পাসপোর্ট ফি : পাসপোর্ট করতে কত টাকা লাগে জানুন
নতুন পাসপোর্ট আবেদন কিংবা রিইস্যু করবেন বলে ভাবছেন? পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে জানেন না? তাহলে জেনে রাখুন পাসপোর্ট ফি কত। দালালের খপ্পরে পড়ে অধিক টাকা এবং সময় অপচয় না করে জেনে রাখুন পাসপোর্ট করতে কত টাকা লাগে, এবং নিজেই বানিয়ে ফেলুন একটি ই পাসপোর্ট।
বিদেশে ভ্রমণের জন্য কিংবা সরকারি কোনো কাজের ক্ষেত্রে পাসপোর্ট এর দরকার হয়, বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ ই পাসপোর্ট সুবিধা চালু করে। পূর্বে মেশিন রিডেবল – MRP পাসপোর্ট চালু ছিল। কিন্তু বর্তমানে সর্বস্ব ই পাসপোর্ট বিতরণ করা হয়। আর পূর্বের এমআরপি পাসপোর্ট এর ফি এর তুলনায় ই পাসপোর্ট ফি একটু বেশি হয়ে থাকে। তবে আপনি চাইলে আর এখন এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন না। আর ই পাসপোর্ট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট ফি সম্পর্কিত তথ্য জানতে হবে, না হলে আপনি দালালের খপ্পরে পরে আধিক টাকার অপচয়ের শিকার হবেন। আর অবশ্যই দালাল থেকে দূরে থাকবেন।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
একজন বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে ১৫% ভ্যাটসহ –
- ৫ বছর মেয়াদি ৪৮ পেইজ – রেগুলার ফি ৪০২৫ টাকা, জরুরী ফি ৬৩২৫ টাক এবং অতিব জরুরী ফি ৮৬২৫ টাকা।
- ৫ বছর মেয়াদি ৬৪ পেইজ – রেগুলার ফি ৬৩২৫ টাকা, জরুরী ফি ৮৬২৫ টাকা এবং অতিব জরুরী ফি ১২০৭৫ টাকা।
- ১০ বছর মেয়াদি ৪৮ পেইজ – রেগুলার ফি ৫৭৫০ টাকা, জরুরী ফি ৮০৫০ টাকা এবং অতিব জরুরী ফি ১০৩৫০ টাকা।
- ১০ বছর মেয়াদি ৬৪ পেইজ – রেগুলার ফি ৮০৫০ টাকা, জরুরী ফি ১০৩৫০ টাকা এবং অতিব জরুরী ফি ১৩৮০০ টাকা।
এখানে,
Regular = সাধারন – ২১ কর্মদিবস এর ভিতর বিতরনযোগ্য
Express = জরুরী – ১০ কর্মদিবস এর ভিতর বিতরনযোগ্য
Super Express = অতীব জরুরী – ২ কর্মদিবস এর ভিতর বিতরনযোগ্য
১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীরা শুধুমাত্র ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট পাবে। অতিব জরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে।
Note: সরকারি চাকরিজীবি যাদের এনওসি(NOC) /অবসর সনদ (PRL) রয়েছে তারা রেগুলার ফি জমা দিলে Express Delivery এবং Express Delivery ফি জমা দিলে Super Express Delivery সুবিধা পাবেন।
পাসপোর্ট ফি : বিদেশে বাংলাদেশী দূতাবাস থেকে আবেদন ক্ষেত্রে-
যদি কোন বাংলাদেশী সাধারন নাগরিক বিদেশে অবস্থানরত অবস্থায় পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যায়, অথবা হারিয়ে যায়, সে ক্ষেত্রে পাসপোর্ট নতুন করে ইস্যু করার ক্ষেত্রে বাংলাদেশী দূতাবাসে গিয়ে আবেদন করলে নিম্নোক্ত Fee লাগবে।
মেয়াদ | পেজ সংখ্যা | Regular Fee | Express Fee |
---|---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | 100 USD | 150 USD |
৬৪ পৃষ্ঠা | 150 USD | 200 USD | |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | 125 USD | 175 USD |
৬৪ পৃষ্ঠা | 175 USD | 225 USD |
আবার অন্যদিকে বিদেশে অবস্থানরত কোন বাংলাদেশী শ্রমিক কিংবা সাধারণ শিক্ষার্থী তাদের পাসপোর্ট আবেদন কিংবা ইস্যু করার ক্ষেত্রে নিম্নোক্ত ফি পরিশোধ করবে –
মেয়াদ | পেজ সংখ্যা | Regular Fee | Express Fee |
---|---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | 30 USD | 45 USD |
৬৪ পৃষ্ঠা | 150 USD | 200 USD | |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | 50 USD | 75 USD |
৬৪ পৃষ্ঠা | 175 USD | 225 USD |
অনলাইনে (ekpay- মাধ্যমে): (Payment option: VISA, Master Card, American Express, bKash, Nagad, Rocket, Upay, Dmoney, OK Wallet, Bank Asia, Brack Bank, EBL, City Bank, UCB, AB Bank, DBBL, Midland Bank, MBL Rainbow গেইটওয়ে ব্যবহার করার মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করা যাবে। দেখুনঃ পাসপোর্ট ফি দেওয়ার নিয়ম
পাসপোর্ট ফি প্রধান শেষে অবশ্যই এ চালান কপি সংগ্রহ করবেন এবং পাসপোর্ট করতে যা যা লাগে সে সমস্ত ডকুমেন্টের সাথে চালান কপি সংযুক্ত করে পাসপোর্ট অফিসে দাখিল করতে হবে।
অনেক ভালো লিখেছেন।।
আসসালামু আলাইকুম,
জনাব, আমি পাসপোর্ট করতে চাইছিলাম কিন্তু আমি বেকার,এখন আমি পেশা কি দিলে কোনো সমস্যা হবেনা? দয়া করে জানাবেন 👏
যেকোন একটা পেশা দিলে হবে শুধু মাত্র সরকারি চাকুরিবি ব্যাতিত।
আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আসসালাম
ওওয়ালাইকুম সালাম
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, আমি পাসপোর্ট করছিলাম ২০১৬ সালে, পাসপোর্ট করে আমি ওমান ছিলাম,দালাল চকরের কারণে আমাকে জেলে যেতে হয়,সেখান থেকে বাংলাদেশে চলে আসলাম আমার পাসপোর্ট ও মনে রেখে দে এখন আমার পাসপোর্ট এর প্রয়োজন আমি কি করতে পারি? আমি বাংলাদেশে এখন ৫বছর
আগে খোঁজ করে দেখুন আপনার পাসপোর্ট এর কোন কপি স্ক্যান করা কপি আপনার কাছে রয়েছে কিনা, পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার ইত্যাদি, থাকলে সেগুলো দিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করতে পারবেন। অথবা এ বিষয়ে সরাসরি তথ্যের জন্য ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে যেতে পারেন
যদি আপনার পাসপোর্ট নাম্বার মনে থাকে তাহলে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে হারিয়ে গেছে ব’লে সঠিক প্রমাণ দিয়ে রাকেন আপনাকে নতুন করে আবারও দেয়া হবে তবে আগেই বলে রাকি আপনি আপনার আগের পাসপোর্ট এর নাম্বার এবং নাম সবকিছু সঠিক ভাবে দিয়ে ফরম ফিলাপ করবেন তার পড়ে তাদেরকে দিয়ে দিবেন।
আমি পাসপোর্ট করছিলাম কিন্তু আমার আগের পাসপোর্টের মত হয় নাই তাই আমি সৌদি আরব ঠোকতে পারছি না এখন আমি কি করবো এখন আমার ঐ পাসপোর্ট সেম সেম লাগবে আমার আগের পাসপোর্ট এই রকম আমার নাম ছিলো ইংরেজিতে juwel Mohammad এখন আমার পাসপোর্ট দিছে ই পাসপোর্ট miah md jewel এখন আমি কি করবো আগের পাসপোর্ট না হলে আমি সৌদি আরব যেতে পারবো না আমার আগের নাম জেটা আছে সেটা লাগবে আমি কি করবো ভেবে পারছি না ঐ পাসপোর্ট না হলে যেতে পারবো আমাকে হেল্প করুন।
আপনার হয়তো কোথাও ভুল হয়েছিল আবেদনের সময়, পাসপোর্ট রিনিউ করার সময় অবশ্যই পূর্ববর্তী পাসপোর্ট প্রদর্শন করতে হয়, এবং পূর্ববর্তী পাসপোর্ট এর সাথে মিল রেখেই পাসপোর্ট আবেদন করতে হয়, এক্ষেত্রে যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদন করে থাকেন তাহলে আপনার পাসপোর্টটি সেইভাবে হবে, যেহেতু আপনি সৌদি আরব প্রবেশ করতে পারছেন না সেহেতু আপনাকে পুনরায় আপনার পূর্ববর্তী পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট সংশোধন এবং রি ইস্যু আবেদন করতে হবে
বাবা মার এনআইডি কার্ড অবশ্যই লাগবে?
নিজের এনআইডি দিয়ে আবেদন করলে বাবা মায়ের এনআইডি কার্ড অপশনাল, বাধ্যতাৃুলক নয়৷ তবে পুলিশ ভেরিফিকেশনে লাগবে, জন্ম নিবন্ধন দিয়ে আবেদনের ক্ষেত্রে বাবা মায়ের এনআইডি বাধ্যতামুলক।
ভাই আমি ঢাকায় থাকি আমি কি ঢাকায় পাসপোর্ট আবেদন করতে পারব নাকি আমার নিজ জেলায় আবেদন করতে হবে আর এই পাসপোর্ট কি আমি নিজেই করতে পারব কোনো দালাল ছাড়া আমি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে একটু দয়া করে আমার কমেন্টের উত্তর টা দিবেন প্লীজ
ঢাকায় থাকলে ঢাকায় বসেও আবেদন করতে পারবেন। ঢাকায় কয়েকটা পাসপোর্ট অফিস আছে। তবে মনে রাখতে হবে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে তাহলে আলাদাভাবে পুলিশ ভেরিফিকেশন হবে। এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটু সময় লাগবে। আর কোনরকম দালাল ছাড়াই আপনি আবেদন করতে পারবেন আবেদন করা একদম সহজ।
আমার পসপোর্ট এর মেয়াদ আছে আরো ২ বছর কিন্তু আমি ১০ বছর মেয়াদ কোরতে চাই । সে খেত্রেরে কি কোরব
পাসপোর্ট রিনিউ আবেদন করতে হবে। বিস্তারিত পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানুন
স্যার,
আসসালামুয়ালাইকুম !
আমার জন্ম ১৭-০৭-২০০৫ আমার বয়স ১৯ বছর । আমি এখনো আইডি কার্ড পাইনি তবে অনলাইন কপি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমার কি কি কাগজপত্র লাগবে দয়া করে সেটা যদি বলতেন তাহলে অনেক উপকৃত হবো