ই পাসপোর্ট চেক করুন | E Passport Check Online
যারা সদ্য ই পাসপোর্ট আবেদন করেছেন এবং পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করার উপায় সম্পর্কে জানেন না তারা চাইলে ঘরে বসে মাত্র ১ মিনিট সময়ের মধ্যে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস কিংবা পাসপোর্ট কবে হাতে পাবেন জানতে হলে অবশ্যই আপনাকে ই পাসপোর্ট চেক করতে হবে। ই পাসপোর্ট ডেলিভারি চেক বা পাসপোর্ট চেক করতে নিয়মটি ফলো করুন।
বর্তমানে ই পাসপোর্ট চেকিং ওয়েবসাইট epassport.gov.bd ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইজ থেকে Online Registration ID (OID) অথবা Passport Application ID দ্বারা পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যায়। এবং পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানা যায়। আপনি যদি পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে না জানেন তাহলে আপনি অন্য কোন দক্ষ ব্যক্তি দ্বারা পাসপোর্ট চেক করে নিতে পারেন। পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম জানুন।
পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে দুই পদ্ধতিতে-
- অনলাইনের মাধ্যমে
- এসএমএস এর মাধ্যমে
E Passport Check Online – যা যা লাগবে
পাসপোর্ট আবেদন শেষে অনলাইন থেকে প্রদত্ত একটি আইডি নাম্বার (OID) প্রদান করা হয়। তাছাড়া পাসপোর্ট এর কাগজ জমা দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হয়। উক্ত ডেলিভার স্লিপে একটি রেফারেন্স নাম্বার থাকে। এই দুটির যে কোন একটি নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ যেটি আপনি পাসপোর্ট আবেদনে দিয়েছিলেন সেটি দরকার হবে পাসপোর্ট চেকিং করতে। মোটকথা-
ব্যাস এগুলোর সাহায্যেই আপনাকে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে হবে। এখন কথা হল ID কোথায় খুঁজে পাবেন? আপনি যখন পাসপোর্ট এর কাগজপত্র জমা দিয়েছেন তখন পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। উক্ত স্লিপের ডান ও বাম পাশে একটি ইউনিক নাম্বার রয়েছে সেটি Application ID এছাড়াও অনলাইনে আবেদন শেষে আপনাকে একটি আবেদন আইডি সম্বলিত পেইজে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে Online Application ID বা OID নাম্বার রয়েছে। নিচে ইমেজ স্লাইডারে দুটি ছবি দেওয়া রয়েছে
ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার জন্য e-Passport Portal এর Status Check পেইজে ভিজিট করুন। তারপর আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID বা Online Registration ID এবং আপনার জন্ম তারিখ DD-MM-YYYY ফরমেটে টাইপ করুন। সবশেষে I am Not Robot ফিলাপ করে Check Status ক্লিক করলে পাসপোর্ট হয়েছে কিনা বা পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রথমে ভিজিট করুন এ পাসপোর্ট এর ল্যান্ডিং ওয়েবসাইট https://www.epassport.gov.bd এরপরে মেনু থেকে Check Status লিংকে যেতে হবে। এই পেজ ভিজিট করার পরে নিচের মত একটি স্থিরচিত্র দেখতে পাবেন-
- এখানে আপনার অনলাইন নিবন্ধিত রেজিস্ট্রেশন আইডি অথবা ডেলিভারি স্লিপে থাকা রেফারেন্স নাম্বার/ Application ID টাইপ করুন
- এরপরে আপনার নিবন্ধিত জন্ম তারিখ উল্লেখ করুন
- i am not a robot ফিলাপ করতে হবে।
- শেষে Check বাটনে ক্লিক করলে পাসপোর্ট স্ট্যাটাস দেখানো হবে নিচের ছবির মতন
ঠিক এমন ভাবে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস আসতে পারে। সব স্ট্যাটাসের মানে আপনি নাও বুঝতে পারেন। আর পাসপোর্ট এর কোন স্ট্যাটাসের কি মানে এটা নিয়ে আমাদের বিস্তারিত একটি আর্টিকেল রয়েছে।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে হলে passport check ফর্মে আপনার ডেলিভারি স্লিপে থাকা স্লিপ নম্বর এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে, তাহলে পাসপোর্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। আপনার ডেলিভারি স্লিপটি কেমন হবে তা উপরে ছবিতে দেওয়া রয়েছে, ডেলিভারি স্লিপ দিয়ে খুব সহজেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করুন
আপনার ই পাসপোর্ট আবেদন প্রদত্ত হলে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ টাইপ করতে হবে।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP Application ID Number, এবং এটি লিখে পাঠাতে হবে 16445 নম্বরে।
উদাহরণঃ SRART EPP 1234-56789548
ফিরতে এসএমএস এ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার ই পাসপোর্ট সম্বলিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। আশা করি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে।
ই পাসপোর্ট ডেলিভারি চেক
ই পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত তথ্য এ পাসপোর্ট অনলাইন চেক করার মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি এমনটা হয় – Passport Issued, তাহলে ধরে নেবেন আপনার পাসপোর্ট লোকাল পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়েছে।
এছাড়াও আপনার পাসপোর্ট লোকাল অফিসে ডেলিভারি হওয়ার পূর্বে কনফার্মেশন এসএমএস আপনার মোবাইলে পাঠানো হবে। এরপরে ডেলিভারি স্লিপ জমা দিয়ে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিতে পারবেন।
দেখুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক কিভাবে করতে হয়
জিজ্ঞেসিত প্রশ্ন সমূহ – FAQ
যদি কোন কারণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় সে ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কপি, এন আই ডি’ র কপি, আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি (যদি সম্ভব হয়)এবং জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসের জমা দিতে হবে, এরপর নতুন ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে।
যদি আপনার স্ট্যাটাসে -Deliveried লেখা দেখতে পারেন তাহলে ধরে নিবেন আপনার পাসপোর্টটি লোকাল অফিসে ডেলিভারি করা হয়েছে
আপনি যদি পাসপোর্ট স্ট্যাটাস এর কোন মানে না বুঝেন তাহলে এই লিঙ্ক থেকে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস এর মানে বা অর্থ দেখতে পারেন।
আমি ই-পাসপোর্ট করেছি চার মাস হলো আমার কাছে স্লিপ আছে কিন্তু এখন পর্যন্ত কোনো মেইল অথবা এস এম এস আসে নাই।আপনাদের সহযোগিতা কাম্য….
আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস যতই করে দেখুন
আমি পাসপোর্ট করতে দিয়েছি 24/03/24 তারিখ এখন আমার পাসপোর্ট খুবই প্রয়োজন সে ক্ষেএে আমি কি করতে পারি???
জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন হলে আপনাকে জরুরী পাসপোর্ট আবেদন করতে হবে
আসসালামু আলাইকুম
অয়ালাইকুম আসসালাম
করা
আমি ১১.তারিখ ৬. মাস জমা দিছি আজ ৯. তারিখ কোনো এসএমমেস আসেনি আমার খুব দরকার পাচপোট
স্ট্যাটাস কি বলে?
আমার অনলাইন স্ট্যাটাসে “passpor shipped ” দেখাচ্ছে। এর মানে কি? অফিসে পাসপোর্ট এসে গেছে বা মেসেজ না আসলেও আমি অফিসে গিয়ে সংগ্রহ করতে পারবো এরকম কোনো কিছু কি বুঝাচ্ছে??
মেসেজ না আসা পর্যন্ত অপেক্ষা করুন, তবে আপনার পাসপোর্টটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে গিয়েছে, মেসেজ এলেই সংগ্রহ করতে পারবেন
অপরাহ্ন এ
আমার অনলাইন স্ট্যাটাসে “passpor shipped ” দেখাচ্ছে। এর মানে কি? অফিসে পাসপোর্ট এসে গেছে বা মেসেজ না আসলেও আমি অফিসে গিয়ে সংগ্রহ করতে পারবো এরকম কোনো কিছু কি বুঝাচ্ছে??
জবাব
পাসপোর্ট আপনার লোকাল অফিসে স্থানান্তর করা হয়েছে, আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারবেন এখন
না
আমি ইমার্জেন্সি আবেদন করেছি, আফিসে ফাইল জমা দিয়েছি ৭ তারিখে। পুলিশ ভেরিফিকেশন ৩য় দিনই হয়ে গেছে।, স্লিপ অনুযায়ী গতো ১৯ তারিখে আমার পাসপোর্ট সংগ্রহ করার কথা ছিলো কিন্তু, আমার পাসপোর্ট স্ট্যাটাস ৬ দিন যাবত “passport shipped” দেখাচ্ছে এখনো ম্যাসেজ আসার কোন খবর নাই।আজ ১৭ দিন হয়ে গেছে।এরকম হলে বেশি টাকা দিয়ে ইমার্জেন্সি আবেদন করে আমার কি লাভ হলো? এখন আমার কি করা উচিৎ?
এই স্ট্যাটাস দেখে থাকলে অবশ্যই আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন, মেসেজের অপেক্ষা না করে জরুরি যোগাযোগ করুন আঞ্চলিক পাসপোর্ট অফিসে
আমার পাসপোর্ট আমি পাইছি।এটা এখন কিভাবে চেক করতে পারবো
পাসপোর্ট হাতে পাওয়ার পর আর কি চেক করবেন
আমার ভাইয়ের পাসপোর্ট susppend লেখা দেখাচ্ছে এখন আমি কি করতে পারি।দয়া করে জানাবেন প্লিজ
আপনার আবেদনের সাথে যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন উক্ত কাগজগুলোর মধ্যে আবেদনের তথ্যের অমিল থাকায় আপনার আবেদনটি স্থগিত রাখা হয়েছে, পুনরায় তথ্যগুলো সংশোধন করার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রেরণ করা হয়েছে, এজন্য আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে AD এর সাথে কথা বলে সংশোধিত ডকুমেন্টগুলো জমা দিন
আমার পাসপোর্ট কী ভাবে বের করবো
পাসপোর্ট বের করা বলতে কি বোঝাতে চাচ্ছেন?
Amr status dekhacche passport shipped…ami ki akhon passport niye ashte prbo…??
মোবাইলে এসএমএস না আসা পর্যন্ত অপেক্ষা করুন
স্যার আমার mrp পাসপোর্ট ছিল। আইডিকাডের সাথে ঠিকানা মিল ছিলনা। এখন আইডিকাড অনুযায়ী আবেদন করেছি পুলিশ ভেরিফিকেশন হইছে ১মাস হইছে চেক করলে
The application cannot be found. Check the entered data. এইটা দেখায়।
4003-000535286। এখন করনিয় কি। দয়া করে জানাবেন
এমন কোন সমস্যা হয়ে থাকলে পাসপোর্ট অফিসের এডি স্যারের সাথে কথা বলতে হবে
ভাই ১৩ তারিখ পাসপোর্টের জন্য জমা দিছিলাম ১৫ তারিখ পুলিশ কল করলো শুধু নাম আর স্বামীর নাম জিগ্যেস করলো আর কিছুই বললো না আজ পর্যন্ত আবেদনের স্টেটাস এ পেন্ডিং ফর এসবি/ডিএসবি পুলিশ ভেরিফিকেশন দেখাচ্ছে!আর কত দিন পর পাসপোর্ট সম্পন্ন হবে?
ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গুগল প্লে স্টোর থেকে HEllo SB মোবাইল অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন এবং ভেরিফিকেশন সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করুন. অবশ্যই আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর এবং আপনার জন্ম তারিখ ও মোবাইল নাম্বার উল্লেখ করবেন
আমি 28.08.24 তারিখে রি- ইসু পাসপোর্টের জন্য আবেদন করি। আবেদন করারা সময় যে সকল অপশান এসেছে সবগুলি পূরণ করে দিয়েছি। আমার আবেদন সাবমিটেড কথা আসছে কিন্তু আমি আমি কোন প্রিন্ট রাখি নাই। আমার পাসওয়ার্ড দিয়ে আমি আমার পোর্টালে ঢুকতে পারি । আমি অফিসে গিয়াছিলাম বলছে হার্ড কপি নিয়া যাইতে হবে। কিন্তু আমার কাছে কিছু নাই এখ কি করব। আমাকে জানালে একটু উপকার হয়। ধন্যবাদ।
আপনার পোর্টালে লগইন করে আবেদন কারীর নামের উপর ক্লিক করলে পূনরায় সামারি ও আবেদন কপি ডাউনলোড করার অপশন পাবেন
আমার বই হারিয়ে গেছে আমি আবার নতুন করে টাকা জমা দিয়ে ছিলাম এখন আমাকে বলচে আমার নাকি নাম বুল বাবার নাম বুল বয়স বুল মার নাম বুল এখন আমার টাকা ফেরত দেয় নাই আমি নতুন করে বই করতে চাই কি করা লাগবে স্যার দয়া করে বললবেন
আপনার আবেদনের সাথে পূর্ববর্তী পাসপোর্ট এর তথ্য মিল না থাকলে আবেদন বাতিল হবে এটাই স্বাভাবিক। যদি অনলাইন পেমেন্ট করে থাকেন তাহলে টাকা ফেরত পাবেন না, যদি কোনভাবে ব্যাংকে অথবা এ চালান এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে উক্ত পেমেন্ট স্লিপ দিয়ে নতুন করে পাসপোর্ট আবেদন করতে পারবেন।
Md.ROKON পাসপোর্ট চেক করা জন্য একটি নতুন করেছে বলে জানিয়েছেন
জনাব আপনার মন্তব্যটি বুঝিনি
আমার পাসপোর্টের ছিলিপের ডেট ১৭/১০/২০২৪ কিন্তু মেসেজ আসে নাই
এখন কি আমি পাসপোর্টে অফিসে গিয়ে আনতে পার কি
জানাবেন প্লিজ
পাসপোর্ট আবেদন নম্বর দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন, ওখানে যেতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা, পাসপোর্ট অফিসে পাসপোর্ট আসলে সাধারণত passport shipped লেখা আসে, আপনার পাসপোর্টটি বিতরণযোগ্য হলে passport is ready for issuance লেখা দেখতে পাওয়া যাবে
আমি ১/১০/২০২৪ তারিখে পাসপোর্ট এর সকল ডকুমেন্টস জমা দেই আমার পাসপোর্ট ইমার্জেন্সি ছিলো।। ১০ তারিখ ডেলিভারি হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত পুলিস ভেরিফিকেশন এর জন্য ডাকলো না বা আসলো না এখন আমার করনীয় কী?
পুলিশ ভেরিফিকেশনে দেরি হয়ে থাকলে ডিএসবি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা Hello SB মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অভিযোগ করতে পারেন