কাতার মেডিকেল রিপোর্ট চেক করুন
আজকের এই পর্যায়ে আমি আপনাদের একটি নির্দেশনা দিব যে কিভাবে আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করবেন। আপনি এই কাজটি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন।
বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ কাতারের ভিসা নিয়ে কাতারে পাড়ি দিচ্ছে, ২০২৩ সালের হিসাব অনুযায়ী, কাতারে প্রায় ৫ লাখ বাংলাদেশি রয়েছে। কাতারে বাংলাদেশিরা বিভিন্ন পেশায় কর্মরত, যেমন:
- নির্মাণ শ্রমিক
- সেবা খাতের কর্মী
- শিক্ষক
- প্রকৌশলী
- ডাক্তার
কাতারে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ-সুবিধা বেশ ভালো। কাতারে বাংলাদেশিরা ভালো বেতন পান এবং তাদের জীবনযাত্রার মানও ভালো। তবে কাতারে যাওয়ার জন্য কাতারের ভিসার আবেদন করতে হয়। আর ভিসা আবেদন করার পরে অবশ্যই আপনাকে একটি মেডিকেল চেকআপ করতে হবে। সাধারণত মেডিকেল চেকআপ করার সময় যে সমস্ত পরীক্ষা করা হয়-
কাতারে মেডিকেল পরীক্ষার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত পরীক্ষাগুলো দিতে হবে:
- রক্ত পরীক্ষা
- প্রস্রাব পরীক্ষা
- এক্স-রে
- ইসিজি
- সিটি স্ক্যান (যদি প্রয়োজন হয়)
কাতার মেডিকেল রিপোর্ট কতদিন পর পাওয়া যায়
বাংলাদেশ থেকে কাতার মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেতে সাধারণত ৭-১০ দিন সময় লাগে। তবে, যদি পরীক্ষার ফলাফলের জন্য অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হয়, তাহলে রিপোর্ট পাওয়ার সময় আরও বেশি হতে পারে। আপনার পরীক্ষার রিপোর্ট কি এসেছে এটি জানতে হলে আপনি Qatar Medical Report Online Check করতে পারেন।
কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম
কাতার মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিজিট করতে হবে QMC -Qatar Medical Center ওয়েব সাইটে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা কাগজ থেকে পাওয়া ভিসা নম্বর টাইপ করতে হবে। ক্যাপচা ভেরিফাই করার পরে সাবমিট বাটনে প্রেস করলে কাতার মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস জানতে পারবেন।
- কাতার মেডিকেল চেক করতে ভিজিট করুন qatarmedicalcenter.com/status-check
- এরপরে প্রথমে আপনার ভিসা নম্বর টাইপ করুন
- আপনার পাসপোর্ট নাম্বার প্রদান করুন
- i am not a robot ফিলাপ করুন
- সবকিছু সাবমিট বাটনে ক্লিক করলে মেডিকেল রিপোর্ট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে.
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম
আমি গত ১৬ই অক্টোবর কাতার যাওয়ার উদ্দেশ্যে মেডিক্যাল টেস্ট সম্পন্ন করেছি, তবে ২ মাস ১৫ দিন হতে চললো রিপোর্টের কোন ধরনের তথ্য পাইনি বা জানানো হয় নি। এমতাবস্থায় আমার করণীয় কি?
মেডিকেল রিপোর্ট চেক করে দেখুন অনলাইনে পাওয়া যায় কিনা না হলে যেই মেডিকেল সেন্টারে টেস্ট করেছেন সেখানে যোগাযোগ করুন