পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক | Police Clearance Check
আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন এবং সেটি দেশীয় এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে হোক আপনি বর্তমানে অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে রেফারেন্স নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার বিস্তারিত প্রক্রিয়া নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হল একটি সরকারি দলিল যাতে কোন ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা বা অভিযোগ নেই তা উল্লেখ করা থাকে। এই সার্টিফিকেটটি বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, ভিসা আবেদন, বিদেশে যাওয়ার জন্য প্রয়োজন হয়। বর্তমানে পুলিশ সার্টিফিকেট আবেদন অনলাইনের মাধ্যমে করা যায়। এবং আবেদনের শেষে আপনাকে একটি রেফারেন্স কাগজ দিয়ে দেওয়া হয়।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট রেজিস্টার করতে হয়। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক করার জন্য আপনাকে অবশ্যই উক্ত অ্যাকাউন্টটি লগইন করে নিতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ চেক করতে আপনাকে লগইন করতে হবে pcc.police.gov.bd ওয়েবসাইটে। এরপরে My Account থেকে Application Information ফর্মে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে Search বাটনে ক্লিক করুন। এছাড়াও My Account পেইজের নিচে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন চেক করতে নিচের নিয়ম ফলো করুন।
ধাপ-১/ ওয়েবসাইট লগ ইন
প্রথমে আপনাকে ভিজিট করতে হবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট pcc.police.gov.bd লিংকে। এরপরে SIGN IN অপশন থেকে আপনার রেজিস্টার হওয়া মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করে নিবেন। এরপরে মেনু থেকে My Account অপশনে ক্লিক করতে হবে।
যদি আপনার উক্ত একাউন্ট এর মাধ্যমে কোন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন থেকে থাকে তাহলে মাই একাউন্ট অপশনের নিচে সেটির স্ট্যাটাস দেখতে পাবেন। অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে নিচের পদ্ধতি ফলো করুন।
ধাপ-২/ পুলিশ ক্লিয়ারেন্স চেক
এই পেইজের একটি ফরমে আপনাকে দেওয়া রেফারেন্স স্লিপের রেফারেন্স নাম্বার , এরপর যথাক্রমে আপনার পাসপোর্ট নাম্বার, এবং নিবন্ধিত মোবাইল নাম্বার টাইপ করুন।
এর পরে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে Search অপশনে ক্লিক করতে হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পাবেন নিচের ছবির মতন। বর্তমানে এটার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে এবং কবে ডেলিভারি পাবেন ইত্যাদি।
দেখতে পারেনঃ
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক বিভিন্ন স্ট্যাটাসের অর্থ-
Under Verification – অর্থ হল আপনার আবেদন সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই চলছে
Application Rejected – যদি আপনি এই স্ট্যাটাস দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার আবেদনটি সঠিকভাবে করা হয়নি। অথবা আপনি কোন তথ্য ভুল দিয়েছেন। অথবা আপনার ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেছে যার কারণে আবেদনপত্রটি বাতিল করা হয়েছে।
Certificate Printed – এই স্ট্যাটাসটির অর্থ হল সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই শেষে আপনার সব তথ্য ঠিক থাকলে রিপোর্ট বা সার্টিফিকেট মুদ্রিত হয়েছে।
By OC – এর মানে তদন্ত কর্মকর্তার দ্বারা যাচাই ও মুদ্রণের পর তা থানার ওসির কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
Signed By DC/SP – অর্থ হল সংশ্লিষ্ট থানার ওসির দ্বারা স্বাক্ষরের পর তা সংশ্লিষ্ট জেলা/ মহানগরের ডিসি/এসপির স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
Ready For MoFA Verification – এটা দেখলে আপনাকে বুঝতে হবে আপনার রিপোর্ট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এসপি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কর্মকর্তার কাছে। আর এই প্রক্রিয়াকে মন্ত্রণালয়ের যাচাই বলে।
Ready for delivery – মন্ত্রণালয়ের যাচাইয়ের পর উপরের সব স্ট্যাটাস চলে গিয়ে বিতরণের জন্য প্রস্তুত স্ট্যাটাস চলে আসবে। তার মানে আপনার রিপোর্ট প্রদান করার জন্য প্রস্তুত।
Delivered – উপরের সব কাজ শেষে যখন রিপোর্ট আপনার নাগালে চলে আসবে তখন এই স্ট্যাটাস দেখাবে।
আমি রেফার নম্বর পাসপোর্ট নম্বর নিবন্ধিত মোবাইল নম্বর দেওয়ার পরও সার্চ অপশনে চাপ দেওয়ার পরও আমার আবেদনপত্র শো হচ্ছে না সে ক্ষেত্রে আমার করণীয় কি
জনাব আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি কি গৃহীত হয়েছিল? আপনি দয়া করে পুনরায় চেক করবেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা
আমার ক্লিয়ারেন্স এ স্ক্যন ওঠায়নি
একন আমার করোনিয় কি?
আপনার মন্তব্যটি বুঝিনি
ভাইয়া আমি দূরের এক দোকান থেকে আবেদন করলাম। এখন আমি অনলাইনে চেক করতে পারতেছি না। কারন, আমি নিজে আবেদন করি নি। ভাইয়া আপনি যে বললেন রেফারেন্স নাম্বার দিয়ে চেক করলেন। সেটা কিভাবে। তার কি লিংক দিবেন। আমি রেফারেন্স নাম্বার দিয়ে পাচ্ছি না। দয়া করে কমেন্ট এর রিপ্লাই দিবেন
পাসপোর্ট আবেদন করার পরে যখন ফিঙ্গার দিয়েছিলেন এবং ছবি তুলেছেন তখন আপনাকে একটি কাগজ দেওয়া হয়েছিল. উক্ত কাগজে রেফারেন্স নাম্বার লেখা থাকে, যদি আপনার কাছে সেই কাগজ না থেকে থাকে তাহলে যেই দোকান থেকে আবেদন করেছেন সেই দোকানদারের সাথে কথা বলুন
স্যার রেফারেন্স নাম্বার ছাড়া পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করা যাবে নাকি এই বিষয় টা একটু জানাবেন।
হয়তোবা চেক করা যাবে না, আপনি চেষ্টা করে দেখুন
আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি, ০৫/১২/২০২৪ ইং তারিখে এখন আমি সার্টিফিকেট পাবো কবে বলতে পারেন।।।
পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানা থেকে ফোন দেয়, কাগজপত্র জমা দিলে অল্প কয়েকদিনের মধ্যে পাওয়া সম্ভব, বিস্তারিত আপনার পুলিশ ক্লিয়ারেন্স চেক করে দেখুন
কতো দিন লাগতে পারে
25/7/24 তারিখ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করেছি এখন ও পাই নাই কতোদিন পরে পাবো
দেশের বিদ্যমান পরিস্থিতির কারনে সরকারি সব কার্যক্রম ধীরগতিতে হচ্ছে৷ আশা করা যায় খুব শিঘ্রই সব কিছু স্বাভাবিক হবে। স্বাভাবিক হলেই ভেরিফিকেশন রিপোর্ট পেয়ে য়াবেন
ভাই আমি পুলিশ ক্লিয়ারেন্স থানায় দিয়েছে আমার কাছে রেফারেন্স নাম্বার নেই আমি কি বাভে পাবো
যেই দোকান থেকে আবেদন কুরেছেন সেখানে যোগাযোগ করুন
আসসালামু আলাইকুম পাসপোর্ট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করা যায় কি গেলে একটু বলবেন প্লিজ
যারা অনলাইনে পুলিশের ওয়েবসাইট থেকে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করেছেন শুধুমাত্র তারা পাসপোর্ট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন যাচাই করতে পারবেন
আমার আরেক টা বিষয় হচ্ছে তারাতারি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আমি একজন পুলিশের সহয়তা নেই পরে ওনি আমার কাজ ঠিকঠাক করছে না আজ ১৯ দিন হয়ে গেছে আমার কাগজের কোনো খুঁজ খবর নাই এখন আমি কি করতে পারি।
এ বিষয়ে Hello SB অ্যাপ এ গিয়ে আপনার রেফারেন্স নম্বর এবং জন্ম তারিখ ও মোবাইল নাম্বার ব্যবহার করে একটি অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনার বিভাগীয় কমিশনার/ পুলিশ সুপার এর সাথে ভেরিফিকেশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
Amr police clearance er application from ta amr kache nai but akhon emergency eta kalke Tula lagbo …
But amr kache ref number ta ache …
Akhon ami ki korte pari …
Please ajke Jana le valo hoto
এ বিষয়ে কোন তথ্য নেই
Ami police clearence 25/07/2024 a abedon korsilam akhono pai nai .Kobe pabo bolte paren
দেশের আইনি প্রক্রিয়া Law & Order চালু হলেই পেয়ে যাবেন
Ami police clearence 25/07/2024 a abedon korsilam akhono pai nai . 7 number serial a ache Kobe pabo bolte paren
পরিস্থিতির উপর নির্ভর করবে
Ready For MoFA Verification এটা কমপ্লিট হতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে?
এটা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে সর্বোচ্চ ১০ দিনের বেশি লাগার কথা না
আমি ৩১/৭/২৪ তারিখ পিপিসি এর অবেদন করেছিলাম কিন্তু এখানে পাইনি অনলাইনে এখানো দেখাছো ৬/১০ কিন্তু ওসি স্যারের সাইন হয়ে গেছে,, থানায় যোগাযোগ করেছিলাম বললো ডাকে চলে গেছে।। আমার ৪ দরকার দূতাবাসেতে জমা দিতে হবে।।
স্যার, আপনার এলাকার ডাক বিভাগে যোগাযোগ করে দেখুন
স্যার দয়া করে একটু হেল্প করেন পুলিশ কিয়ারেন্স একটু যাচাই করুন স্যার
পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিজে যাচাই করতে পারবেন
Ki babe
Check korbo
পোস্টটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে
স্যার আমার পুলিশ ক্যারেন্সি টি হয়েছে, দয়া করে জানাবেন?
বুঝিনি আপনার প্রশ্ন
আমি পুলিশ ক্লিয়ারেন্স করতে চাচ্ছি কিন্তু আমার এনআইডি কার্ড নারায়ণগঞ্জ এর আর পাসপোর্ট এর ঠিকানা মানিকগঞ্জ এখন আমি কিভাবে করবো বা আমি কি নারায়ণগঞ্জ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবো কিনা স্যার..?
আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা দিবেন তাহলে আলাদাভাবে ভেরিফিকেশন হবে
Police clearance A Ready for print Er mane ki ata kon obosthai ache kivabe bujhbo.
আপনার পুলিশ ক্লিয়ারেন্স টি , প্রিন্টের জন্য প্রস্তুত রয়েছ্ , প্রিন্ট হলে হাতে ডেলিভারি পাবেন
“8/10: Ready for MoFA verification”.mane ki
Ministry of Foreign Affairs কর্তৃক সার্টিফিকেটটি ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে
আমার পুলিশ ক্লিয়ারেন্স এর স্টেটাস এ রেডি ফর ডেলিভারড আছে,,আমি এখন নিয়ে আসতে পারবো?আর নিতে গেলে কি কি কাগজ নিতে হয় যাওয়ার সময়,,দয়া করে জানাবেন স্যার
পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যদি পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে থাকে তাহলে কিছু নিতে হবে না
can you please suggest who will be collect certificate from police department without applicant?
আবেদনকারী কে নিজেকেই আনতে হবে