ্ছে না, একমাত্র অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার পাসপোর্টটি নবায়ন করতে পারবেন। আপনি যদি বর্তমানে বিদেশ অবস্থান করে থাকেন তাহলে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে পাসপোর্টটি রিনিউ করতে পারবেন। এবং দেশে থাকলে আপনার আঞ্চলিক/ বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি নবায়ন করার আবেদন করে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
যেহেতু বৈধ পাসপোর্ট থাকা আন্তর্জাতিক ভ্রমণের জন্য অপরিহার্য। তাই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই এটি রিনিউ করতে হবে। এই পোস্টে, আমরা ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪ এবং পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে এ সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করব।
জানুন পাসপোর্ট রিনিউ করার গুরুত্ব
আপনার পাসপোর্ট এর যদি মেয়াদ শেষ হয়ে যায় অবশ্যই মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে আপনি কোন দেশে ভ্রমণ করতে পারবেন না, যেহেতু পাসপোর্ট আপনার পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পাসপোর্টটি অবশ্যই রিনিউ করে নিবেন। আর অনেক দেশে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হয়।
পাসপোর্ট রিনিউ করার পূর্বে যা করণীয়
- প্রথমত , আপনি পাসপোর্ট যেই আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করেছিলেন পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে অনলাইন আবেদন করার পরে কাগজপত্র ঠিক একই অফিসে দাখিল করতে হবে, অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি যদি প্রথম অবস্থায় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে থাকেন তাহলে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে অবশ্যই রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে আবেদন করতে হবে।
- আবেদন করার পূর্বে অবশ্যই পাসপোর্ট নবায়ন করতে কি কি লাগে সেই সমস্ত ডকুমেন্ট সম্পর্কে অবগত হন এবং পূর্বেই ডকুমেন্টগুলো সংগ্রহ করুন।
- পাসপোর্ট রিনিউ ফি সম্পর্কে জানুন এবং কিভাবে এটি পরিশোধ করতে হয় এটি দেখুন।
- রিনিউ করার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই epassport.gov.bd ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পূর্বে অ্যাকাউন্ট থাকলে সেটা লগইন করুন অথবা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম
পাসপোর্ট রিনিউ কিংবা নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে ই পাসপোর্ট ওয়েবসাইট www.epassport.gov.bd লিংকে গিয়ে একটি নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। এ সময় অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার অলরেডি একটি মেশিন রিডেবল পাসপোর্ট অথবা ই পাসপোর্ট রয়েছে এবং সেটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর পরের কার্যক্রম ঠিক একটি নতুন পাসপোর্ট আবেদন করার মত ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। এভাবেই আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের সকল জেলায় পাসপোর্ট আবেদন কিংবা সংশোধন অথবা রিনিউ কার্যক্রম চালু আছে। আর বর্তমানে আপনার হাতে যদি একটি এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নবায়ন করার সাথে সাথে ই পাসপোর্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি আর মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট পাবেন না।
আপনি অনলাইনে নিজেই পাসপোর্ট রিনিউ করার ফর্ম পূরণ করতে পারবেন। পাসপোর্ট রিনিউ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য অনুযায়ী পাসপোর্টের তথ্য প্রদান করা হয়। যদিও রিনিউ করার সময় আপনাকে অবশ্যই পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে আর উক্ত পাসপোর্ট নাম্বার প্রদান করলেই আপনার ব্যক্তিগত তথ্য অটোমেটিক চলে আসবে।
যদি কোন তথ্য সংশোধন কিংবা পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই পাসপোর্ট সংশোধন আবেদন করতে হবে।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনের বলা হয়েছে নতুন পাসপোর্টগুলোতে Personal Data and Emergency Contact Page এ Spouse Name এর পরিবর্তে Legal Guardian’s Name অপশনটি থাকবে। এবং পাসপোর্টে কোন কিউআর কোড থাকবে না।
প্রবাসীদের পাসপোর্ট রিনিউ পদ্ধতি
এই কাজটি সহজভাবে করতে হলে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের দূতাবাসে চলে যাবেন, এরপরে সেখানে পাসপোর্ট ইস্যু কিংবা নবায়নের একটি অনলাইন আবেদন করবেন। অবশ্যই আবেদন করতে হলে আপনার পূর্ববর্তী পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, এর সাথে বাংলাদেশের থাকা আপনার জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন অনলাইন এর একটি অনুলিপি সংগ্রহ করে সাথে নিয়ে যাবেন, এবং এটি প্রিন্ট আউট করে আবেদনের সাথে জমা দিতে হবে,।
পূর্ববর্তী পাসপোর্ট এর কোন তথ্য যদি নতুন পাসপোর্ট পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার হতে পারে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে কোন ডকুমেন্ট লাগবে। তবে মনে রাখবেন আপনার পাসপোর্ট অনুযায়ী প্রবাসে আপনার আকামা/ রেসিডেন্সিয়াল কার্ড হয়ে থাকে। পাসপোর্টে কোন তথ্য পরিবর্তন হলে অবশ্যই আকামা কিংবা রেসিডেন্সিয়াল কার্ড সংশোধন করে নিবেন। আর প্রবাস থেকে পাসপোর্ট রিনিউ/ সংশোধন/ রি ইস্যু ফি করতে হবে মানি অর্ডার/ক্যাশিয়ার চেক/অফিসিয়াল চেক এর মাধ্যমে।
পাসপোর্ট রিনিউ করার অনলাইন আবেদন করতে হবে প্রাথমিকভাবে, এবং আবেদন করার সময় অবশ্যই জানতে যাওয়া হবে আবেদনটি আপনি বাংলাদেশে বসে করছেন নাকি বাংলাদেশের বাইরে বসে করছেন “Are You Applying from Bangladesh? “, আপনি যেহেতু প্রবাস থেকে আবেদন করবেন সেহেতু “ NO” select করে আপনাকে বাংলাদেশের বাহিরের দেশটি সিলেকশন করে দিতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া নিচে প্রদান করা হলো
অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার নিয়ম
পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে epassport.gov.bd ওয়েবসাইট থেকে Apply for New Passport লিঙ্কে প্রবেশ করতে হবে। এর পরে প্রাথমিকভাবে আপনাকে Passport Type এবং পাসপোর্টধারীর Personal Details এবং Address দিবেন। এরপরের ধাপে ID Documents অপশনে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এর তথ্য এবং ইস্যু করার বিস্তারিত কারণ উল্লেখ করুন।
পাসপোর্ট পোর্টাল থেকে নতুন পাসপোর্ট আবেদন কিংবা নবায়নের জন্য ক্লিক করলেই প্রাথমিক জানতে চাওয়া হবে Are You Applying from Bangladesh? এক্ষেত্রে যারা বাংলাদেশে বসে আবেদন করবেন তারা yes দেবেন অতঃপর আপনার জেলার নাম এবং প্রবাসে বসে যারা পাসপোর্ট রিনিউ আবেদন করবেন তারা no দিয়ে আপনার বর্তমান দেশের নাম সিলেক্ট করবেন, এরপরে একটি ইমেইল , পাসওয়ার্ড, একটি মোবাইল নাম্বার এবং আপনার নাম দিয়ে এভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অতঃপর একাউন্ট লগইন করে পুনরায় Apply for New Passport লিংকে গিয়ে passport type + personal details + address দিয়ে ID Document স্টেপে যাবেন।
এখানে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এমআরপি হয়ে থাকলে Yes, i have a machine readable passport (MRP) , এবং পূর্ববর্তী পাসপোর্ট যদি ই পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে Yes, I have Electronic Passport (ePP) অপশনটি বাছাই করুন।
এর পরের ধাপে What is the reason for your passport request? অপশন থেকে আপনার পাসপোর্টটি কোন কারণে ইসু কিংবা রিনিউ করবেন সেটি সিলেক্ট করতে হবে ।
এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন-
- CONVERSION TO EPASSPORT- এমআরপি থেকে ই পাসপোর্ট নবায়ন
- EXPIRED- পাসপোর্টের মেয়াদ শেষ
- LOST/ STOLEN- পাসপোর্ট হারিয়ে গেলে
- DATA CHANGE- তথ্য সংশোধনের জন্য
- UNUSABLE- পাসপোর্ট নষ্ট বা ছিড়ে গেলে।
- OTHER- অন্যান্য
আপনার পাসপোর্ট এর মেয়াদ যদি শেষ হয়ে থাকে তাহলে অবশ্যই EXPIRED সিলেক্ট করতে হবে, অথবা আপনার যদি অন্য কোন কারণ থাকে সেটি উল্লেখ করুন আপনার সুবিধামতো। এরপর আপনার পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট প্রদানের ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখতে হবে।
এরপর ধারাবাহিকভাবে যেমন একটি নতুন পাসপোর্ট আবেদন করবেন ঠিক তেমনি পাসপোর্ট এর পেজ সংখ্যা, পাসপোর্ট এর মেয়াদ, এবং অন্যান্য তথ্য লিখতে হবে। আবেদন করা শেষে অবশ্যই পাসপোর্ট আবেদন আইডি নম্বর সংগ্রহ করে রাখবেন। এবং আবেদন কপিটি প্রিন্ট করে নিবেন। এরপরে আপনার আবেদন পত্রের সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে আপনার আঞ্চলিক অথবা বিভাগীয় পাসপোর্টে জমা দিতে হবে।
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে?
- আবেদনপত্রের প্রিন্ট কপি
- পাসপোর্ট ফি পরিশোধের রশিদ
- জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পূর্ববর্তী পাসপোর্ট এর মেইন এবং ফটোকপি
- সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC
- রেজিস্ট্রেশন ফরম / সামারি পেজ
পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে?
নতুন পাসপোর্ট আবেদন এবং পাসপোর্ট রিনিউ করার ফি একই। সেক্ষেত্রে আপনাকে ৫ বছরমেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৪ হাজার ২৫ টাক, ৬৪ পৃষ্ঠার জন্য ফি ৬ হাজার ৩২৫ টাকা। অন্যদিকে ১০ বছরমেয়াদী ৪৮ পৃষ্ঠার জন্য ৫ হাজার ৭৫০ টাকা ও ৬৪ পৃষ্ঠার জন্য ৮ হাজার ৫০ টাকা ফি প্রদান করতে হবে। পাসপোর্ট ফি এ চালান কিংবা বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
পাসপোর্ট রিনিউ হতে কত সময় লাগে?
সাধারণত একটি নতুন পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে যে কয়েকটি প্রসেস সম্পন্ন হয় তবে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে এত প্রসেস দরকার হয় না। যেমন পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কোন পুলিশ ভেরিফিকেশনের দরকার হয় না (ক্ষেত্রবিশেষ)। এজন্য পাসপোর্ট রিনিউ হতে খুব কম সময় লাগে। বলতে গেলে সর্বোচ্চ 15-21 দিন সময় লাগতে পারে পাসপোর্ট রিনিউ হতে। এটা নির্ভর করবে পাসপোর্ট ডেলিভারির জন্য আপনি কত টাকা ফি প্রদান করেছেন তার উপরে।
পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যে ভুলগুলো মানুষ বেশি করে
- ভুল তথ্য প্রদান – আবেদন করার সময় ব্যক্তিগত কিংবা অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে গরমিল হলে আবেদন বাতিল হতে পারে
- প্রয়োজনীয় কাগজপত্রের অভাব – রিনিউ করার জন্য পর্যাপ্ত কাগজপত্র না থাকলে আবেদন বাতিল হবে
- অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতা – অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এটি না জেনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে আবেদন করে নিবেন।
- দ্রুত প্রসেসিংয়ের জন্য অতিরিক্ত অর্থ প্রদান – দালালের খপ্পরে পড়ে অনেকেই অতিরিক্ত অর্থ প্রদান করে তার পাসপোর্টটি দ্রুত হাতে পাওয়ার জন্য এটা মোটেও উচিত নয়।
- পাসপোর্ট ফি পরিশোধে বিলম্ব বা ভুল করা – আপনি যদি পাসপোর্ট ফি পরিশোধ ছাড়াই আবেদন সম্পন্ন করতে চান তাহলে এটি সম্ভব না, আপনাকে প্রাথমিকভাবে ফি পরিশোধ করে চালান কপি কিংবা ব্যাংক কপি প্রয়োজনীয় কাগজপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অবশ্যই আবেদন করার সময় আপনি যত পৃষ্ঠার এবং যত বছর মেয়াদী পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন আপনাকে সেই নির্দিষ্ট পরিমাণ ফি করতে হবে।
আমার পূর্ববর্তি MRP পাসপোর্টে স্পাউসের ডাকনাম দেওয়া। কিন্তু এনআইডি কার্ডে বংশগত নাম দেওয়া।এখন আমি স্পাউসের বংশগত নাম টিক রেখে পাসপোর্ট বানাতে চাই তা না হলে সৌদি আরব ইমিগ্রেশনে আমাকে আটকাবে।এক্ষেত্রে আমার কি করণীয়
বর্তমান নিয়ম অনুযায়ী পাসপোর্টে Spouse নাম থাকবে না৷ Legal Gardian থাকবে৷ যেহেতু আপনার বিষয়টা ভিন্ন এবং সংবেদনশীল। এ বিষয়ে তথ্য পাওয়ার জন্য পাসপোর্ট হেল্প লাইন ১৬৪৪৫ নম্বরে কল করুন।
আমি ২০১৫ সালে পাসপোর্ট করেছি, আমার নিজ জেলা মাদারীপুরে, তবে আমি ঢাকায় থাকি, এখন পাসপোর্ট রি-নিউ করব সেক্ষেত্রে ঢাকার উত্তরা আমার ঠিকানা দেখায়, আমি কি ঢাকায় করতে পারবো? ২০১৫ সালে পাসপোর্ট যখন করেছি তখন জন্মসাল ভুল ছিলো এখন NID কার্ড এর সাথে মিল রেখে নতুন জন্মসাল দিলে কি কোনো সমস্যা হবে। আর পাসপোর্ট রি-ইস্যু করার কারন কি মেয়াদ শেষ দিবো নাকি ডেটা পরিবর্তন দিবো?
প্রথম পাসপোর্ট যেই রিজিওন থেকে করা হয়েছে, রি ইস্যু একিই রিজিওনে করতে হবে৷ আর নতুন করে এনআইডি অনুসারে আবেদন করতে পারবেন৷ এ ক্ষেত্রে রিনিউ করার আবেদন করবেন৷ সাথে সংশোধন সংক্রান্ত একটি অঙ্গিকার নামা জমা দিতে হবে, অঙ্গিকার নামায় পূর্বের জন্ম সাল, আর নতুন চাহিত জন্ম সাল ও সংশোধনের কারন উল্লেখ করে দিতে হবে
আমার পূর্ববর্তী পাসপোর্ট এ নামের স্থানে সুধু একটি নাম দেয়া, অর্থাত নামের আগে পিছে কিছুই নেই, সুধু জুরাইজ এতোটুকুই নাম, এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে কী??
সমস্য হওয়া কথা না
আমি প্রবাসি, আমার ২ বার বাংলাদেশে নবায়ন করা হয়েছে, বাকি ২ বার বাহিরে। এখন আবার নবায়ন এর সময় এসেছে, হয়রানি থেকে বাঁচার জন্য, কি কি কাগজ নিতে হবে সাথে একটু বলবেন?
ব্যাংক এর জমা রশিদ, জন্ম নিবন্ধন বা আইডির ফটোকপি, পুরাতন পাসপোর্ট এর কপি?
আর কিছু লাগবে?
(হয়রানি করলে মাথায় রাগ এসে যায়, কিছু মনে করবেন না,অনেক বছর বাহিরে দুর্নীতি পছন্দ করিনা তাই)
জি যা যা বলেছেন সেগুলাই লাগবে,
মামুন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন?
বিষয় হচ্ছে, আমার পাসপোর্টের অনলাইন ফরম পুরন করতে ভুল করে,স্ত্রী যায়গায় আমার বড় ভাই এর
নাম লিখে সবমিট করে ফেলেছে। অনলাইনে টাকা ও জমা করে ফেলছে।
এই ভুল নাকি পাসপোর্ট অফিস ছাড়া কেউ ঠিক করতে পারে না? আমি পাসপোর্ট অফিসে গেছি কেউ সহযোগিতা করে নি,,,,চট্টগ্রাম অফিসে।
আমাকে একটা রাস্তা বের করে দেন,,ফরম ঐটা নাকি কেনছেল করলে অনলাইনে যে টাকা জমা দিছি ঐ গুলো চলে যাবে।
প্রথম কথা হল ভুলটা সংশোধন করতে হলে প্রথমত আবেদনটি বাতিল করতে হবে, বাতিল করতে এডি স্যারের নিকটে দরখাস্ত লিখতে হবে, যেহেতু আপনি অনলাইন পেমেন্ট করেছেন এক্ষেত্রে আপনার আবেদনের প্রেক্ষিতে অনলাইন ট্রানজেকশন হয়েছে, আর তাই অনলাইন সমস্ত পেমেন্টের আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে উক্ত একটু বাতিল হবে। এজন্য সকলকে পরামর্শ দিয়ে থাকি অফলাইন পেমেন্ট যেমন ব্যাংক ড্রাফ, অথবা ই চালান এর মাধ্যমে পরিশোধ করা, এক্ষেত্রে আবেদন বাতিল হলেও টাকা মাইর দেওয়ার কোনো চান্স নাই
মামুন ভাই, এডি স্যার এর বরাবর যে দরখাস্ত করতে হবে, ঐ দরখাস্তের লিংকটা একটু দেবেন?
এটি হাতে লিখে জমা দিলেও হবে৷ আবদেনে আপনার নাম, পরিচয়, পাসপোর্ট এপ্লিকেশন OID/Reference Number & Date of birth এবং বাতিলের কারন সমুহ লিখতে হবে।এরপরে জমা দিতে হবে
আমার মেয়ের বয়স ৭, পাসপোর্ট রিনিউ করবো, আমার মেয়ের প্রথম পাসপোর্ট এর সময় আমার এনআইডি ছিলো না, আমার মেয়ের জন্মনিবন্ধনে মায়ের নাম শুধু ফারহানা ছিলো, এখন আমার এনআইডি তে ফারহানা আক্তার দেওয়া, আমি এখন কিভাবে এপ্লাই করবো?
সংশোধন করার জন্য একটি অঙ্গিকারনামা প্রদান করতে হবে৷ বিস্তারিত সংশোধন পেজে দেখুন
আসসালামু অলাইকুম।ভাইয়া আমি বিদেশ থেকে পাসপোর্ট রেনুয়াল করছি ঝামেলা ছাড়া। কিনতু দেশে এসে রেনুয়াল করতে ঝামেলা হচ্ছে। কারন আমার পাসপোর্ট এর ঠিকানা ও এন আইডি কার্ডের ঠিকানা ভুল আছে। এবং আমার জন্ম নিবন্ধন কার্ড এর সাথে এন আই ডি কার্ড এর বয়স 6বছর কম। এমত অবস্থায় কি করতে পারি।
প্রথমে আপনার এনআইডি সংশোধন করুন, এরপরে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করুন
আমি পাসপোর্ট রিনিউ করব কিন্ত আমার পাসপোর্টে আমার বাসার নাম্বার ৮৩ যেইটা ঠিক আছে। তবে আমার এন আইডি কার্ডে বাসার নাম্বার ভুল করে ৮৬ দিয়েছে বাকি সব ঠিক আছে। এখন রিনিউ করার সময় বাসার নাম্বার ৮৩ এই রাখবো নাকি এন আইডি কার্ডে যেইটা আসছে ৮৬ দিয়ে পাসপোর্ট আবেদন করব।
এটা তেমন কোন সমস্যা নয়৷ আগের তথ্য রেখেই আবেদন করতে পারেন
পাসপোর্টের মেয়াদ শেষ হবে আগামী বছর ডিসেম্বর মাসে।এখন কি রিনিউ করা সম্ভব?
জি সম্ভব
আস্সালামুয়ালাইকুম,আমি ছাত্র থাকাকালীন সময় আমার পাসপোর্ট করিয়েছিলাম।বর্তমানে আমি সরকারি চাকরীতে কর্মরত আছি।এমতাবস্থায় আমার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের নবায়নের ক্ষেত্রে কি আমার বর্তমান চাকরীর কথা উল্লেখ করতে হবে?
আপনাকে অবশ্যই সরকারি চাকরিজীবী উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে আপনার এনওসি লাগবেই
আমার বর্তমান পাসপোর্টটি এমআরপি পাসপোর্ট। আগামী ৪ঠা নভেম্বর, ২০২৪ এ মেয়াদ শেষ হবে। তাই পাসপোর্টটি নবায়ন করতে চাইছি। যেহেতু আমার পাসপোর্টের এখনও ১.৫/২ মাসের মতো মেয়াদ আছে আমি কোন অপশনটি সিলেক্ট করবো অনুগ্রহ করে যদি বলতেন? এখানে নবায়নের ক্ষেত্রে অপশন আছে Conversation from MRP to e-passport, Expired, Others etc.
অগ্রিম ধন্যবাদ।
যেহেতু রিনিউ করবেন সেক্ষেত্রে Expired দিতে হবে
আসসালামু আলাইকুম আমার পাসপোর্ট এর পুলিশ ভেরিফাই এর সময় পুলিশ আমার ঠিকানায় ভুল পাওয়ার কারণে আমার পাসপোর্ট রি-ওয়ার্ক ইসু আসছে। এখন রিওয়ার্ক ইসু ঠিক করতে হলে পাসপোর্ট অফিসে কি কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর নিতে হলে কি নিতে হবে।
পুনরায় পুলিশ ভেরিফিকেশনের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর AD স্যারের সাথে কথা বলুন
আমি লিবিয়াতে আছি, আমার ই পাসপোর্ট হারিয়ে ফেলেছি।লিবিয়ায় থাকা
বাংলাদেশ দূতাবাস এর সাথে কথা বলেছি, ওনারা জানায় যে, লিবিয়ায়তে ই পাসপোর্ট করা সম্ভব না।
আমি পাসপোর্ট ছাড়া অনেক বিপদে আছি।
শুধু আমি না আমার মতো আরো অনেকে একই সমস্যা পড়েছে
আমায় একটু সাহায্য করুন ভাই।
ধন্যবাদ।
এক্ষেত্রে একমাত্র দূতাবাস ছাড়া আপনাকে সহযোগিতা করার মত কেউ নেই
আসসালামু আলাইকুম।
ভাই, আমি যখন প্রথম পাসপোর্ট করেছিলাম তখন spouse name এ বাবার নাম ছিল কিন্তু বর্তমানে বিবাহিত হওয়ায় spouse / Legal Guardians Name এ স্ত্রীর নাম দিতে চাইলে কি করতে হবে? অথবা আমার পাসপোর্ট এ Legal Guardians এ বাবার নাম রেখে দিয়ে যদি স্ত্রীর পাসপোর্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে কি-না?
বিবাহিত হলে অবশ্যই পাসপোর্টে spouse তথ্য দিতেই হবে, Legal Gurdians শুধু সেই সমস্ত ব্যক্তির জন্য যাদের বাবা-মায়ের তথ্য নির্দিষ্ট নেই। পাসপোর্টে শুধুমাত্র ইমারজেন্সি কন্টাক্ট এ পিতা-মাতা কিংবা রক্তের সম্পর্কের কাউকে রাখা যাবে। বিবাহিত হলে ইমার্জেন্সি কন্টাক্টে স্পাউন নাম আসবে
ভাইয়া আমার পাসপোর্ট এ আমার স্বামীর নামের পরিবর্তে বাবার নামে করতে চাই,এক্ষেত্রে করনীয় কি?
বিবাহিত হলে পাসপোর্ট এর স্বামীর নামই থাকবে
আমার পাসপোর্ট রিনিউ করতে আমার পিতা জমা দিতে পারবে কি না?
জিনা পাসপোর্ট ইস্যু করতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে, রিনিউ করতে হলে অবশ্যই ছবি এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়
যে সকল দেশ এ এখনো ই পাসপোর্ট রেনু করা যাচ্ছে না। তাদের করনিয়ো কী
দেশে এসে এই পাসপোর্ট রিনিউ করতে হবে
আমার ই-পাসপোর্ট এর মেয়াদ ২০২৬ সালের এপ্রিলের শেষ হবে। আমি ২০২৫ সালে পিএইচডির জন্য দেশের বাইরে যাব। এখন আমার পাসপোর্ট রিনিউ করা প্রয়োজন। রিনিউ করার ক্ষেত্রে আমি কোন অপশনটি সিলেক্ট করব? Expired or others?
expired দিতে হবে
আসসালামু আলাইকুম ভাইয়া। ২০১৯ সালে ই-পাসপোর্ট করেছিলাম। এখন আবার রি-ইস্যু করতে চাই কারণ আমার মায়ের নামে একটা লেটার ভুল আছে। যেমন Shilpe আছে পাসপোর্টে কিন্তু আমার স্মার্টকার্ডে আছে Shilpi. এক্ষেত্রে কি রি-ইস্যু করতে ঝামেলা হবে? আমার মায়ের স্মার্টকার্ডেও Shilpi আছে। তাছাড়া আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা ছিল বাবার বাড়ির ঠিকানায়। এখন আমি বিবাহিত। বর্তমান ঠিকানা স্বামীর বাড়ির ঠিকানা দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার আঞ্চলিক অফিস ভিন্ন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে?
স্মার্ট কার্ডের সাথে মিল রেখে নতুন করে রিইসু আবেদন করুন, হাতে একটি সংশোধিত অঙ্গীকারনামা দিতে হবে,
Brother, আমার বাবা, মা এবং স্ত্রীর পাসপোর্ট আনতে আমি যাবো। এক্ষেত্রে অথোরাইজেশন লেটারে “আমার …… কারণে পাসপোর্টটি নিতে আসা সম্ভব হচ্ছে না।” — এখানে কি লিখব? নাকি কোন কারণ না লিখে শুধু অনুমতি দিলাম বললেও হবে?
বিষয় হলো অনেক পাসপোর্ট অফিসে ফিঙ্গার ছাড়া পাসপোর্ট দেয় না, এক্ষেত্রে অথরাইজেশন লেটার শুধুমাত্র অনুমতি থাকলে হবে
ভাইয়া আমার আত্মীয় দুবাই তে অবস্থান করছেন। তার পাসপোর্ট এর মেয়াদ শেষ এবং তিনি ডিভোর্সি ও তবে এখনো ২য় বিয়ে করেননি। কিন্তু পাসপোর্টে স্পাউস নাম এ তার স্ত্রীর নাম আছে। এখন তিনি চাচ্ছেন স্ত্রীর নাম সরিয়ে ফেলবেন আবার পাসপোর্ট রিনিউ ও করতে হবে। সেক্ষেত্রে করনীয় কি? এবং কোনটা কিভাবে আগে করতে হবে? এই কাজ এর ক্ষেত্রে কোনো ভাবে কি তার পূর্বের স্ত্রীর এনআইডি বা কিছু প্রয়োজন আছে কি না? যদি তথ্য দিয়ে সাহায্য করতেন।
পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে মেরিটিকাল স্ট্যাটাসের সময় ডিভোর্সড দিলেই হবে এবং প্রমাণপত্র হিসেবে ডিভোর্স লেটারের কপি দিতে হবে তাতেই হবে
ভাইয়্যা আসসালামু আলাইকুম। পাসপোর্ট রিনিউ করতে সত্যায়িতকরন ও নোটারী পাবলিক করতে হয় কি?
জ্বী না দরকার হয় না
আমি আগে Uttara থেকে পাসপোর্ট করেছি।এবং আমার স্থায়ী ঠিকানা ফরিদপুর। কিন্তু আমি এখন Dhanmondi তে অবস্থান করছি।সেক্ষেত্রে আমি কি আগাড়গাও থেকে আমার পাসপোর্ট রিনিউ করতে পারবো? নাকি আমাকে আবার Uttara থেকে করতে হবে?. এখানে শুধু present address change হবে। এবং সেক্ষেত্রে কি আমার আবার পুলিশ ভেরিফাই হবে?
জি আপনি আগারগাঁও থেকে পাসপোর্ট রিনিউ করতে পারবেন, আর বর্তমান ঠিকানা পরিবর্তন হলে বর্তমান ঠিকানার উপযুক্ত প্রমাণ পত্র যুক্ত করতে হবে আবেদনের সাথে, পরবর্তীতে পুলিশ পুলিশ ভেরিফিকেশন প্রযোজ্য হবে