পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন
নতুন করে পাসপোর্ট আবেদন কিংবা রিনিউ এর ক্ষেত্রে আর পুলিশ ভেরিফিকেশন এর বাধ্যবাধকতা থাকছে না, মঙ্গলবার ৪ ই ফেব্রুয়ারি ২০২৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনকে পাসপোর্টের মূল ভিত্তি ধরা হয়েছে যার কারণে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন থাকছে না। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার বিষয়ে বেশির ভাগ প্রতিনিধি মত দিয়েছেন।
এখন থেকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আর হয়রানি হবে না প্রার্থীদের। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন একটি দীর্ঘ প্রক্রিয়া যা অনেক সময় জরুরী পাসপোর্ট পাওয়া থেকে মানুষকে হতাশ করে। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত প্রদান করেছেন যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না থাকলে তারা খুবই দ্রুত পাসপোর্ট হাতে পাবেন।
অর্থাৎ আবেদনকারীর জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড কে পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এরপরে পাসপোর্ট প্রিন্টিং প্রক্রিয়া শুরু হবে। তবে আবেদনকারীর আইডি কার্ড এবং জন্ম নিবন্ধনে যদি কোন কোন ভুল পরিলক্ষিত হয় তবে তা সংশোধন বাধ্যতামূলক, কোন ভুল থাকলে সেটি লোকাল রিওয়ারক পাঠানো হবে।
অনলাইনে আবেদন করতে অবশ্যই প্রার্থীকে তার জন্ম নিবন্ধন (ডিজিটাল) এবং এনআইডি নম্বর উল্লেখ করতে হবে। এই দুটি সঠিক থাকলে পাসপোর্ট ইস্যুতে কোনো বাধা থাকার কথা নয়। উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে। পরবর্তীতে আরেকটি সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সভায় বেশির ভাগ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার বিষয়ে মত দিয়েছেন। সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়।