পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে? সত্য জানুন

ঠিক বেশ কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কে জানানো হয়েছিল পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না , আর এই নিউজ এর প্রেক্ষিতে অনেক নতুন আবেদনদাতা সরাসরি জানতে চান যে পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশন লাগে ?

তবে হ্যাঁ এটা সত্য যে , পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এবং এই নিয়মটি বর্তমানে চালু রয়েছে আর তাই যারা নতুন পাসপোর্ট আবেদনকারী রয়েছেন তারা নির্দ্বিধায় পাসপোর্ট আবেদন করতে পারবেন এবং কোন প্রকার পুলিশ ভেরিফিকেশন এর ঝামেলা পোহাতে হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনভোগান্তি লাঘবে পাসপোর্ট সেবা সহজ করতে পরিপত্রে বেশ কিছু নির্দেশনা থাকবে।

এক. নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হবে।

দুই. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে।

তিন. পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে।

চার. পাসপোর্ট আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র ডেটাবেজ বা জন্মনিবন্ধন ডেটাবেজের সঙ্গে যাচাই করা হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৫ (২) ধারার উদ্দেশে পূরণকল্পে প্রয়োজনীয় তদন্ত শেষ হয়েছে বলে গণ্য হবে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন নাই সেহেতু আপনার সম্পূর্ণ এনআইডি এর উপর ভিত্তি করে আপনার পাসপোর্ট তৈরি হবে তাই এনআইডিতে কোন প্রকার ভুল থাকলে সেটিকে পূর্বে সংশোধন করে নিতে হবে, তাছাড়া আপনার পাসপোর্ট আবেদনের সাথে এনআইডির সম্পূর্ণ মিল থাকতে হবে এমনকি পিতা মাতা স্থায়ী অস্থায়ী ঠিকানার মিল থাকতে হবে।

অনেকের কাছে স্মার্ট কার্ড না থাকায় তাদের কাছে জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন কপি অর্থাৎ সার্ভার কপি চাওয়া হয় এক্ষেত্রে নির্ধারিত নির্বাচন অফিসে গিয়ে সার্ভার কপি সংগ্রহ করে পাসপোর্ট এর অন্যান্য আবেদন ডকুমেন্টের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে।

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন না থাকায় অনেকে ভেবেছেন পাসপোর্ট করতে যে ডকুমেন্ট প্রয়োজন হতো তার কোন পরিবর্তন হয়েছে কিনা, না তার কোন পরিবর্তন হয়নি, বরং পূর্বের নিয়মের চেয়ে বর্তমানে একটু বেশি করাকরি নিয়ম চলছে। আপনার সমস্ত ডকুমেন্ট বিশদভাবে যাচাই করে সত্যায়ন করতে হবে।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।