সৌদি মেডিকেল রিপোর্ট চেক

আপনি যদি সৌদি আরব যেতে চান এবং অলরেডি ভিসা আবেদন করেছেন পরিশেষে ভিসার জন্য মেডিকেল পরীক্ষা দিয়েছেন তাহলে আর অপেক্ষা না করে এখনই আপনার সৌদি মেডিকেল রিপোর্ট চেক করে দেখুন এবং জানুন আপনি সৌদি আরব যাওয়ার জন্য ফিট নাকি আনফিট। সৌদি মেডিকেল চেক করার বিস্তারিত প্রক্রিয়া নিচে তুলে ধরা হলো –

সৌদি আরব ভিসার জন্য মেডিকেল পরীক্ষা হল একটি বাধ্যতামূলক প্রক্রিয়া যা সকল আবেদনকারীকে সম্পন্ন করতে হবে। এই পরীক্ষার উদ্দেশ্য হল নিশ্চিত করা যে আবেদনকারী শারীরিকভাবে সৌদি আরবে বসবাস এবং কাজ করার জন্য উপযুক্ত।

সাধারণত একটি মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে কয়েকটা দিন অপেক্ষা করতে হয় চূড়ান্ত রিপোর্ট পাওয়ার জন্য। আর অপেক্ষা শেষে আপনি কিভাবে জানবেন আপনি মেডিকেল পরীক্ষার রিপোর্ট ইতিবাচক নাকি নেতিবাচক। জি ভাই এটি আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।

সৌদি মেডিকেল রিপোর্ট চেক

সৌদি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিজিট করতে হবে Wafid Medical Status পেইজে। এরপরে আপনাকে বাছাই করে নিতে হবে Passport অথবা Wafid Slip অপশন। এরপর আপনার পাসপোর্ট নাম্বার অথবা ওয়াফিদ স্লিপ নম্বর টাইপ করতে হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে হলে আপনাকে জাতীয়তা বাংলাদেশী বাছাই করে নিতে হবে। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করলে সৌদি মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে।

পূর্বে সৌদি মেডিকেল চেক করার জন্য সার্ভার ছিল v2.gcchmc.org , বর্তমানে উক্ত দেশের ইমিগ্রেশন মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে সার্ভার পরিবর্তন করে wafid করেছে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক

  • ভিজিট করুন wafid.com/medical-status-search/
  • By passport Number সিলেক্ট করুন
  • আপনার পাসপোর্ট নাম্বার টাইপ করুন
  • জাতীয়তা “Nationality” Bangladeshi বাছাই করুন
  • সব শেষে Check বাটনে ক্লিক করুন
সৌদি মেডিকেল রিপোর্ট চেক

Wafid স্লিপ নাম্বার দিয়ে সৌদি মেডিকেল চেক

সৌদি মেডিকেল চেক
  • পূর্বের মতো ওয়াফিদ মেডিকেল রিপোর্ট সেন্টারে প্রবেশ করুন
  • এরপরে by passport number এবং Wafid Slip অপশন থেকে Wafid Slip বাছাই করুন
  • আপনার ওয়াফিদ স্লিপ নাম্বার প্রবেশ করান
  • সবশেষে Check বাটনে ক্লিক করুন।

Similar Posts

5 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।